Kolkata Derby 2025: শনিবার (২৬ জুলাই) কলকাতা ফুটবল লিগে মরশুমের প্রথম ডার্বি ম্যাচ আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচকে কেন্দ্র করে বিগত কয়েকদিন ধরেই চড়তে শুরু করেছিল উত্তেজনার পারদ। শেষপর্যন্ত ইস্টবেঙ্গল (East Bengal FC) এই ম্যাচে ৩-২ গোলে জয়লাভ করে। আর এই জয়ের নেপখ্যে যাঁর অবদান সবথেকে বেশি, তিনি হলেন সায়ন বন্দ্যোপাধ্যায় (Sayan Banerjee)।
East Bengal wins Kolkata Derby 2025: ঘুচল যাবতীয় অপমানের জ্বালা, মরশুমের প্রথম ডার্বিতে জয় ইস্টবেঙ্গলের
এই হাইভোল্টেজ ম্য়াচে সায়ন নিজে একটি গোল করার পাশাপাশি অপর একটি গোলের ক্ষেত্রে অ্যাসিস্টও করেছিলেন। সেকারণে এই ম্য়াচে সেরা পারফরম্য়ান্সের পুরস্কার তাঁর হাতেই তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি পেয়েছেন দর্শকদের অকুণ্ঠ ভালবাসাও। ম্যাচের শেষে সায়ন বললেন, 'এই জয়টা আমি বাবা-মায়ের জন্য উৎসর্গ করলাম।'
East Bengal Goal: পোলা নয়, একেবারে আগুনের গোলা! জোড়া গোলে বাগান তছনছ করল ইস্টবেঙ্গল
সায়ন বন্দ্যোপাধ্যায়। কলকাতা ফুটবল ময়দানে এই তরুণ ফুটবলার আজ আর অপরিচিত নন। ডার্বি ম্যাচে বরাবরই জ্বলে উঠতে ভালবাসেন তিনি। ইতিপূর্বে, দিমি পেত্রাতোসের (Dimitri Petratos) সঙ্গে ধাক্কাধাক্কির কথা আপনাদের কারোর কাছেই অজানা নয়। চোখে চোখ রেখে কীভাবে লড়াই চালাতে হয়, সেটা দেখিয়ে দিয়েছিল সায়ন। শনিবার ইস্টবেঙ্গলকে জেতানোর পর সমর্থকদের ভালবাসার জোয়ারে তিনি কার্যত ভাসতে শুরু করেন। লাল-হলুদ সমর্থকদের পক্ষ থেকে তাঁর হাতে তুলে দেওয়া হয় একটি পেল্লাই সাইজের ইলিশ মাছ। কলকাতা ডার্বিতে দীর্ঘদিন ধরে ইস্টবেঙ্গল সমর্থকদের মনে যে হতাশা দানা বেঁধেছিল, সেটাই তিনি কার্যত ঝেড়েমুছে সাফ করে দিলেন।
East Bengal Fan Viral: পিতৃবিয়োগের যন্ত্রণা ভোলাবে ইস্টবেঙ্গলের জয়, ধরাকাছা পরেই মাঠে হাজির লাল-হলুদ সমর্থক
দিমির সঙ্গে ধাক্কাধাক্কি প্রসঙ্গে মুখ খুললেন সায়ন
ম্যাচের শেষে দিমি পেত্রাতোসের সঙ্গে ওই বিতর্কিত ধাক্কাধাক্কির প্রসঙ্গেও তাঁকে প্রশ্ন করা হয়েছিল। জবাবে আসানসোলের এই তরুণ ফুটবলার জানিয়েছেন, 'এটা নতুন কোনও ঘটনা নয়। ফুটবল মাঠে তো এমনটা হতেই পারে। যদি আগামীদিনে প্রয়োজন হয়, তাহলে বিপক্ষ ফুটবলারের চোখে চোখ রেখে এভাবেই লড়াই করে যাব। দেখাব এমনই আক্রমণাত্মক মেজাজ।'
Mohun Bagan vs East Bengal: রেয়াত নয় ইস্টবেঙ্গলকে, 'ডার্বি ইজ ডার্বি' হুঙ্কার দীপেন্দুর
আশা করা যায়, সায়নের এই লড়াই ইস্টবেঙ্গল সমর্থকরা অনেকদিন মনে রাখবে। সেদিন মাঠের মধ্যে অমনভাবে লুটিয়ে পড়েছিলেন ঠিক কথা! কিন্তু, এভাবেও যে ফিরে আসা যায়, সেটা লাল-হলুদের এই তরুণ তুর্কি দেখিয়ে দিলেন। জ্বালালেন বিজয়ের এক নয়া মশাল।