/indian-express-bangla/media/media_files/2025/04/03/qzOMXWBbV7OVx444hHu4.jpg)
কলকাতা নাইট রাই়ডার্স Photograph: (টুইটার - কলকাতা নাইট রাইডার্স)
দ্বিতীয় সপ্তাহে পা রেখেছে ২০২৫ আইপিএল (IPL 2025) টুর্নামেন্ট। আর সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এই টুর্নামেন্টের রোমাঞ্চ। গত ১৪ ম্য়াচে 'এক সে বঢ়কর এক' লড়াই দেখতে পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) আইপিএল টুর্নামেন্টের ১৫ নম্বর ম্য়াচে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। এই ম্য়াচটি কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হবে।
একদিকে হায়দরাবাদ গত ২ ম্য়াচ হেরে কলকাতায় পা রেখেছে। অন্যদিকে, কেকেআর গত তিন ম্য়াচের মধ্যে দুটোতেই হেরে গিয়েছে। কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজিত এই ম্য়াচটি ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে।
Jos Buttler: জস ইজ দ্য বস, বেঙ্গালুরুকে একাই দুরমুশ করলেন বাটলার
হেড টু হেড রেকর্ড
সবার আগে জেনে নেওয়া যাক, সানরাইজার্স হায়দরাবাদ এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে মোট কতবার লড়াই হয়েছে। কোন দলই বা করেছে বাজিমাত? দুই দলের হেড টু হেড পরিসংখ্যান থেকে জানতে পারা গিয়েছে, কেকেআর ব্রিগেড অনেকটাই এগিয়ে রয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এই দুই দলের মধ্যে মোট ২৮ বার মুখোমুখি সাক্ষাৎ হয়েছে। এরমধ্যে SRH ৯ বার এবং KKR ১৯ বার জয়লাভ করেছে। একটি ম্য়াচ অমীমাংসিত রয়ে গিয়েছে।
Mohammed Siraj vs RCB: প্রতিশোধের আগুনে জ্বললেন সিরাজ, ছারখার করলেন বেঙ্গালুরু শিবিরকে
কলকাতার ওয়েদার আপডেট
কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্য়াচে কলকাতার ওয়েদার যথেষ্ট গরম থাকবে। বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
বৃহস্পতিবার দুপুরবেলা কলকাতার তাপমাত্রা আনুমানিক ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। সন্ধ্যার পর ঘণ্টায় ১৫ কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে প্রায় ২০ শতাংশ।
Rinku Singh KKR: ব্যাটে রানের খরা অব্যাহত, রিঙ্কুকে নিয়ে অযথা মাতামাতি করছে কেকেআর?
KKR vs SRH, ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের পিচ রিপোর্ট
ইডেন গার্ডেন্সের উইকেটে যথেষ্ট বাউন্স রয়েছে। সেকারণে বল খুব সহজেই ব্যাটে আসে। এই পরিস্থিতিতে আশা করা যেতেই পারে যে দুটো দলই বড় স্কোর করবে।
পাশাপাশি এই উইকেট থেকে স্পিনাররা যথেষ্ট সাহায্য় পেয়ে থাকেন। এই উইকেট থেকে ব্যাটার এবং বোলার দুজনেই ফায়দা তুলতে পারেন। ইডেন গার্ডেন্সে গড়ে ১৮০ রান উঠেই থাকে।
Ajinkya Rahane On KKR Loss: কার জন্য হারল নাইট রাইডার্স? দল হারতেই রাগের মাথায় বলে ফেললেন রাহানে
কেমন হতে পারে কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ?
কুইন্টন ডি কক, সুনীল নারিন, অজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, স্পেনসর জনসন, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।
কেমন হতে পারে সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ?
ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষান, হেনরিক ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি, অভিষেক মনোহর, প্যাট কামিন্স, হর্ষল প্যাটেল, মহম্মদ সামি, অ্যাডাম জাম্পা, রাহুল চাহার।