KKR vs LSG Rescheduled: রামনবমীর জন্য বদলে গেল তারিখ, কবে হচ্ছে কেকেআর-লখনউ ম্য়াচ?

KKR vs LSG on Ram Navami: ইতিপূর্বে, কলকাতা পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে আগামী ৬ এপ্রিল এই ম্য়াচ আয়োজন করা হলে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। সৌজন্যে রাম নবমী উৎসব।

KKR vs LSG on Ram Navami: ইতিপূর্বে, কলকাতা পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে আগামী ৬ এপ্রিল এই ম্য়াচ আয়োজন করা হলে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। সৌজন্যে রাম নবমী উৎসব।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
KKR vs LSG

বদলে গেল কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্ট ম্য়াচের তারিখ

IPL 2025: কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) বনাম লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ম্য়াচ নিয়ে যাবতীয় অনিশ্চয়তার অবসান হল। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এই ম্য়াচের তারিখ বদল করা হচ্ছে। ইতিপূর্বে ঠিক ছিল যে এই ম্য়াচটা আগামী ৬ এপ্রিল কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হবে। কিন্তু, শেষপর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে আগামী ৮ এপ্রিল আয়োজন করা হবে এই ম্য়াচটি। তবে ভেন্যু অপরিবর্তিত থাকছে।

Advertisment

IPL KKR: এক সপ্তাহ পরে ইডেনে কেকেআরের ম্যাচ, অধিনায়কের আবেদন মেনে বদলাচ্ছে পিচ? কী বললেন কিউরেটর?

কেন বদলে গেল কলকাতা বনাম লখনউ ম্য়াচের তারিখ?

ইতিপূর্বে, কলকাতা পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে আগামী ৬ এপ্রিল এই ম্য়াচ আয়োজন করা হলে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। সৌজন্যে রাম নবমী উৎসব। এই উৎসবের কারণে গোটা শহর জুড়ে পুলিশ মোতায়েন  করা হবে। আর তাই ইডেন গার্ডেন্সে পর্যাপ্ত পুলিশবাহিনী দেওয়া যাবে না। এই আবেদনের কথা মাথায় রেখেই শেষপর্যন্ত ম্য়াচের তারিখ বদল করা হল।

Advertisment

RR vs KKR: Fan Invades Pitch: কলকাতার পুনরাবৃত্তি গুয়াহাটিতে! মাঝ-ম্যাচে পরাগের চরণ স্পর্শে ক্রিজে ভক্ত

ব্যাপারটি নিয়ে ইতিমধ্যে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মধ্যে বেশ কয়েক দফা আলোচনা করা হয়েছে। শেষপর্যন্ত এই ম্য়াচটি আগামী ৮ এপ্রিল আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে পুলিশি নিরাপত্তায় কোনও অসুবিধে হবে না বলেই জানা গিয়েছে। ইতিপূর্বে শোনা যাচ্ছিল যে KKR vs LSG ম্য়াচটি কলকাতার পরিবর্তে গুয়াহাটিতে আয়োজন করা হবে। তবে শেষপর্যন্ত ভেন্যু অপরিবর্তিত রাখা হচ্ছে।

KKR vs RR Pitch Report: রানের বন্যা না বোলিং দাপট, রাজস্থানের বিরুদ্ধে কেমন উইকেটে খেলবে কেকেআর?

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যে একটি অফিশিয়াল স্টেটমেন্ট দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, '২০২৫ টাটা আইপিএল টুর্নামেন্টের ১৯ নম্বর ম্য়াচটি কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্টসের মধ্যে আয়োজন করা হবে। আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই ম্য়াচটি আগামী ৬ এপ্রিল (মঙ্গলবার) কলকাতার ইডেন গার্ডেন্সে বেলা সাড়ে তিনটে থেকে আয়োজন করা হবে। কিন্তু, কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই বিশেষ দিনে শহরে উৎসব থাকার কারণে তারা পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না। আর সেকারণে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।'

Sunil Narine KKR: কেকেআর শিবিরে বড় ধাক্কা, ১,৬২৮ দিন পর অনুপস্থিত সুনীল নারিন

এর অর্থ হল, আগামী ৬ এপ্রিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একটাই ম্য়াচ আয়োজন করা হবে। আর সেটা সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাট টাইটান্স। এই ম্য়াচটি সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে। অন্যদিকে, আগামী ৮ এপ্রিল আইপিএল মহাযুদ্ধে ডাবল হেডারের আয়োজন করা হচ্ছে। অর্থাৎ বিকেল সাড়ে তিনটে থেকে কলকাতা বনাম লখনউ ম্য়াচ খেলা হবে। অন্যদিকে, সন্ধ্যায় আয়োজন করা হবে পঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংস ম্য়াচ।

Kolkata Knight Riders Lucknow Super Giants IPL