২০২৫ আইপিএল (IPL 2025) টুর্নামেন্টের ১৫ নম্বর ম্য়াচে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। এই ম্য়াচটি কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আয়োজন করা হবে। কলকাতা এবং হায়দরাবাদ - দুটো দলই গত ম্য়াচে হেরে গিয়েছেন। এই পরিস্থিতিতে দুই দলই জয়ের সরণীতে আবার কামব্যাক করতে চাইবে।
এই মরশুমে কলকাতা নাইট রাইডার্স এখনও পর্যন্ত তিনটে ম্য়াচ খেলেছে। এরমধ্যে তারা একটাই ম্য়াচ জিততে পেরেছে। বাকি ২ ম্য়াচে তারা হেরে গিয়েছে। আপাতত পয়েন্টস টেবিলে সবার নীচে রয়েছে গত মরশুমের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে, হায়দরাবাদের অবস্থাও খুব একটা ভাল নয়। তারাও একটাই ম্য়াচ জিতেছে এবং অঙ্ক তালিকায় আট নম্বরে দাঁড়িয়ে রয়েছে। এই পরিস্থিতিতে সমর্থকদের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে, বৃহস্পতিবার (৩ এপ্রিল) ইডেনের উইকেট থেকে কারা বেশি সাহায্য পাবেন? আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।
Ashwani Kumar: 'শুধু একটা কলা খেয়েছিলাম, কারণ...', KKR-কে কাঁদিয়ে গোপন কথা ফাঁস অশ্বিনীর
KKR vs SRH, ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের পিচ রিপোর্ট
ইডেন গার্ডেন্সের উইকেটে যথেষ্ট বাউন্স রয়েছে। সেকারণে বল খুব সহজেই ব্যাটে আসে। এই পরিস্থিতিতে আশা করা যেতেই পারে যে দুটো দলই বড় স্কোর করবে।
Rinku Singh KKR: ব্যাটে রানের খরা অব্যাহত, রিঙ্কুকে নিয়ে অযথা মাতামাতি করছে কেকেআর?
পাশাপাশি এই উইকেট থেকে স্পিনাররা যথেষ্ট সাহায্য় পেয়ে থাকেন। এই উইকেট থেকে ব্যাটার এবং বোলার দুজনেই ফায়দা তুলতে পারেন। ইডেন গার্ডেন্সে গড়ে ১৮০ রান উঠেই থাকে।
ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে আইপিএল রেকর্ডস
আইপিএল ইতিহাসে ইডেন গার্ডেন্সে এখনও পর্যন্ত ৯৩ ম্য়াচ খেলা হয়েছে। এরমধ্যে যে দল প্রথমে ব্যাট করতে নেমেছে, তারা ৩৮ বার জয়লাভ করেছে। আর দ্বিতীয় ইনিংসে যারা ব্যাট করেছে, তারা ৫৫ বার জয়লাভ করেছে।
Eden Gardens Security: ইডেনের নিরাপত্তায় 'বজ্র আঁটুনি', নেওয়া হল এই বিশেষ পদক্ষেপ
এই মাঠে সর্বাধিক স্কোর পঞ্জাব কিংস গত মরশুমে করেছিল। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে তারা ২৬২ রান করে। আর এই স্টেডিয়ামে সর্বনিম্ন স্কোর ৪৯। আর সেটা করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ হেড টু হেড রেকর্ডস
কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে ২৮ আইপিএল ম্য়াচ খেলা হয়েছে। এরমধ্যে কেকেআর ব্রিগেডের পাল্লা অনেকটাই এগিয়ে রয়েছে। কারণ ১৯ ম্য়াচে তারা জয়লাভ করেছে। হায়দরাবাদ জিতেছে ৯ ম্য়াচে। একটা ম্য়াচ অমীমাংসিত রয়েছে। এই মরশুমে কোন দল জয়লাভ করবে, সেটাই আপাতত দেখার।
Ajinkya Rahane On KKR Loss: কার জন্য হারল নাইট রাইডার্স? দল হারতেই রাগের মাথায় বলে ফেললেন রাহানে
দেখে নিন দুই দলের পূর্ণাঙ্গ স্কোয়াড
কলকাতা নাইট রাইডার্স: অজিঙ্কা রাহানে, মণীশ পাণ্ডে, অঙ্গকৃশ রঘুবংশী, রিঙ্কু সিং, লভনিথ শিশোদিয়া, কুইন্টন ডি কক, রহমানউল্লাহ গুরবাজ, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, অনুকূল রায়, রোভম্যান পাওয়েল, ভেঙ্কটেশ আইয়ার, মঈন আলি, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, বৈভব অরোরা, মায়াঙ্ক মার্কণ্ডে, চেতন সাকারিয়া, অনরিখ নোর্খিয়া, স্পেনসর জনসন।
সানরাইজার্স হায়দরাবাদ: হেনরিক ক্লাসেন, প্যাট কামিন্স, ট্রাভিস হেড, অভিষেক শর্মা, নীতিশ রেড্ডি, ঈশান কিষান, মহম্মদ সামি, হর্ষল প্যাটেল, অভিনব মনোহর, রাহুল চাহার, অ্যাডাম জাম্পা, সিমরনজিৎ সিং, ইশান মালিঙ্গা, জয়দেব উনাদকাট, ব্রাইডেন কার্স, কামিন্দু মেন্ডিস, জিশান আনসারি, অথর্ব তাইডে, সচিন বেবি, অনিকেত বর্মা।