/indian-express-bangla/media/media_files/2025/10/07/tazmin-brits-2025-10-07-17-23-07.jpg)
শতরান হাঁকানোর পর উদযাপন করছেন তাজ়মিন ব্রিৎজ়
Tazmin Brits: ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপে (Women's ODI World Cup 2025) গত সোমবার (৬ অক্টোবর) দক্ষিণ আফ্রিকা বর্তমান টি-২০ চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে কার্যত দুরমুশ করেছে। আর সেইসঙ্গে তারা এই টুর্নামেন্টে দুর্দান্ত কামব্যাক করেছে। দক্ষিণ আফ্রিকার এই জয়ের পিছনে সবচেয়ে বড় অবদান রয়েছে দলের ওপেনিং ব্যাটার তাজ়মিন ব্রিৎজ়ের দুর্দান্ত শতরান এবং বাঁ-হাতি স্পিনার নোনকুলুলেকো মালাবার বিধ্বংসী বোলিং পারফরম্যান্স। চলতি বিশ্বকাপে প্রথম ম্য়াচ জিতল দক্ষিণ আফ্রিকা।
IND W vs SA W: টিম ইন্ডিয়ার জন্য চরম দুঃসংবাদ, চিন্তা বাড়ল দলের তারকা ক্রিকেটারকে নিয়ে
মালাবার বিষাক্ত বোলিংয়ে 'খতম' নিউজিল্যান্ডের ইনিংস
হোলকার স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচে নিউজিল্যান্ড ক্রিকেট দল টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। কিন্তু, প্রোটিয়া বোলারদের সামনে তাঁরা খুব বড় রান করতে পারেননি। নোনকুলুলেকো মালাবা ১০ ওভারে ৪০ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন। সঙ্গে করেছেন একটি রান আউটও। তাঁর দ্বিতীয় স্পেলই কার্যত এই ম্য়াচের রং বদলে দেয়। শেষ পাঁচ ওভারে তিনি মাত্র ১৮ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। তিনি কিউয়ি অধিনায়ক সোফি ডিভাইন (৮৫ রান), ব্রুক হলিডে (৪৫ রান)-কে আউট করে নিউজিল্যান্ডকে ২৩১ রানে অলআউট করে দেন। তাও আবার ৪৭.৫ ওভারের মধ্যেই।
IND W vs PAK W Controversy: ছিলেন ক্রিজের মধ্যে, তাও কেন আউট পাকিস্তানি ব্যাটার? জেনে নিন আসল নিয়ম
টেনেটুনে হাফসেঞ্চুরি সোফি ডিভাইনের
কেরিয়ারের ৩০০ তম ম্যাচ খেলতে নেমে লড়াকু হাফসেঞ্চুরি হাঁকালেন সোফি ডিভাইন। ৯৮ বলে তিনি ৮৫ রান করেছেন। এরমধ্যে রয়েছে ৯ বাউন্ডারি। একদিক থেকে ধারাবাহিকভাবে উইকেটের পতন হলেও ডিভাইন ৬৫ বলে তাঁর ১৭ তম ওয়ানডে হাফসেঞ্চুরি পূরণ করেন। একটা সময় তো মনে হচ্ছিল, দ্বিতীয় ম্যাচেই তিনি শতরান হাঁকিয়ে ফেলবেন। কিন্তু, মালাবার ভিতর দিকে আসা একটি বলে তিনি বোল্ড হয়ে যান।
ব্রিৎজ়ের ঝোড়ো শতরান
২৩১ রানের টার্গেট তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুটা বেশ ধামাকাদার মেজাজে করে। দলের ওপেনিং ব্যাটার তাজ়মিন ব্রিৎজ় শুরু থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী ব্যাটিং করেন। ৮৯ বলে তিনি ১০১ রান করেন। তাঁর এই ইনিংসে ১৫ চার এবং ১ ছক্কা হাঁকিয়েছেন। ব্রিৎজ়ের ওয়ানডে কেরিয়ারে এটা সপ্তম শতরান। তবে গত ৫ ম্যাচের মধ্যে এটা তাঁর চতুর্থ শতরান। ৯৯ রানের মাথায় তিনি অবশ্য একটা জীবনদান পেয়েছিলেন। হলিডে নিজের বলেই ক্যাচ ফেলে দিয়েছিলেন। এই সুযোগের সম্পূর্ণ ফায়দা তোলেন ব্রিৎজ়। পরের বলে একটা শতরান নিয়ে তিনি নিজের শতরান পূরণ করেন।
IND W vs PAK W Match Report: কেঁচো খুঁড়তে বেরলো কেউটে! পাকিস্তান হারতেই 'বিস্ফোরক' ফতিমা
সান লাসের বিরুদ্ধে তিনি ১৫৯ রানের পার্টনারশিপ গড়ে তোলেন
ব্রিৎজ়কে যোগ্য সঙ্গত দেন অভিজ্ঞ সান লাস। দুজনে মিলে দ্বিতীয় উইকেটে ১৫৯ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। আর সেইসঙ্গে নিউজিল্যান্ডের জয়ের যাবতীয় সম্ভাবনা দুরমুশ হয়ে যায়। লাস শেষপর্যন্ত ১১৪ বলে অপরাজিত ৮৩ রানের ইনিংস খেলেন। এরমধ্যে ৯ চার এবং ১ ছক্কা রয়েছে। তিনি সংযমী ব্যাট করেন এবং যতটা বেশি সম্ভব ব্রিৎজ়কে স্ট্রাইক দেওয়ার চেষ্টা করেন। অ্যামেলিয়া কেরের বলে লং অনের উপর দিয়ে বিশাল একটি ছক্কা হাঁকান। শেষপর্যন্ত দক্ষিণ আফ্রিকা ৫৫ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয়লাভ করে।