Sunil Chhetri: মঞ্চ একেবারে প্রস্তুত। ২০২৭ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্ব। অন্তিম রাউন্ডের লড়াইয়ে নামছে ভারতীয় ফুটবল দল (indian football team)। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে হবে টিম ইন্ডিয়াকে। মঙ্গলবার (২৫ মার্চ) এই ম্যাচটি শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজন করা হবে।
অন্তিম পর্বে গ্রুপ এ-তে রয়েছে ভারত এবং বাংলাদেশ। এই গ্রুপের বাকি দুটো দল হল সিঙ্গাপুর এবং হংকং। মঙ্গলবার তারাও একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্যাচটি সৌদি আরবে আয়োজন করা হবে। যাইহোক, বাংলাদেশের বিরুদ্ধে আয়োজিত এই ম্যাচটা ভারতীয় ফুটবল দলের হেড কোচ মানোলো মার্কোয়েজের কাছে যে কতখানি গুরুত্বপূর্ণ, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই।
Sunil Chhetri: সুনীলের প্রত্যাবর্তনে শাপমোচন, ৪৮৯ দিন পর জয়ের সরণীতে টিম ইন্ডিয়া
এমনিতেই তাঁর পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। ভারতীয় ফুটবল দলের দায়িত্ব গ্রহণ করার সেভাবে সাফল্যের মুখ দেখেননি তিনি। ফলে, এই ম্যাচটাই যে তাঁর কাছে লিটমাস টেস্ট সেটা আলাদা করে বলার দরকার নেই।
IND vs BAN, AFC Asian Cup Qualifier: শেষবার ভারত-বাংলাদেশ ফুটবল ম্য়াচে জিতেছিল কারা? কী হয়েছিল ফলাফল?
অন্যদিকে, বাংলাদেশ ফুটবল দলও আপাতত খুব একটা স্বস্তিতে নেই। কারণ একটাই। সম্প্রতি অবসর ভেঙে আবারও ভারতীয় দলে কামব্যাক করেছেন সুনীল ছেত্রী। সুনীলের বিরুদ্ধে টাইগার ডিফেন্সের অভিজ্ঞতা খুব একটা ভাল নয়। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন ইতিমধ্যে বাংলাদেশি ফুটবলারদের কাছে ত্রাস হয়ে উঠেছেন। কেড়েছেন রাতের ঘুমও।
India vs Bangladesh: এশিয়ান কাপ বাছাইপর্বে শুধুমাত্র সুনীল ছেত্রী নয়, নজরে হামজা চৌধুরিও
বাংলাদেশের বিরুদ্ধে কবে কতগুলো গোল করেছেন সুনীল? সেই খতিয়ানে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক:
- প্রথম গোল - ৯ মার্চ, ২০১৩ - হলচক স্টেডিয়াম, কাঠমাণ্ডু
- দ্বিতীয় গোল - ৫ মার্চ, ২০১৪ - ফাতোরদা স্টেডিয়াম, গোয়া
- তৃতীয় গোল - ৫ মার্চ, ২০১৪ - ফাতোরদা স্টেডিয়াম, গোয়া
- চতুর্থ গোল - ৭ জুন, ২০২১ - জসিম বিন হামাদ স্টেডিয়াম, দোহা
- পঞ্চম গোল - ৭ জুন, ২০২১ - জসিম বিন হামাদ স্টেডিয়াম, দোহা
- ষষ্ঠ গোল - ৪ অক্টোবর, ২০২১ - রাশমি ধান্দু স্টেডিয়াম, মালে
India vs Bangladesh Football: ভারত বনাম বাংলাদেশ, কোথায়-কখন দেখবেন ফুটবলের মহাসংগ্রাম?
সুনীল যে আগের তুলনায় আরও ভয়ঙ্কর হয়ে উঠেছেন, তা বলাই বাহুল্য। বিশেষ করে জাতীয় ফুটবল দল থেকে অবসর গ্রহণের পর তিনি আরও শানিত হয়েছেন। চলতি ইন্ডিয়ান সুপার লিগে সুনীলের পারফরম্যান্স সকলের নজর কেড়েছে। যে মানুষটা ২০২৪ সালে অবসর গ্রহণ করেছিলেন, ভারতীয় ফুটবল দলের কোচ মানোলো মার্কোয়েজের অনুরোধে আবারও ফিরতে হয়েছে। আর সুনীলের প্রত্যাবর্তনের পরই টিম ইন্ডিয়া মালদ্বীপের বিরুদ্ধে ৩-০ গোলে জয়লাভ করেছে। বাংলাদেশের বিরুদ্ধেও সুনীল চাইবেন, এই বিধ্বংসী পারফরম্যান্স বজায় রাখতে। লড়াই যে জমজমাট হতে চলেছে, তা বলা যেতেই পারে।