Ishan Kishan, BCCI Central Contract: ঠাঁই হল না কেন্দ্রীয় চুক্তিতে, বোর্ডের চোখে 'দুষ্টু ছেলে' রইলেন ঈশান?

Ishan Kishan BCCI: ভারতীয় উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষানকে গত বছর শ্রেয়স আইয়ারের সঙ্গে এই চুক্তি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু, তাঁকে এই তালিকায় সামিল করা হয়নি বলেই জানা গিয়েছে।

Ishan Kishan BCCI: ভারতীয় উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষানকে গত বছর শ্রেয়স আইয়ারের সঙ্গে এই চুক্তি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু, তাঁকে এই তালিকায় সামিল করা হয়নি বলেই জানা গিয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Ishan Kishan

ভারতের উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান

আগামী কয়েকদিনের মধ্যেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) নতুন বছরের জন্য কেন্দ্রীয় বার্ষিক চুক্তি ঘোষণা করবে। সূত্রের খবর, এই তালিকায় এ+ ক্যাটেগরিতে থাকবেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরাহ। বছরে তাঁদের ৭ কোটি টাকা করে দেওয়া হবে।

Advertisment

বিরাট এবং রোহিত আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেও, ভারতের এই দুই তারকা ক্রিকেটারকে এখনও এ+ ক্যাটেগরিতে রেখে দেওয়া হচ্ছে। পাশাপাশি, এই তালিকায় নাম লেখাতে পারেন শ্রেয়স আইয়ারও। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রেয়স টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) হয়ে সর্বাধিক রান করেছিলেন। সেকারণে তাঁকে আবারও এই তালিকায় জায়গা দেওয়া হবে বলে জানা গিয়েছে। 

Ishan Kishan acquired by Sunrisers Hyderabad: বাংলাদেশের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করা ভারতীয় তারকা এবার হায়দরাবাদে, পেলেন ১১.৪০ কোটি

ফের হতাশ হচ্ছেন ঈশান কিষান

Advertisment

ভারতীয় উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষানকে (Ishan Kishan) গত বছর শ্রেয়স আইয়ারের সঙ্গে এই চুক্তি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু, তাঁকে এই তালিকায় সামিল করা হয়নি বলেই জানা গিয়েছে। অন্যদিকে, টি-২০ বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফরম্য়ান্সের জন্য টিম ইন্ডিয়ার অলরাউন্ডার অক্ষর প্যাটেল কেন্দ্রীয় চুক্তির তালিকায় প্রোমোশন পেতে পারেন।

Ishan Kishan: জাতীয় দলে 'অন্যায়ভাবে' বাদ পড়েছিলেন! এবার হঠাৎ করেই ক্যাপ্টেন করা হল ঈশান কিষানকে

পাশাপাশি, গত এক বছরে ভাল পারফরম্য়ান্সের জন্য বরুণ চক্রবর্তী, নীতিশ কুমার রেড্ডি এবং অভিষেক শর্মা প্রথমবার এই তালিকায় নাম লেখাতে পারেন।

Ishan Kishan cryptic post after century: বাদ দিয়েছিলেন জয় শাহরা, সেঞ্চুরি হাঁকিয়েই মুখ খুললেন ঈশান কিষান! নিশানায় কি BCCI

সিনিয়র মহিলা ক্রিকেটারদের কেন্দ্রীয় বার্ষিক চুক্তি ঘোষিত

গত সপ্তাহে বিসিসিআই ২০২৫/২৬ মরশুমে সিনিয়র মহিলা ক্রিকেটারদের বার্ষিক চুক্তি ঘোষণা করেছে। ইতিমধ্যে ভারতীয় পুরুষ দলের মুখ্য নির্বাচক অজিত আগরকর এবং বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়ার মধ্যে গত শনিবার বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু, অজ্ঞাত কোনও কারণে সেই বৈঠক বাতিল হয়ে যায়।

Ishan Kishan-Shubman Gill: বাংলাদেশের বিরুদ্ধেই প্রত্যাবর্তন জয় শাহদের ব্রাত্য করা সুপারস্টার! এবার বাইরে টিম ইন্ডিয়ার 'প্রিন্স'

এই বৈঠকে দুটো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল। পুরুষ ক্রিকেট দলের কেন্দ্রীয় বার্ষিক চুক্তি এবং ইংল্যান্ড সফরের জন্য ভারতের 'এ' দল এবং সিনিয়র দলের নির্বাচন। আইপিএল শেষ হওয়ার পর আগামী ২০ জুন থেকে ইংল্য়ান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে যাবে টিম ইন্ডিয়া। ইতিপূর্বে, বর্ডার-গাভাসকার ট্রফিতে ভারতীয় ক্রিকেট দল ৩-১ ব্যবধানে হেরে গিয়েছিল। সেকথা মাথায় রেখে এই সিরিজে টিম ইন্ডিয়া ভালো পারফরম্য়ান্স করতে চাইবে। প্রসঙ্গত, ২০০৭ সালে টিম ইন্ডিয়া শেষবার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছিল।

Indian Cricket Team BCCI Ishan Kishan