KKR vs MI Dream 11 Prediction: এই ১১ ক্রিকেটারই আপনাকে করতে পারে মালামাল! চোখ বুঁজে এই ক্রিকেটারকে করুন অধিনায়ক

KKR vs MI Playing 11 Prediction, Kolkata Knight Riders vs Mumbai Indians Wankhede Stadium Dream 11 Prediction: খাতায়-কলমে মুম্বইয়ের ব্যাটিং ডিপার্টমেন্ট যথেষ্ট শক্তিশালী হলেও, প্রত্যাশা অনুযায়ী তারা পারফরম্য়ান্স করতে পারছে না।

KKR vs MI Playing 11 Prediction, Kolkata Knight Riders vs Mumbai Indians Wankhede Stadium Dream 11 Prediction: খাতায়-কলমে মুম্বইয়ের ব্যাটিং ডিপার্টমেন্ট যথেষ্ট শক্তিশালী হলেও, প্রত্যাশা অনুযায়ী তারা পারফরম্য়ান্স করতে পারছে না।

author-image
IE Bangla Sports Desk
New Update
MI vs KKR Dream 11

কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিিয়ান্স

KKR vs MI Dream 11 Prediction, IPL 2025: ২০২৫ আইপিএল টুর্নামেন্টের শুরুটা মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) আরও একবার বেশ খারাপ করল। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তারা মুখ থুবড়ে পড়েছে। খাতায়-কলমে মুম্বইয়ের ব্যাটিং ডিপার্টমেন্ট যথেষ্ট শক্তিশালী হলেও, প্রত্যাশা অনুযায়ী তারা পারফরম্য়ান্স করতে পারছে না। রোহিত শর্মার ব্যাটে গর্জন শুনতে পাওয়া যায়নি। গত ম্য়াচে জ্বলে উঠতে পারেননি হার্দিক পান্ডিয়াও। 

Advertisment

অন্যদিকে, কেকেআর (Kolkata Knight Riders) প্রথম ম্য়াচে হেরে গেলেও তারা ইতিমধ্যে জয়ের সরণীতে ফিরে এসেছে। রাহানের নেতৃত্বে কলকাতা গত ম্য়াচে রাজস্থান রয়্যালসকে দুরমুশ করেছে। দুটো দলের কাছেই তারকা ক্রিকেটার রয়েছে। এই পরিস্থিতিতে ড্রিম ইলেভেন তৈরি করতে আপনাদের যথেষ্ট চিন্তা করতে হবে। আসুন, আপনাদের কাজ কিছুটা হলেও সহজ করে দেওয়া যাক।

KKR vs MI Head-to-Head: হার্দিকের মুম্বইয়ের সামনে রাহানের কলকাতার চ্যালেঞ্জ, দেখে নিন হেড-টু-হেড রেকর্ড

দুই উইকেটকিপার গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারেন

Advertisment

উইকেটকিপার হিসেবে কুইন্টন ডি কককে আপনি এড়িয়ে যেতে পারবেন না। ডি কক রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৬১ বলে ৯৭ রানের ধামাকাদার ব্যাটিং পারফরম্য়ান্স করেছিলেন। এই ইনিংসে কুইন্টন ৮ চার এবং ৬ ছক্কা হাঁকিয়েছেন। শুধুমাত্র ব্যাট হাতেই নয়, উইকেটকিপার হিসেবেও আপনাকে পয়েন্ট দিতে পারেন। অন্যদিকে, টপ অর্ডারে খেলানো হতে পারে রায়ান রিকলটনকে। তাঁকেও দলে রাখতে হবে।

KKR vs LSG Rescheduled: রামনবমীর জন্য বদলে গেল তারিখ, কবে হচ্ছে কেকেআর-লখনউ ম্য়াচ?

এই তিন ব্যাটার আপনাকে করতে পারে মালামাল!

ব্যাটিং ডিপার্টমেন্টে আপনি অনায়াসে রাখতে পারেন সূর্যকুমার যাদব, তিলক বর্মা এবং ভেঙ্কটেশ আইয়ারকে। গত ম্য়াচে সূর্যকুমার যাদব ব্যাট হাতে বেশ ভাল ছন্দে ছিলেন। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তিনি ২৮ বলে ১ চার এবং ৪ ছক্কা হাঁকিয়ে ৪৮ রান করেছিলেন। যেহেতু এই ম্য়াচটা ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে, সেকারণে তিলক বর্মার উপর ভরসা রাখা যেতেই পারে। এই মাঠে তিলকের ব্যাটিং রেকর্ড যথেষ্ট ভাল। এখনও পর্যন্ত ভেঙ্কটেশ আইয়ারকে চেনা ফর্মে দেখতে পাওয়া যায়নি। কিন্তু, তিনি একার দমে অনেক পয়েন্ট ছিনিয়ে আনতে পারেন।

IPL KKR: এক সপ্তাহ পরে ইডেনে কেকেআরের ম্যাচ, অধিনায়কের আবেদন মেনে বদলাচ্ছে পিচ? কী বললেন কিউরেটর?

এই ৩ অলরাউন্ডার হতে পারেন আপনার যোগ্য বিকল্প

এই তিনজন অলরাউন্ডার হলেন হার্দিক পান্ডিয়া, মঈন আলি এবং আন্দ্রে রাসেল। যে কোনও পরিস্থিতিতে এই ৩ অলরাউন্ডারকে আপনার প্রথম একাদশে রাখতেই হবে। গুজরাটের বিরুদ্ধে যথেষ্ট ভাল বল করেছিলেন হার্দিক পান্ডিয়া। চার ওভারে তিনি মাত্র ২৯ রান দিয়ে ২ উইকেট শুরু করেছিলেন। বোলিংয়ের পাশাপাশি ব্য়াট হাতেও হার্দিক বেশ ভাল ছন্দে ছিলেন। রাসেল যে কী করতে পারেন, সেটা আর আলাদা করে বলে দিতে হবে না। একার দমে তিনি যে কোনও বোলিং আক্রমণ তছনছ করে দিতে পারেন।

Hardik Pandya and Sai Kishore: সব রাগ গলে জল! খেলা শেষ হতেই কিশোরকে বুকে জড়ালেন হার্দিক! দেখুন ভিডিও

পাশাপাশি বল হাতেও তিনি গুরুত্বপূর্ণ সময়ে উইকেট শিকার করতে পারেন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুর্দান্ত বল করেছিলেন মঈন আলি। গত ম্য়াচে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেন করতেও নেমেছিলেন মঈন। যদিও ইতিমধ্যে সুনীল নারিন অনুশীলন করতে শুরু করে দিয়েছেন। তাঁর ফিটনেস রিপোর্টও ইতিমধ্যে হাতে চলে এসেছে। নারিনকে যদি খেলানো হয়, তাহলে মঈনের জায়গায় আপনি দলে ঢোকাতে পারেন। অধিনায়ক হিসেবেও সুনীল পছন্দের তালিকায় শীর্ষে থাকবেন।

এই ৩ বোলার হতে পারে আপনার টপ চয়েস

বোলার হিসেবে আপনি দলে রাখতে পারেন ট্রেন্ট বোল্ট, দীপক চাহার এবং হর্ষিত রানাকে। পাওয়ারপ্লে'র পাশাপাশি ডেথ ওভারেও কার্যকরী হয়ে উঠতে পারেন বোল্ট। আপনাকে দিতে পারেন পয়েন্টও। গত কয়েকমাস ধরেই হর্ষিত রানার বোলিং সকলের নজর কেড়েছে। এই পরিস্থিতি এই ভারতীয় বোলারকে ড্রিম টিমে রাখা যেতেই পারে। দীপক চাহার এখনও পর্যন্ত ২ ম্য়াচ খেলেছেন। আর জোড়া ম্য়াচেই তাঁকে ছন্দে দেখতে পাওয়া গিয়েছে।

MI vs KKR Dream Team

  • উইকেটকিপার - রায়ান রিকলটন, কুইন্টন ডি কক (অধিনায়ক)
  • ব্যাটার - সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ভেঙ্কটেশ আইয়ার
  • অলরাউন্ডার - হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), মঈন আলি, আন্দ্রে রাসেল
  • বোলার - ট্রেন্ট বোল্ট, হর্ষিত রানা, দীপক চাহার
Ajinkya Rahane Hardik Pandya IPL Kolkata Knight Riders Mumbai Indians