/indian-express-bangla/media/media_files/2025/05/05/oJlXp43iTlX8oxSjoGpw.jpg)
ফের টেনিস সাম্রাজ্যে পা রাখতে চলেছেন ইয়ানিক সিনার
Jannik Sinner: নির্বাসন কাটিয়ে ফের টেনিস (Tennis) সাম্রাজ্যে পা রাখতে চলেছেন ইয়ানিক সিনার। ইটালিয়ান ওপেনে ফের তাঁকে দেখতে পাওয়া যাবে। নিষিদ্ধ দ্রব্য সেবনের জন্য তিন মাসের জন্য নির্বাসিত হয়েছিলেন তিনি।
এই টুর্নামেন্টের আগে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে বিশ্বের এক নম্বর টেনিস তারকা মনের দুঃখ উজাড় করে দিলেন। স্পষ্ট জানালেন, এই কঠিন সময়ে সতীর্থ টেনিস খেলোয়াড়রা কেউ তাঁর পাশে ছিলেন না।
ভারত-পাক কাঁটাতারে ছিন্ন প্রেম, শুরুটা হয়েছিল লুডোয়, শেষটা গ্রেফতারি-নির্বাসনে
সাংবাদিক বৈঠকে এসে সিনার বললেন, 'টেনিস একটি একক খেলা। প্রত্যেকের নিজস্ব একটি দল রয়েছে। মন্টে কার্লোয় আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল ড্রেপার এবং সোনেগোর সঙ্গে। আমরা দুর্দান্ত কিছু সময় কাটিয়েছি। শুরুর দিকে আমি এমন কয়েকজন টেনিস খেলোয়াড়ের থেকে মেসেজ পেয়েছি, যাঁদের থেকে স্বপ্নেও কল্পনা করতে পারিনি। অথচ যাঁদের মেসেজ আমি আশা করেছিলাম, তাঁরাই কেউ ফিরে তাকালেন না। দরকারের সময় কাছের মানুষেরাই সবার আগে মুখ ফিরিয়ে নিল। নাম? নাম বললে তো বদনামই বেশি হবে। আমি তাঁদের নাম আর বলতে চাই না। সময়ের সঙ্গে সবকিছু হয়ত ঠিক হয়ে যাবে। দুঃসময়টা ঠিক আস্তে আস্তে কেটে যাবে।'
প্রত্যাশা নেই সিনারের
সঙ্গে তিনি আরও যোগ করেন, 'এই টুর্নামেন্ট থেকে আমার খুব বেশি প্রত্যাশা নেই। অনেকদিন আমি কোর্টের বাইরে ছিলাম। এই পরিস্থিতিতে কেমন খেলতে পারব, সেটা নিজেও জানি না।'
নির্বাসনে অবসান রাশিয়ার বিরুদ্ধে বিদ্রোহ, প্রিগোজিন তুলে দিলেন পুতিনের ক্ষমতা নিয়ে প্রশ্ন
সিনারের কথায়, 'আমার আসল লক্ষ্য় হল প্যারিস। আমি এখানে কাউকে হারাতে আসিনি। প্রথম রাউন্ডে কোনওক্রমে লড়াই করতে এসেছি। জিততে পারলে, পরের পদক্ষেপটা নিয়ে ভাবব। একটা নতুন টুর্নামেন্ট শুরু করা আমার কাছে সত্যিই খুব কষ্টকর একটা ব্যাপার। পুরনো ছন্দে ফেরাটাই সবথেকে চ্যালেঞ্জিং। তবে আমরা মাথা ঠান্ডা রাখছি। শারীরিক এবং মানসিকভাবে আমরা যথেষ্ট ভাল জায়গায় রয়েছি। পর্যাপ্ত বিশ্রাম পেয়েছি। আশা করছি, মরশুমের শেষে এটা কাজে আসবে।'
পাশাপাশি এই নির্বাসিত সময়টা কাটানো যে কতটা কঠিন ছিল, সেটা নিয়েও খোলাখুলি আলোচনা করলেন সিনার। জানালেন, শুরুর দিকটা সত্য়িই কষ্টকর ছিল।
Virat Kohli fined: কাঁধে ধাক্কা দিয়ে হাতাহাতির চেষ্টা, তবু নির্বাসন নয় কোহলিকে! বড় সিদ্ধান্ত নিল ICC
খানিক থমকে তিনি বললেন, 'এই নির্বাসিত অধ্যায়ে শুরুর দিকটা সবথেকে বেশি কষ্টকর ছিল। কোনও স্পোর্টিং ইভেন্টে আমি যেতে পারতাম না। এমনকী, কোনও ফুটবল ম্য়াচ দেখার জন্য স্টেডিয়ামেও যেতে পারতাম না। বন্ধুদের সঙ্গে কোনও সাইক্লিং ইভেন্ট উপভোগ করতে পারতাম না। তবে আমি অত্যন্ত খুশি যে এই সময়টা পরিবারের সঙ্গে কাটাতে পেরেছি।'