Jasprit Bumrah Retirement: টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন বুমরাহ? BCCI-এর এক সিদ্ধান্তেই হতে পারে ভোলবদল!

Jasprit Bumrah Retirement: শীঘ্রই টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করতে চলেছেন জসপ্রীত বুমরাহ! এমনই একটি জল্পনা বাজারে ছড়াতে শুরু করেছে। এর পিছনে রয়েছে একটি বিশেষ কারণ। আসুন, সেই ব্যাপারে আলোচনা করা যাক।

Jasprit Bumrah Retirement: শীঘ্রই টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করতে চলেছেন জসপ্রীত বুমরাহ! এমনই একটি জল্পনা বাজারে ছড়াতে শুরু করেছে। এর পিছনে রয়েছে একটি বিশেষ কারণ। আসুন, সেই ব্যাপারে আলোচনা করা যাক।

author-image
IE Bangla Sports Desk
New Update
Jasprit Bumrah Test Retirement

'টিম ইন্ডিয়ার পেস ব্যাটারি জসপ্রীত বুমরাহ

Jasprit Bumrah: শেষ হল ভারত বনাম ইংল্যান্ড (India vs England) ৫ ম্য়াচের টেস্ট সিরিজ। এই সিরিজে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ২৩ উইকেট শিকার করে আপাতত গোটা দেশের চোখে নায়ক হয়ে উঠেছেন। অন্যদিকে, ভারতীয় ক্রিকেট দলের 'ব্রহ্মাস্ত্র' জসপ্রীত বুমরাহ এই সিরিজে ৩ ম্য়াচ খেলে ১৪ উইকেট শিকার করেছেন। কিন্তু, সিরাজ যেভাবে বল হাতে আগুন ঝরিয়েছেন, সেখানে বুমরাহের পারফরম্য়ান্স কোথাও না কোথাও ম্লান হয়ে গিয়েছে। আসলে ওয়ার্কলোড ম্য়ানেজমেন্ট এবং ফিটনেস সমস্যার কারণে এই সিরিজে বুমরাহ মাত্র ৩ ম্যাচই খেলতে পেরেছেন। তবে BCCI এবার এমন একটি নিয়ম আনতে চলেছে, যা লাগু হলে জসপ্রীত বুমরাহকে টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করতে হতে পারে। 

Advertisment

Jasprit Bumrah Rerirement: একের পর এক হারের ধাক্কা, অবসরের পথে ভারতের তারকা ক্রিকেটার! ভিডিও ঘিরে তুলকালাম

সংবাদমাধ্যম সংস্থা PTI-এর একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এমন একটা নিয়ম চালু করতে চলেছে, যেখানে ক্রিকেটাররা তাঁদের মর্জি-মাফিক ম্যাচ আর বেছে নিতে পারবেন না। অর্থাৎ যে ম্য়াচে ইচ্ছে হল, শুধুমাত্র সেটাতেই খেলবেন, এমন সুখের দিন শেষ হতে চলেছে। বলা হচ্ছে, ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর এবং মুখ্য নির্বাচক অজিত আগরকরের নেতৃত্বে নির্বাচকমণ্ডলী এবং ম্য়ানেজমেন্টের বাকি আধিকারিকবৃন্দ এই ব্যাপারে সহমত পোষন করেছেন। সূত্রের খবর, ক্রিকেটারদের বারংবার সতর্ক করা হলেও তাঁরা ওয়ার্কলোড ম্য়ানেজমেন্টের দোহাই দিয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচ খেলছেন না। বোর্ড আর এই ব্যাপারটা বরদাস্ত করবে না।

Advertisment

Jasprit Bumrah: ওভাল টেস্টের মাঝেই টিম ইন্ডিয়া থেকে বাদ! অবসরের ঘণ্টা বেজে গেল সেরার সেরা তারকার

অবসর গ্রহণ করবেন জসপ্রীত বুমরাহ?

যদি এই নিয়ম শেষপর্যন্ত চালু হয়, তাহলে জসপ্রীত বুমরাহ অবশ্যই টার্গেটে চলে আসবেন। এই ওয়ার্কলোড ম্য়ানেজমেন্টের কারণেই বুমরাহ ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে মাত্র ৩ ম্য়াচ খেলেছেন। ভারতীয় ক্রিকেট দলের প্রধান পেস বোলার হয়েও মাত্র ৩ ম্য়াচ খেললেন বুমরাহ। লর্ডসের পর যখন ম্য়ানচেস্টারে বুমরাহ লাগাতার ২ ম্য়াচ খেলতে এলেন, সেইসময় বুমরাহের বোলিং গতি অনেকটাই কমে গিয়েছিল। সাধারণত বুমরাহ ঘণ্টায় ১৪০-১৪৫ কিলোমিটার গতিবেগে বল করে থাকেন। কিন্তু, ম্য়ানচেস্টার টেস্টে তাঁর ফিটনেস জবাব দিয়ে দিয়েছিল। সেকারণে তাঁর বোলিং গতি গড়ে ঘণ্টা প্রতি ১৩০-১৩৫ কিলোমিটার হয়ে গিয়েছিল। 

Jasprit Bumrah in Asia Cup: এশিয়া কাপে খেলবেন না বুমরাহ! কী হল ভারতের এই তারকা পেসারের?

যদি আগামী সিরিজেও গুরুত্বপূর্ণ সময়ে ওয়ার্কলোডের দোহাই দিয়ে বুমরাহ না খেলতে চান, তাহলে এই নয়া নিয়মের কারণে তাঁকে যথেষ্ট সমস্যার মুখে পড়তে হবে। যদিও বুমরাহ লম্বা স্পেল করেন। কিন্তু চিন্তার বিষয় হল, এই লম্বা স্পেলের কারণে তাঁর বোলিং স্পিড অনেকটাই কমে যাচ্ছে। এই পরিস্থিতিতে BCCI যদি এই কঠোর নিয়ম চালু করে, সেক্ষেত্রে বুমরাহকে টেস্ট কেরিয়ার নিয়ে অবশ্যই ভাবনাচিন্তা করতে হবে। এখনও পর্যন্ত তিনি ৪৮ টেস্ট ম্য়াচে মোট ২১৯ উইকেট শিকার করেছেন।

Jasprit Bumrah Mohammed Siraj India vs England