Indian Team Arrival: রাত ৪টেয় পার্থে পৌঁছল ভারতীয় দল, দীর্ঘ ফ্লাইট বিলম্বে ক্লান্ত কোহলি-রোহিতরা!

Indian Team Arrival: দীর্ঘ ফ্লাইট বিলম্বের পর অবশেষে রাত ৪টেয় পার্থে পৌঁছল ভারতীয় দল। শুভমন গিলের নেতৃত্বে কোহলি-রোহিতরা ক্লান্ত অবস্থায় হোটেলে চেক-ইন করেন।

Indian Team Arrival: দীর্ঘ ফ্লাইট বিলম্বের পর অবশেষে রাত ৪টেয় পার্থে পৌঁছল ভারতীয় দল। শুভমন গিলের নেতৃত্বে কোহলি-রোহিতরা ক্লান্ত অবস্থায় হোটেলে চেক-ইন করেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Indian Cricket Team

Indian Cricket Team: দীর্ঘ ফ্লাইট বিলম্ব, চরম ক্লান্তিতে কোহলি-রোহিতরা!

Indian Team Arrival: অবশেষে পার্থে পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল — তবে সময়মতো নয়, বরং একদম ভোররাতে। দীর্ঘ ফ্লাইট বিলম্বের পর শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল পৌঁছল পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থ শহরে। সেখানে ১৯ অক্টোবর শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ।

Advertisment

দলটি দিল্লি বিমানবন্দর থেকে রওনা দিয়েছিল ১৫ অক্টোবর সকালে। কিন্তু ফ্লাইটের নির্ধারিত সময়ের প্রায় চার ঘণ্টা পর বিমান ছাড়ে। এই দেরির জেরে সিঙ্গাপুরে কানেক্টিং ফ্লাইটেও পরিবর্তন করতে হয়, ফলে পুরো যাত্রা দীর্ঘায়িত হয় কয়েক ঘণ্টা। অবশেষে অক্টোবর ১৬-এর ভোররাতে, প্রায় ৪টার সময় দল পৌঁছয় পার্থে।

আরও পড়ুন- অবসরের জল্পনার মধ্যেই কোহলির টুইট, সোশ্যাল মিডিয়ায় বিরাট গুঞ্জন!

Advertisment

পার্থে নিরাপত্তার কড়াকড়ি

অস্ট্রেলিয়ান সাংবাদিকদের রিপোর্ট অনুযায়ী, পার্থ বিমানবন্দরে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ভারতীয় দলের কয়েকজন ভক্ত বাইরে অপেক্ষা করছিলেন প্রিয় তারকাদের একঝলক দেখার জন্য। কিন্তু, যেহেতু সময় ছিল গভীর রাত, ক্লান্ত খেলোয়াড়রা সরাসরি হোটেলে চেক-ইন করেন, কারও সঙ্গে দেখা না করেই। প্রথম ব্যাচে ছিলেন— বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমন গিল (অধিনায়ক), কেএল রাহুল। এই চার তারকা ক্রিকেটারই এই সফরে মূল কেন্দ্রবিন্দুতে থাকবেন। বিশেষ করে কোহলি ও রোহিতের জন্য এই সফরটি অনেক তাৎপর্যপূর্ণ, কারণ তাঁদের ভবিষ্যৎ নিয়ে প্রচুর জল্পনা চলছে।

আরও পড়ুন- দুর্বল ইউনাইটের বিরুদ্ধে কষ্টার্জিত জয়, আদৌ মন কাড়ল মোহনবাগানের খেলা?

ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে মোট ৩টি ওয়ানডে এবং ৫টি টি-২০ ম্যাচে। ওয়ানডে ম্যাচগুলো হবে—প্রথম ODI: ১৯ অক্টোবর পার্থে, দ্বিতীয় ODI: ২৩ অক্টোবর অ্যাডিলেডে, তৃতীয় ODI: ২৬ অক্টোবর সিডনিতে। এরপর দল বদলে যাবে T20 World Cup build-up mode-এ। ভারতের নতুন কোচ গৌতম গম্ভীর জানিয়েছেন যে, তিনি চিরাচরিত ভবিষ্যৎ পরিকল্পনায় না গিয়ে বর্তমান পারফরম্যান্সে জোর দিচ্ছেন। তিনি আশা করছেন, কোহলি ও রোহিত এই সিরিজে দুর্দান্তভাবে খেলবেন এবং দলের তরুণদের অনুপ্রাণিত করবেন। 

আরও পড়ুন- আগুন গোল মোহনবাগানের, মাঠে নামতেই জাত চেনালেন দিমি গড

অন্যদিকে, অধিনায়ক শুভমন গিল বলেছেন, 'আমাদের দুই সিনিয়র ব্যাটারকে নিয়ে আমরা ভাগ্যবান। আমি চাই তারা পুরো স্বাধীনতায় খেলুক, যেন কোনও চাপ না থাকে।' এই সিরিজ শুধু ম্যাচ নয়, এটি ভারতের জন্য ২০২৭ সালের ODI World Cup-এর প্রস্তুতির অংশ। কোহলি ও রোহিত যদি ধারাবাহিকতা বজায় রাখেন, তবে তাঁরা আবারও ভারতের মূল ব্যাটিং স্তম্ভ হিসেবে ভূমিকা গ্রহণ করতে পারেন। 

আরও পড়ুন- মোহনবাগানকে নিয়ে বড় খবর, অভিনব প্রতিবাদে ঘুম উড়ল ম্যানেজমেন্টের

পার্থে পৌঁছে ভারতীয় দল এখন বিশ্রামে। কয়েকদিনের মধ্যেই শুরু হবে প্রস্তুতি। দীর্ঘ ফ্লাইট বিলম্ব সত্ত্বেও, দলের মনোবল অটুট রয়েছে। ভক্তরা এখন অপেক্ষায় — ১৯ অক্টোবর পার্থের ওয়াকা মাঠে ভারত-অস্ট্রেলিয়া প্রথম দ্বৈরথের জন্য। সেখানে কোহলি ও রোহিতের ব্যাট আবার কথা বলবে কি না, এবার তা দেখার পালা।

Indian Team Arrival