Durand Cup 2025: ২০২৫ ডুরান্ড কাপের নকআউট পর্বে ইতিমধ্যে নাম লিখিয়ে ফেলেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। শনিবার (৯ অগাস্ট) তারা ডায়মন্ড হারবার এফসি-র (Diamond Harbour FC) বিরুদ্ধে খেলতে নেমেছিল। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত এই ম্য়াচে মোহনবাগান ৫-১ গোলে জয়লাভ করেছে। আর সেইসঙ্গে উঠে এসেছে গ্রুপ বি'র পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে। জয়ের পর খুশি মেরিনার্সরাও। তবে এই ম্য়াচে রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্ত ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। সিদ্ধান্তটা একটা পেনাল্টির! ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে যথেষ্ট জলঘোলা হয়েছে। আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।
Mohun Bagan Super Giant Victory: 'সে তো ইস্টবেঙ্গলকেও ৫ গোল দিয়েছি...', জয়ের পর উল্লাস দেবাশিস দত্তের
হাফটাইমের খেলা যখন শুরু হয়, সেইসময় মোহনবাগান সুপার জায়ান্ট ২-১ গোলে এগিয়ে ছিল। পাঁচ মিনিট সময় কাটতে না কাটতেই ডায়মন্ড হারবার এফসি-র ডিফেন্ডার নরেশ সিং লাল-কার্ড দেখলেন। কারণ? রেফারির দাবি, নরেশ নাকি বক্সের মধ্যে লিস্টন কোলাসোকে ফাউল করেছিলেন। ফলশ্রুতি, মেরিনার্সদের একটি পেনাল্টি উপহার দেওয়া হয়। ৫১ মিনিটে সেই পেনাল্টি থেকেই গোল করে ব্যবধান বাড়ালেন কোলাসো।
Mohun Bagan Super Giant Win: পাঁচ গোলের মালা মোহনবাগানের, উড়ে গেল ডায়মন্ড হারবার এফসি
কী বক্তব্য ডায়মন্ড হারবার এফসি-র?
আর রেফারির এই পেনাল্টির সিদ্ধান্ত নিয়েই যাবতীয় বিতর্ক সৃষ্টি হয়েছে। ম্যাচের শেষে এই ব্যাপারে মুখ খুললেন ডায়মন্ড হারবার এফসি-র ভাইস প্রেসিডেন্ট আকাশ বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, 'এই ম্য়াচে দুটো দলই খুব ভাল খেলেছে। মোহনবাগান তো অবশ্যই ভাল খেলেছে। তবে কিছু ক্ষেত্রে আমাদের দলের গোলকিপার নার্ভ ফেল করেছে। প্রথমবার এত বড় ম্য়াচে ও খেলতে নামল। আমার মনে হয়, প্রথম দুটো গোলের ক্ষেত্রে আমাদের গোলকিপার ভুল করেছে। তবে খেলায় এটা হতেই থাকে। কোনও অসুবিধে নেই। এটা আমাদের কাছে একটা বড় অভিজ্ঞতা।'
Mohun Bagan on Bengali Language: 'শহিদের রক্ত, কবির নোবেল...', বাংলা ভাষার সম্মানে গর্জে উঠল মোহনবাগান
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'পেনাল্টিটা আমার মনে হয়েছে বক্সের বাইরে ছিল। মানে, ফাউলটা মনে হয় বক্সের বাইরেই ছিল। সঠিকভাবে দেখিনি। পরে আরও ভালভাবে দেখে বলতে পারব। তবে রিপ্লেতে যতটুকু আমি দেখেছি, তাতে মনে হয়েছে যে বক্সের বাইরেই ছিল ফাউলটা। তবে এটা খেলারই অংশ। রেফারিও তো মানুষ।'
Mohun Bagan Super Giant: বিধ্বংসী থাপা, আগুন জেমি! প্রথমার্ধে জোড়া গোল দাগল মোহনবাগান
অন্যদিকে, এই বিতর্কিত পেনাল্টির ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট দলের হেড কোচ হোসে মলিনাকেও। তিনি বললেন, 'আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে ছিলাম, যেখান থেকে গোটা বিষয়টা স্পষ্ট বুঝতে পারা যায়নি। সেকারণে এই ব্যাপারে আমি কোনও মন্তব্য করতে পারব না।'