/indian-express-bangla/media/media_files/2025/08/29/kiplin-doriga-arrested-2025-08-29-17-06-14.jpg)
ডাকাতির অভিযোগে গ্রেফতার করা হল জাতীয় দলের এক ক্রিকেটারকে
Kiplin Doriga: ২০২৫ এশিয়া কাপের প্রস্তুতি আপাতত তুঙ্গে। অংশগ্রহণকারী আটটি দল আপাতত শেষ পর্যায়ের অনুশীলন শুরু করেছে। ইতিমধ্যে ক্রিকেট দুনিয়া থেকে একটি চাঞ্চল্যকর খবর প্রকাশ্যে এসেছে। একটি জাতীয় দলের ক্রিকেটারকে ডাকাতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। গোটা পরিস্থিতি আপাতত বেশ জটিল হয়ে গিয়েছে। এই ক্রিকেটার আর কেউ নন, পাপুয়া নিউ গিনির (Papua New Guinea) উইকেটকিপার ব্যাটার কিপ্লিন ডোরিগা। আসুন, গোটা ঘটনাটি বিস্তারিত জেনে নেওয়া যাক।
Indian Cricketer Cancer: একা নন ক্লার্ক, ক্যানসার হানা দিয়েছিল এই ভারতীয় ক্রিকেটারের শরীরেও!
আসলে, পাপুয়া নিউ গিনির ক্রিকেটার কিপ্লিন ডোরিগার বিরুদ্ধে ডাকাতির অভিযোগ উঠেছে। গত ২৫ অগাস্ট জার্সির রাজধানী সেন্ট হেলিয়ার্সে একটি ডাকাতি হয়েছিল। যখন এই ডাকাতি হয়, সেইসময় ডোরিগা PNG দলের সঙ্গেই ছিলেন। বর্তমানে এই দলটা আইসিসি ক্রিকেট বিশ্বকাপের চ্যালেঞ্জ লিগ এ খেলছে। এই লিগের ২১ নম্বর ম্য়াচে কুয়েতের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ডোরিগা। ২৯ বলে ১২ রান করেন তিনি। এরপর ডাকাতির ঘটনায় তাঁর নাম জড়িয়ে যাওয়ার কারণে ২ ম্য়াচ তাঁকে নির্বাসিত করা হয়।
রয়্যাল কোর্টে উঠল মামলা
ক্রিকবাজের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, গত বুধবার কিপ্লিন ডোরিগাকে ম্য়াজিস্ট্রেট কোর্টে পেশ করা হয়েছিল। জানা গিয়েছে, আদালতে শুনানি চলাকালীন তিনি নিজের যাবতীয় অপরাধ স্বীকার করে নেন। এরপর এই অভিযোগকে যথেষ্ট গুরুতর বলে চিহ্নিত করেন ম্যাজিস্ট্রেট রেবেকা মার্লে-কির্ক। সেইসঙ্গে তিনি এই মামলাটি রয়্যাল কোর্টে পাঠিয়ে দেন।
Cricketer Death: মর্মান্তিক! ছক্কা হাঁকিয়েই সব শেষ, মৃত্যুর কোলে ঢলে পড়লেন তরুণ ক্রিকেটার
আগামী ২৮ নভেম্বর রয়্যাল কোর্টে তোলা হবে ডোরিগাকে
এই গোটা ঘটনায় ক্রিকেটার ডোরিগাকে এবার ২৮ নভেম্বর রয়্যাল কোর্টে পেশ করা হবে। ইতিমধ্যে তাঁর জামিনের জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু, সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ ২৮ নভেম্বর পর্যন্ত অর্থাৎ আগামী তিন মাস তাঁকে পুলিশি হেফাজতে থাকতে হবে। ক্রিকেট খেলতে পারবেন না তিনি। ক্রিকেট PNG-র পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, এটা ব্যক্তিগত ঘটনা। এই ঘটনার জন্য জাতীয় ক্রিকেট দল একেবারেই জড়িত নয়।
Indian Cricketer Retirement: ৮ মাসের মধ্য়েই অবসর ৪ ভারতীয় ক্রিকেটারের, পিছনে অন্য কারণ?
একনজরে কিপ্লিন ডোরিগার ক্রিকেট কেরিয়ার
২৯ বছর বয়সি এই উইকেটকিপার-ব্যাটার পাপুয়া নিউ গিনির হয়ে ৯৭ ম্য়াচ খেলেছেন। এরমধ্যে ২০২১ এবং ২০২৪ টি-২০ ক্রিকেট বিশ্বকাপও রয়েছে। ৩৯ ওয়ানডে ম্য়াচে তিনি মোট ৭৩০ রান করেছেন। এরমধ্যে রয়েছে চারটে হাফসেঞ্চুরি। অন্যদিকে, টি-২০ ক্রিকেটে ৩৮ ম্য়াচে তিনি ৩৫০ রান করেছেন।