/indian-express-bangla/media/media_files/2025/09/01/jamie-overton-2025-09-01-17-06-22.jpg)
ইংল্যান্ড ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার জেমি ওভারটন
Jamie Overton: ইংল্যান্ড ক্রিকেট দলের (England Cricket Team) তারকা অলরাউন্ডার জেমি ওভারটন টেস্ট ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছেন। ইংল্যান্ডের হয়ে ওভারটন এখনও পর্যন্ত মাত্র ২ টেস্ট ম্য়াচ খেলেছেন। ওভারটনের বক্তব্য, অনেক চিন্তাভাবনা করার পরই তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
এই ব্রিটিশ অলরাউন্ডার জানিয়েছেন, বর্তমানে যেভাবে লাগাতার ক্রিকেট খেলা চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা ফরম্যাটে নিজের ১০০ শতাংশ দেওয়া সম্ভব নয়। আর সেকারণেই তিনি এবার সাদা বলে বেশি করে ফোকাস করতে চান। ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের ডিরেক্টর রব কী জানিয়েছেন, ওভারটনের এই সিদ্ধান্ত গোটা দলের কাছেই একটা বড় ধাক্কা। তাঁর কথায়, আগামী ভবিষ্যতে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট পরিকল্পনায় ছিলেন ওভারটন।
বিরতি নিলেন জেমি ওভারটন
ইংল্যান্ড ক্রিকেট দলের উদীয়মান অলরাউন্ডার জেমি ওভারটন টেস্ট ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এক্স হ্যান্ডলে এই ব্যাপারে নিশ্চিত করা হয়েছে। ওভারটনের বক্তব্য, বর্তমানে ১২ মাসই ক্রিকেট খেলা হচ্ছে। আর প্রত্যেকটা ফরম্য়াটে নিজের ১০০ শতাংশ উজাড় করে দেওয়া সম্ভব নয়। এই ব্রিটিশ ক্রিকেটারের কথায়, আপনি একটা সময় শারীরিক এবং মানসিকভাবে ক্লান্ত অনুভব করবেন। আর সেকারণেই লাল বলের ক্রিকেট থেকে বিরতি নিয়ে তিনি সাদা বলের উপরই বেশি করে ফোকাস করতে চান।
২ টেস্ট খেলেই নিলেন ব্রেক
জেমি ওভারটনের এই সিদ্ধান্ত যে যথেষ্ট চাঞ্চল্যকর, সেটা আর আলাদা করে বলার দরকার নেই। ইংল্যান্ডের হয়ে তিনি এখনও পর্যন্ত ২ টেস্ট ম্য়াচ খেলেছেন। ইতিমধ্যে তিনি ৪ উইকেট শিকার করার পাশাপাশি ব্যাট হাতে ১০৬ রানও করেছেন। মাত্র ২ টেস্ট ম্য়াচ খেলেই যে ওভারটন কেন বিরতির সিদ্ধান্ত নিলেন, সেটা কেউ বুঝতে পারছেন না।
India vs England: কেমন হবে এজবাস্টনের উইকেট, আদৌ ২০০ রান টপকাতে পারবে ভারত?
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ওভারটন ভারতের বিরুদ্ধেই শেষ টেস্ট ম্য়াচ খেলেছিলেন। যদিও ২০২২ সালে তিনি টেস্ট ডেবিউ করেন। কিন্তু, গত তিন বছরের মধ্যে মাত্র দুটো টেস্ট ম্য়াচে তিনি ইংল্যান্ড ক্রিকেট দলের প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন।