Jasprit Bumrah: ওভাল টেস্টের মাঝেই টিম ইন্ডিয়া থেকে বাদ! অবসরের ঘণ্টা বেজে গেল সেরার সেরা তারকার

Jasprit Bumrah released: বিসিসিআই একটি অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে, “ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের পঞ্চম ম্যাচের জন্য জসপ্রীত বুমরাহকে ভারতীয় দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ম্যাচটি লন্ডনের কেনিংটন ওভালে অনুষ্ঠিত হচ্ছে।”

Jasprit Bumrah released: বিসিসিআই একটি অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে, “ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের পঞ্চম ম্যাচের জন্য জসপ্রীত বুমরাহকে ভারতীয় দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ম্যাচটি লন্ডনের কেনিংটন ওভালে অনুষ্ঠিত হচ্ছে।”

author-image
IE Bangla Sports Desk
New Update
Jasprit Bumrah

দ্বিতীয় টেস্ট ম্য়াচে বিশ্রাম দেওয়া হল জসপ্রীত বুমরাহকে

Jasprit Bumrah released from India squad: ইংল্যান্ডের বিরুদ্ধে লন্ডনের ওভালে অ্যান্ডারসন-টেন্ডুলকর ট্রফির (Anderson-Tendulkar Trophy) পঞ্চম এবং শেষ টেস্টে (IND vs ENG) খেলছেন না ভারতের সেরা বোলার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। শুক্রবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) জানিয়ে দিয়েছে, টেস্ট ফর্ম্যাটে অতিরিক্ত কাজের চাপ এড়াতেই তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। এবার ওভাল টেস্ট চলাকালীনই তাঁকে ছুটি দিয়ে দিল বোর্ড। তাহলে কি অবসরের ঘণ্টা বেজে গেল বুমরাহর? প্রশ্ন ভারতের ক্রিকেটমহলে।

Advertisment

বিসিসিআই একটি অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে, “ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের পঞ্চম ম্যাচের জন্য জসপ্রীত বুমরাহকে ভারতীয় দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ম্যাচটি লন্ডনের কেনিংটন ওভালে অনুষ্ঠিত হচ্ছে।”

বিশ্বের এক নম্বর টেস্ট বোলার বুমরাহ আগে থেকেই বোর্ডকে জানিয়েছিলেন যে তিনি এই সিরিজে তিনটি টেস্টেই খেলবেন। তবে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা ভারত ফাইনাল ম্যাচে তাঁকে না খেলিয়ে তরুণদের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

Advertisment

আরও পড়ুন একের পর এক হারের ধাক্কা, অবসরের পথে ভারতের তারকা ক্রিকেটার! ভিডিও ঘিরে তুলকালাম

চূড়ান্ত একাদশে চার পরিবর্তন

The Indian Express-এর রিপোর্ট অনুযায়ী, পঞ্চম টেস্টের একাদশে ভারত চারটি বড় পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন জসপ্রীত বুমরাহ, ঋষভ পন্থ, অংশুল কাম্বোজ এবং শার্দুল ঠাকুর। পরিবর্তে দলে এসেছেন প্রসিদ্ধ কৃষ্ণ, ধ্রুব জুরেল, আকাশ দীপ এবং করুণ নায়ার।

টস ভাগ্যে আবারও ব্যর্থ ভারতীয় অধিনায়ক শুভমান গিল। ইংল্যান্ড টস জিতে সবুজ উইকেটে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। মেঘলা আকাশের নিচে বল সুইং করছিল, যার ফলে ভারতীয় ব্যাটসম্যানদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। প্রথম দিনের খেলা শেষে ভারতের স্কোর দাঁড়ায় ২০৪ রানে ৬ উইকেট, যেখানে করুণ নায়ার ও ওয়াশিংটন সুন্দর অপরাজিত রয়েছেন।

আরও পড়ুন টপকে যাবেন কিংবদন্তি বোলারকে, ওল্ড ট্রাফোর্ডে বিরাট রেকর্ডের সামনে বুমরাহ

বুমরাহকে না খেলানোর সিদ্ধান্ত স্ট্র্যাটেজি অংশ 

ম্যাচের আগের দিন পর্যন্তও এমন সম্ভাবনা ছিল যে সিরিজের গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে পরিকল্পনা বদলে বুমরাহকে এক ম্যাচ অতিরিক্ত খেলানো হতে পারে। তবে টিম ম্যানেজমেন্ট সেই প্রলোভন এড়িয়ে সিরাজের নেতৃত্বাধীন তরুণ পেস আক্রমণকে ভরসা করে।

প্রথম টেস্টে হারের পর টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরকে প্রশ্ন করা হয়েছিল, যদি সিরিজের ফলাফল নির্ধারক হয়, তবে কি বুমরাহকে বাড়তি ম্যাচ খেলানো হবে? জবাবে গম্ভীর স্পষ্ট বলেন, “ওয়ার্কলোড ম্যানেজমেন্টে কোনও রকম আপস হবে না।”

আরও পড়ুন গুরুত্বপূর্ণ ম্য়াচে কেন বিশ্রাম বুমরাহকে? গম্ভীরের 'তুঘলকি' সিদ্ধান্তে চটে লাল শাস্ত্রী-গাভাসকার

পঞ্চম টেস্টের জন্য ভারতের দল: 

শুভমান গিল (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, কুলদীপ যাদব, অংশুল কাম্বোজ, আর্শদীপ সিং, এন জগদীসন (উইকেটকিপার)।

টেস্ট সিরিজে এগিয়ে থাকলেও, শেষ ম্যাচে নতুনদের পরীক্ষার মাধ্যমে ভবিষ্যতের দিকেই তাকিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এখন দেখার, এই সাহসী সিদ্ধান্ত কতটা সফল হয়।

BCCI Jasprit Bumrah IND vs ENG