/indian-express-bangla/media/media_files/2025/10/31/jemimah-rodrigues-2025-10-31-14-41-06.jpg)
ভারতকে জিতিয়ে কান্নায় ভেঙে পড়লেন জেমিমা
Jemimah Rodrigues: ২০২৫ আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচে অস্ট্রেলিয়ার (IND W vs AUS W) বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। এই ম্য়াচে জেমিমা রডরিগসের অপরাজিত ১২৭ রানের দৌলতে টিম ইন্ডিয়া ৫ উইকেটে হারাল ক্যাঙারু ব্রিগেডকে। সেইসঙ্গে বিশ্বকাপ ফাইনালের টিকিটও কনফার্ম করেছে হরমপ্রীত অ্যান্ড কোম্পানি। এই ঐতিহাসিক জয়ের পর কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন জেমিমা। পাশাপাশি তিনি নিজের মানসিক অবস্থা নিয়েও মুখ খুলেছেন।
বড় মন্তব্য করলেন জেমিমা রডরিগস
২০২৫ বিশ্বকাপের শুরুটা একেবারে ভাল করতে পারেননি জেমিমা। সেকারণে তাঁর উপরে যথেষ্ট চাপও ছিল। আর তাই প্রতিদিন রাতে কাঁদতেন তিনি। এমনকী, মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) টিম ইন্ডিয়াকে জেতানোর পর অবশেষে এই ব্যাপারে মুখ খুললেন তিনি। জেমিমা বললেন, 'এই টুর্নামেন্টে প্রায় প্রত্যেকদিন আমি কেঁদেছি। মানসিকভাবেও একেবারে ভেঙে পড়েছিলাম। একাধিক চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। তবে একটা কথা মনে মনে বিশ্বাস করতাম। মাঠে আমাকে নামতেই হবে।'
IND W vs AUS W Semifinal News: উৎসবে মেতেছে দেশ! মাঠে বসে কতজন লিখলেন ভারতের ইতিহাস?
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'তবে আমি খুব ভাল করেই জানতাম যে মাঠে আমাকে নামতেই হবে। বাকিটা ঈশ্বর সামলে নেবেন। শুরুতে আমি শুধুমাত্র খেলছিলাম। নিজের সঙ্গে প্রতিনিয়ত কথা বলে যাচ্ছিলাম। শেষকালে বাইবেলের একটি বাণী মনে পড়ে গিয়েছিল। যতই ঝড় আসুক না কেন, নিজেকে দৃঢ়ভাবে ধরে রাখো। বাকিটা ঈশ্বর তোমার হয়ে লড়াই করবেন। আমি শুধুমাত্র দাঁড়িয়েই ছিলাম। ঈশ্বরই আমার হয়ে লড়াইটা করেছেন।'
IND W vs AUS W News Update: বাঁধ মানল না চোখের জল, ভারত জিততেই কেঁদে ভাসালেন হরমনপ্রীত!
পরিবারকে দেখেই আবেগে ভাসলেন জেমিমা
ম্যাচের শেষে নিজের পরিবারের সঙ্গে দেখা করেন জেমিমা রডরিগস। আর সঙ্গে সঙ্গে ভেসে যান আবেগে। কঠিন সময়ে যেভাবে তাঁর পরিবার পাশে দাঁড়িয়েছিল, সেটার জন্য়ও ধন্যবাদ জানালেন। জেমিমা বললেন, 'সবার আগে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চাই। কারণ এত বড় কাজটা আমার একার পক্ষে করা সম্ভব ছিল না। আমি খুব ভালো করেই জানি, উনিই (ঈশ্বর) আমাকে এই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করেছেন।'
IND W vs AUS W Semifinal: ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া, 'দেশের গর্ব' বলে কুর্নিশ শচীন-সৌরভদের
সবশেষে তিনি বললেন, 'আমি মা, বাবা, কোচ এবং প্রত্যেক সেইসকল ব্যক্তিকে ধন্যবাদ জানাতে চাই, যাঁরা আমার উপরে বিশ্বাস রেখেছিলেন। গত ৪ মাস আমার কাছে সত্যিই খুব কঠিন সময় কেটেছে। আজকের দিনটা আমার কাছে স্বপ্ন বলেই মনে হচ্ছে। তবে এখনও আমার কাজ শেষ হয়নি।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us