IND vs ENG 4th Test Match: ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টেস্ট ম্য়াচটি ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। এই ম্যাচে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) বোলিং ডিপার্টমেন্ট একেবারে নজর কাড়তে পারেনি। আর সেকারণে ইংল্যান্ডের ব্যাটাররা রানের বন্যা বইয়ে দিয়েছে। উইকেট শিকারের জন্য ভারতীয় বোলিং ব্রিগেডের দুই সেরা অস্ত্র জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এবং মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) যথেষ্ট লড়াই করতে হয়েছে। তবে ভারতীয় ক্রিকেট সমর্থকদের সবথেকে বেশি হতাশ করেছে জসপ্রীত বুমরাহের পারফরম্য়ান্স।
ম্যাচের তৃতীয় দিন বুমরাহকে একেবারেই ছন্দে দেখতে পাওয়া যায়নি। এমনকী, তাঁর বোলিং গতিবেগও ঘণ্টায় ১২৫ থেকে ১৩০ কিলোমিটারের আশপাশে ছিল। এটা কখনই দেখা যায় না। টিম ইন্ডিয়া যেখানে বুমরাহের থেকে সর্বাধিক উইকেটের প্রত্যাশা করে, সেখানে এই ম্য়াচে ভারতের তারকা পেসার একটাই মাত্র উইকেট শিকার করতে পেরেছেন। এবার জসপ্রীত বুমরাহকে নিয়ে মহম্মদ কাইফের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে তিনি বুমরাহের অবসর প্রসঙ্গে কথা বলেছেন।
IND vs ENG 4th Test Match: চতুর্থ টেস্টে চরম দুঃসংবাদ, তারকা পেসারের চোটে তছনছ ভারতের যাবতীয় স্বপ্ন
মহম্মদ কাইফের ভিডিও ঘিরে তুলকালাম
তৃতীয় দিন জসপ্রীত বুমরাহের বোলিং পারফরম্য়ান্স দেখার পর টিম ইন্ডিয়ার প্রাক্তন অলরাউন্ডার মহম্মদ কাইফ রীতিমতো হতাশ হয়ে পড়েছেন। ইনস্টাগ্রামে তিনি একটি ভিডিও শেয়ার করেন। এই ভিডিওয় কাইফ বলেছেন, 'আমার মনে হচ্ছে, আগামীদিন হয়ত আর জসপ্রীত বুমরাহকে টেস্ট ক্রিকেট খেলতে দেখা যাবে না। নিজের শরীরটাকে নিয়ে ও কার্যত লড়াই করছে। হতে পারে, আগামী কয়েকদিনের মধ্যেই ও টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করবে।'
সঙ্গে কাইফ আরও যোগ করলেন, 'এই ম্য়াচে ওর কোনও গতিই আমি দেখতে পাইনি। নিজের পারফরম্য়ান্সের প্রতি ও যথেষ্ট সৎ। যদি মনে করে যে নিজের ১০০ শতাংশ দিতে পারছে না, উইকেট শিকার করতে ব্যর্থ হচ্ছে, তাহলে হয়ত নিজেই অবসরের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। উইকেট আসুক কিংবা না আসুক, সেটা বড় ব্যাপার নয়। কিন্তু, ওর বোলিং গতিবেগও ঘণ্টায় ১২৫ থেকে ১৩০ কিলোমিটারের আশপাশে ছিল। যে ডেলিভারিতে ও উইকেট পেল, সেখানে উইকেটকিপার সামনের দিকে ডাইভ দিয়ে ক্যাচ তালুবন্দি করেছে। বুমরাহ যদি ফিট হত, তাহলে ওর বোলিং গতিবেগ এতটাও কম হত না। ও যথেষ্ট জোরেই বল করে।'
IND vs ENG 4th Test: ইতিহাস গড়লেন জো রুট, ছিটকে দিলেন দ্রাবিড়-কালিসকে, এবার নিশানায় শচীন
মাত্র ১ উইকেট পেয়েছেন বুমরাহ
ইংল্যান্ড সিরিজের আগে জসপ্রীত বুমরাহকে নিয়ে আলোচনার টেবিলে যথেষ্ট ঝড় উঠেছিল। বলা হচ্ছিল, বুমরাহ ভাল পারফরম্য়ান্স করতে পারলেই টিম ইন্ডিয়া এই সিরিজে জয়লাভ করবে। কিন্তু, বুম-বুম নিজের প্রভাব বিস্তার করতে না পারলে টিম ইন্ডিয়ার পক্ষে এই সিরিজে জয় বেশ চাপের হয়ে যাবে। হামেশাই একটা ছবি দেখতে পাওয়া গিয়েছে, জসপ্রীত যখনই ভাল বল করেন, তখন দলের অন্য কোনও বোলার তাঁকে যোগ্য সঙ্গত দিতে পারেন না।
IND vs ENG 4th Test: ভাঙা পায়ের দিকে শকুনের দৃষ্টি, আহত পন্থের সঙ্গে চরম নোংরামি 'বেহায়া' স্টোকসের
গত বর্ডার-গাভাসকার ট্রফিতেও এই একই ছবি দেখতে পাওয়া গিয়েছিল। ম্য়ানচেস্টার টেস্টে বুমরাহের সেই শানিত বোলিং পারফরম্য়ান্সই দেখতে পাওয়া যাচ্ছে না। চতুর্থ টেস্ট ম্য়াচে তিনি এখনও পর্যন্ত ২৮ ওভার বল করেছেন। ৯৫ রান খরচ করে একটাই মাত্র উইকেট শিকার করতে পেরেছেন।