INDW vs PAKW: ভারতের বিরুদ্ধে অভব্য আচরণ, পাক ক্রিকেটারকে 'কড়া দাওয়াই' আইসিসির

INDW vs PAKW 2025: গত রবিবার (৫ অক্টোবর) ২০২৫ মহিলা ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে ভারত এবং পাকিস্তান দল একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফরম্য়ান্স করে এবং ৮৮ রানে জয়লাভ করে

INDW vs PAKW 2025: গত রবিবার (৫ অক্টোবর) ২০২৫ মহিলা ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে ভারত এবং পাকিস্তান দল একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফরম্য়ান্স করে এবং ৮৮ রানে জয়লাভ করে

author-image
IE Bangla Sports Desk
New Update
Sidra Ameen

হাফসেঞ্চুরি হাঁকালেন সিদরা আমিন

IND W vs PAK W: গত রবিবার (৫ অক্টোবর) ২০২৫ মহিলা ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে (Women's ODI World Cup 2025) ভারত এবং পাকিস্তান দল একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া (Indian Women Cricket Team) দুর্দান্ত পারফরম্য়ান্স করে এবং ৮৮ রানে জয়লাভ করে। সত্যি কথা বলতে কী, এই ম্যাচে ভারতের দাপুটে পারফরম্য়ান্স সকলেরই নজর কেড়েছে। এই ম্য়াচে পাকিস্তানি ব্যাটার সিদরা আমিন (Sidra Ameen) দুর্দান্ত পারফরম্য়ান্স করেন। তাঁর ব্যাট থেকেই বেরিয়ে আসে সর্বাধিক রান। কিন্তু, আউট হওয়ার পর তিনি এমন একটা আচরণ করলেন, যে কারণে ইতিমধ্যে আইসিসি-র পড়ে গিয়েছেন। সঙ্গে সঙ্গে শাস্তির নিদানও দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। পাকিস্তানের এই ব্যাটারও নিজের দোষ স্বীকার করে নিয়েছেন।

Advertisment

IND W vs SA W: টিম ইন্ডিয়ার জন্য চরম দুঃসংবাদ, চিন্তা বাড়ল দলের তারকা ক্রিকেটারকে নিয়ে

শাস্তির নিদান দিয়েছে আইসিসি

পাকিস্তানি ইনিংসের ৪০ ওভারে এই ঘটনাটি ঘটেছে। পাকিস্তানের ব্যাটার সিদরা আমিন ৮৮ রানে আউট হয়ে যান। আউট হওয়ার পর তিনি ব্যাট দিয়ে মাটিতে জোরে আঘাত করেন। আইসিসি শৃঙ্খলাবিধি অনুসারে ২.২ ধারা লঙ্ঘন করেছেন তিনি। আর সেকারণেই আইসিসি তাঁকে শাস্তি দিয়েছে। পাশাপাশি তাঁর নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে। গত ২৪ মাসের মধ্যে এটা তাঁর প্রথম অপরাধ।

Advertisment

Tazmin Brits Century: ঝড়ের গতিতে শতরান, মহিলাদের বিশ্বকাপে নয়া রেকর্ড কায়েম করলেন এই প্রোটিয়া ব্যাটার

৮৮ রানে জয়লাভ টিম ইন্ডিয়ার

২০২৫ মহিলা ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে ভারত প্রথমে ব্যাট করতে নেমেছিল। টিম ইন্ডিয়া ৫০ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৪৭ রান করেন। ভারতের হয়ে সর্বাধিক রান করেন হারলিন দেওল। তিনি ৬৫ বলে ৪৬ রানের ইনিংস খেলেন।

IND W vs PAK W Controversy: ছিলেন ক্রিজের মধ্যে, তাও কেন আউট পাকিস্তানি ব্যাটার? জেনে নিন আসল নিয়ম

এই টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তান ৪৩ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায়। পাকিস্তানের হয়ে সর্বাধিক রান করেন সিদরা আমিন। ১০৬ বলে ৮১ রানের একটি ঝকঝকে ইনিংস উপহার দেন তিনি। এরমধ্যে ৯ চার এবং ১ ছক্কা রয়েছে। এছাড়া নাতালিয়া পারভেজও ৪৬ বলে ৩৩ রান করেন।

IND W vs PAK W Match Report: কেঁচো খুঁড়তে বেরলো কেউটে! পাকিস্তান হারতেই 'বিস্ফোরক' ফতিমা

পাকিস্তানকে হারানোর পাশাপাশি ২০২৫ মহিলা ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্য়াচ জিতল ভারত। ৪ পয়েন্ট সংগ্রহ করে হরমনপ্রীতরা পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে।

Sidra Ameen Indian Women Cricket Team Women’s ODI World Cup 2025 IND W vs PAK W