/indian-express-bangla/media/media_files/2025/11/01/shreyas-iyer-10-2025-11-01-13-14-46.jpg)
টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার শ্রেয়স আইয়ার
Shreyas Iyer Injury Update: সিডনিতে আয়োজিত তৃতীয় ওয়ানডে ম্য়াচ চলাকালীন টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) তারকা ব্য়াটার শ্রেয়স আইয়ার মারাত্মক চোট পেয়েছিলেন। অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে ফিল্ডিং করার সময় একটি ক্য়াচ নিতে গিয়ে তাঁর পাঁজরে চোট লাগে। সঙ্গে সঙ্গে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। এরপর সিডনির এক স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চোট পরীক্ষা করার পর জানতে পারা যায়, তাঁর যকৃতে রক্তক্ষরণ হয়েছে। সেকারণে শ্রেয়সকে ICU-তেও ভর্তি করা হয়েছিল। তবে বর্তমানে আইয়ার অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। হয়েছেন চোটমুক্ত। এই পরিস্থিতিতে শ্রেয়সের চোট নিয়ে একটা বড়সড় আপডেট দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
Shreyas Iyer Injury Update: ICU থেকে তো বের করা হল, কবে টিম ইন্ডিয়ায় ফিরবেন শ্রেয়স?
শ্রেয়সের চোট নিয়ে বড় আপডেট দিল বিসিসিআই
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) শনিবার অর্থাৎ ১ নভেম্বর একটি প্রেস রিলিজ জারি করেছে। সেখানই শ্রেয়স আইয়ারের চো নিয়ে একটা বড়সড় আপডেট দেওয়া হয়েছে। সমর্থকদের 'সুখবর' দিয়ে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রেয়সের শারীরিক অবস্থা আপাতত যথেষ্ট স্থিতিশীল। হাসপাতাল থেকে তাঁকে ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে।
Shreyas Iyer in ICU: আচমকা শারীরিক অবস্থার অবনতি, ICU-তে ভর্তি করা হল শ্রেয়সকে
ওই বিবৃতিতে BCCI জানিয়েছে, 'শ্রেয়সের চোট দ্রুত নির্ধারণ করা সম্ভব হয়েছিল। একটা ছোট্ট অপারেশন করানো হয়। ওই অপারেশনের পরই রক্তক্ষরণ বন্ধ হয়েছে। একেবারে সঠিক চিকিৎসা হয়েছে। আপাতত ওর শারীরিক অবস্থা যথেষ্ট স্থিতিশীল। দ্রুত সুস্থ হয়ে উঠছে। হাসপাতাল থেকেও ছেড়ে দেওয়া হয়েছে।'
Shreyas Iyer Interview: কেন এশিয়া কাপে সিলেক্ট হননি? অবশেষে অভিমানের ঝাঁপি খুললেন শ্রেয়স
সিডনির চিকিৎসক করৌশ হাঘিগি এবং তাঁর টিমের পাশাপাশি ভারতীয় চিকিৎসক দীনেশ পারদিওয়ালাকে ধন্যবাদ জানিয়েছে বিসিসিআই। হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনই ভারতে আসছেন না শ্রেয়স। আপাতত সিডনিতেই থাকবেন। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণ করবেন। শ্রেয়স যখন একেবারে ফিট হয়ে উঠবেন, তখনই ভারতে আসবেন।
কীভাবে চোট পেয়েছিলেন শ্রেয়স?
আসলে, সিডনিতে আয়োজিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচ চলাকালীন হর্ষিত রানার বলে অ্যালেক্স ক্যারির একটি কঠিন ক্যাচ ধরতে যান শ্রেয়স। সেইসময় চোট পেয়েছেন তিনি। ক্যাচ ধরার জন্য তিনি পিছনের দিকে দৌড়তে শুরু করেন। এরপরই আচমকা পড়ে যান মাটিতে। সঙ্গে সঙ্গে মাঠের মধ্যে ফিজিও দৌড়ে আসেন। কিন্তু, পরবর্তীকালে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়।
India vs Australia: অস্ট্রেলিয়া সিরিজের আগে বড় ধাক্কা, চোটে কাহিল ভারতের তারকা ক্রিকেটার
চিকিৎসকদের পরীক্ষার পর জানতে পারা যায়, পাঁজরের নীচের দিকে চোট লেগেছে শ্রেয়সের। প্লীহা ফেটে যাওয়ার কারণে শরীরের মধ্যে রক্তক্ষরণ হতে শুরু করে। এরপর তাঁকে আইসিইউ-তে শিফট করা হয়। তবে ইতিমধ্যে তিনি ICU থেকে বেরিয়ে এসেছেন। দ্রুত আরোগ্য লাভ করছেন। আশা করা হচ্ছে, ২-৩ মাসের মধ্যেই শ্রেয়স আবারও ক্রিকেট ময়দানে ফিরতে পারবেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us