/indian-express-bangla/media/media_files/2025/11/01/jemimah-rodrigues-2025-11-01-15-08-00.jpg)
Jemimah Rodrigues: জেমিমা রডরিগেজ।
Jemimah Rodrigues News Update: বাবার ধর্মীয় কার্যকলাপের জন্য একসময় জিমখানা বিতর্ক জড়িয়ে পড়েছিলেন জেমাইমা রডরিগেজ। সেই মেয়েই এখন গোটা দেশের চোখের মণি। চলতি মহিলা বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচজেতানো সেঞ্চুরি করে জেমাইমা ইতিমধ্যেই তাঁর কেরিয়ারের মাইলফলক অর্জন করেছেন।
জিমখানায় তাঁর সম্মানসূচক সদস্যপদ বাতিল বিতর্ক
২০২৪ সালের অক্টোবরে জিমখানায় তাঁর সম্মানসূচক সদস্যপদ বাতিল করার পরে এই জয় তাঁকে এক নতুন উচ্চতায় তুলে ধরল। এর আগে জিমখানা জেমাইমার বাবার ধর্মীয় অধিবেশন আয়োজনের জন্য উদ্বেগ প্রকাশ করেছিল। কিন্তু, সেই বিতর্ক ঢাকা পড়ে গিয়েছে চলতি মহিলা বিশ্বকাপ সেমিফাইনালে জেমাইমার দুর্দান্ত পারফরম্যান্সে। তাঁর অন্যতম পারফরম্যান্সের দরুণ ভারত আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেছে।
আরও পড়ুন- শ্রেয়সের চোট নিয়ে বিশাল বড় আপডেট, সমর্থকদের 'সুখবর' দিল বিসিসিআই
মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জেমাইমা ম্যাচজেতানো ইনিংস খেলেছেন। তাঁর নামের পাশে জ্বলজ্বল করেছে ১২৭ রানের ম্যাচজেতানো রান। যার সুবাদে ভারত ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেছে। অপরাজিত বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে এই জয়ের ফলেই ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে উঠতে পেরেছে। জেমাইমার বাবাকে নিয়ে বিতর্ক বড় হয়ে ওঠে ২০২৪ সালের অক্টোবরে। তাঁর বাবা ইভান রডরিগেজ ব্রাদার ম্যানুয়েল মিনিস্ট্রিজের অধীনে ১৮ মাসে ৩৫টি সমাবেশের আয়োজন করেছিলেন। ইভানের বিরুদ্ধে ক্লাবের নিয়ম লঙ্ঘন এবং ক্লাবে ধর্মীয় কার্যকলাপ চালানোর অভিযোগ উঠেছে। এই অভিযোগ ওঠার কারণ, জিমখানা ক্লাবের আইন অনুযায়ী রাজনৈতিক বা ধর্মীয় কার্যকলাপ নিষিদ্ধ।
আরও পড়ুন- এক প্লেট বিরিয়ানির থেকেও কম! বিশ্বকাপ ফাইনালে টিকিটের দাম জানেন?
এই ব্যাপারে ক্লাব কমিটির সদস্য শিব মালহোত্রা বলেন, 'এটা খুবই খারাপ যে, ক্লাবের মধ্যে রাজনৈতিক বা ধর্মীয় কার্যকলাপ চলছে। দেশের অন্যান্য অংশ থেকেও এমন ধরনের কার্যকলাপ চলার অভিযোগ উঠছে। আমাদের ক্লাবের মধ্যেও এটা হচ্ছে। সত্যিই খুব উদ্বেগজনক ঘটনা!' শিব মালহোত্রার পাশাপাশি জেমাইমার বাবার আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন জিমখানা ক্লাবের কর্মী তথা প্রাক্তন সভাপতি নীতিন গাদেকরও। তিনি জানিয়েছেন, পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। তিনি এবং বেশ কয়েকজন সদস্য দেখেছেন যে জিমখানার হলঘরে ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে। যেখানে সংগীত এবং বক্তৃতার মাধ্যমে অতীতের জীবনশৈলী কীভাবে পালন করতে হবে, তা শেখানো হচ্ছে। আবছা আলোর মধ্যে চলা ওই অনুষ্ঠানের সময় হলঘরের দর্শকাসন ছিল কানায় কানায় পরিপূর্ণ।
আরও পড়ুন- এই 'ছোট্ট' টোটকাতেই কেল্লাফতে! ভারতের বিশ্বকাপ জয় আটকাতে পারবেনা কেউ
এসব ঘটনা জানতে পারার পরই ক্লাবের সদস্যরা ভোটাভুটির মাধ্যমে আনুষ্ঠানিক পদক্ষেপ নেন। এই ব্যাপারে ইন্ডিয়ান এক্সপ্রেসকে জিমখানা ক্লাবের সভাপতি বিবেক দেবনানি বলেছেন, 'সভায় উপস্থিত সদস্যরা মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছেন। ২০২৩ সালে জেমাইমা রডরিগেজকে তিন বছরের জন্য সম্মানসূচক সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু, পরিস্থতি বিবেচনা করে সর্বসম্মতিক্রমে তা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' জেমাইমা তাঁর ক্রিকেট সাফল্যের স্বীকৃতি হিসেবে ওই সম্মানসূচক সদস্যপদ পেয়েছিলেন। ব্যাপারটা অনেকের কাছেই অদ্ভুত লেগেছে। কারণ, তাঁর সাফল্যের স্বীকৃতি হিসেবে ওই সদস্যপদ দেওয়া হয়েছিল। অথচ, তা কেড়ে নেওয়া হয়েছে তাঁর বাবার আচরণের জন্য।
আরও পড়ুন- বিশ্বকাপ ফাইনালের আগেই অবসর নিচ্ছেন হরমনপ্রীত? প্রকাশ্যে এল চাঞ্চল্যকর খবর
যাই হোক, জেমাইমা অবশ্য তাঁর প্রতি হওয়া সেই অন্যায়ের জবাব অবশেষে দিলেন। তিনি ১৩৪ বলে অপরাজিত ১২৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। ১৪টি চারের সাহায্যে তাঁর দুর্দান্ত ইনিংস সেমিফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতকে ৩৩৯ রান তাড়া করতে সাহায্য করল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us