IPL 2025 CSK vs MI: 'এটা আমার ফ্র্যাঞ্চাইজি, যতদিন খুশি খেলব...', অবসর জল্পনা উড়িয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি

MS Dhoni Retirement: এটাই কি মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল টুর্নামেন্ট হতে চলেছে? বেশ কয়েকদিন ধরেই বিষয়টা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনাতেই জল ঢাললেন ক্যাপ্টেন কুল।

MS Dhoni Retirement: এটাই কি মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল টুর্নামেন্ট হতে চলেছে? বেশ কয়েকদিন ধরেই বিষয়টা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনাতেই জল ঢাললেন ক্যাপ্টেন কুল।

author-image
IE Bangla Sports Desk
New Update
MS DHONI CSK

চেন্নাই সুপার কিংস দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি

IPL 2025 CSK vs MI: রবিবাসরীয় (২৩ মার্চ) সন্ধ্যায় আইপিএল টুর্নামেন্টে আরও একটি জমজমাটি লড়াই আয়োজন করা হচ্ছে। একদিকে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্য়াচটি চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে সন্ধ্যা ৭:৩০ মিনিট থেকে শুরু হবে। এই মরশুম শুরু হওয়ার আগে চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (Mahendra Sing Dhoni) অবসর নিয়ে একাধিক জল্পনা হয়েছিল। অনেকে তো বলতে শুরু করেছিলেন যে এটাই তাঁর শেষ মরশুম হতে চলেছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ২০২৫ আইপিএল মরশুমের পরই কি মহেন্দ্র সিং ধোনি অবসর নিতে চলেছেন? এবার এই প্রশ্নেরই স্পষ্ট জবাব দিলেন ধোনি।

Advertisment

Rohit Sharma: ধোনিদের বিরুদ্ধে 'বড় ধামাকা', মহা রেকর্ডের অপেক্ষায় রোহিত শর্মা

চেন্নাইয়ের হয়ে খেলার ব্যাপারে কী বললেন ধোনি?

২০২৫ আইপিএল টুর্নামেন্টে ধোনি সবথেকে বেশি বয়সি ক্রিকেটার হিসেবে খেলতে নামছেন। আপাতত তিনি ৪৩ বছর বয়সে পা রেখেছেন। আরও একটি আইপিএল মরশুম খেলার জন্য প্রস্তুত মাহি। সিএসকে বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্য়াচের আগে জিও হটস্টারকে দেওয়া একটি ইন্টারভিউয়ে ধোনি বলেছেন, 'আমি যতদিন চাইব, সিএসকে-র হয়ে খেলতে পারব। এটা আমার ফ্র্যাঞ্চাইজি। যদি আমি হুইল চেয়ারেও বসে থাকি, তাহলেও এরা আমাকে টানতে টানতে নিয়ে যাবে।'

Advertisment

IPL 2025: আইপিএল সুপার ওভারের নিয়মে বিরাট বদল, বোর্ডের নির্দেশিকা খুলল ড্রয়ের রাস্তাও!

আনক্যাপড ক্রিকেটার হিসেবে খেলতে নামবেন ধোনি

এই প্রথমবার আইপিএল টুর্নামেন্টে মহেন্দ্র সিং ধোনি আনক্যাপড ক্রিকেটার হিসেবে খেলতে নামবেন। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। কিন্তু, তারপর থেকে চুটিয়ে আইপিএল খেলছেন তিনি। তবে মাহির এই বয়ান থেকে একটা ব্যাপার স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে যে আপাতত অবসর গ্রহণের কোনও পরিকল্পনাই তাঁর নেই।

MS Dhoni: আইপিএলের 'বুড়ো ঘোড়া', এখনও ৩ রেকর্ড ভাঙতে পারেন মহেন্দ্র সিং ধোনি

ধোনি সম্পর্কে কী বললেন অধিনায়ক গায়কোয়াড়

অন্যদিকে, মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে নামার আগে চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) সাংবাদিক বৈঠকে এসেছিলেন। সেখানে ধোনি সম্পর্কে রুতুরাজ বললেন, 'যদি আপনি লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে ৫০-৫১ বছর বয়সেও সচিন তেন্ডুলকর কতটা বিধ্বংসী ব্যাটিং করছেন। সেকারণে আমি মনে করি, ধোনি আগামী বেশ কয়েকটা বছর অনায়াসে আইপিএল খেলতে পারেন।'

Virat Kohli Fan Breaches Eden Gardens Security: ভাঙল ইডেনের নিরাপত্তা বলয়, বিরাটের পা ছুঁয়ে প্রণাম সমর্থকের! দেখুন ভিডিও

IPL CSK MS DHONI Chennai Super Kings Ruturaj Gaikwad Mahendra Sing Dhoni