/indian-express-bangla/media/media_files/2025/09/02/luis-suarez-2025-09-02-18-15-33.jpg)
থুতু ছেটাতে যাচ্ছেন লুই সুয়ারেজ
Luis Suarez: লুই সুয়ারেজ এবং বিতর্ক যেন একে অপরের সঙ্গে সমান্তরাল পথে এগিয়ে চলে। সম্প্রতি লিগস কাপের ফাইনালে এমনই এক ঘটনার সাক্ষী রইল গোটা ফুটবল বিশ্ব। ফাইনালে খেলতে নেমেছিল সিয়াটেল সাউন্ডার্স এবং ইন্টার মায়ামি (Inter Miami)। এই ম্য়াচে ইন্টার মায়ামি ৩-০ গোলে পরাস্ত হয়। আর এই হারের জ্বালা সহ্য করতে পারেননি লুই সুয়ারেজ। ম্য়াচের শেষে তিনি এমন একটি কাণ্ড ঘটালেন, যা দেখে গোটা ফুটবল বিশ্ব কার্যত হতবাক হয়ে গিয়েছে।
লুমেন ফিল্ডে তখন সবেমাত্র জয়লাভ করেছে সিয়াটেল সাউন্ডার্স। দলের প্রত্যেকেই তখন জয়োল্লাসে আত্মহারা হয়ে উঠেছেন। আনন্দ উদযাপন করছিলেন দলের কোচিং স্টাফেরাও। এমন সময় মাঝমাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। দেখতে না দেখতেই গোটা পরিস্থিতি চলে যায় হাতের বাইরে। ফুটবলাররা একে অপরকে ধাক্কা মারতে শুরু করেন। এই সংঘর্ষের মধ্যে ম্য়াচের ফলাফল একেবারেই গৌণ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, এই ঘটনার জন্য ১০০ শতাংশ দায়ী লুই সুয়ারেজ এবং ম্যাক্সি ফ্যালকন। রেফারি খেলা শেষের নির্দেশ দিতে না দিয়েই হামলে পড়েন সুয়ারেজ। তিনি বিপক্ষ দলের ফুটবলার ওবেদ ভার্গাসের ঘাড় খামচে ধরেন। এরপরই আবার সার্জিও বাসকোয়েটস এসে ভার্গাসের মুখে মারেন সপাট একটি ঘুঁসি। এরপর আর কী! দেখতে না দেখতেই গোটা পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভ হয়ে ওঠে।
Lionel Messi Cricket: মেসিকে নিয়ে রটানো হচ্ছে ভূয়ো খবর! সামনে এল চাঞ্চল্যকর সত্যি
ভাইরাল হল ভিডিও
এই মারামারির ভিডিও ইতিমধ্যেই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওয় দেখা যাচ্ছে, সিয়াটেল সাউন্ডার্সের সিনিয়র অফিশিয়াল জিনি রামেজের সঙ্গে তর্কাতর্কি করছিলেন সুয়ারেজ। যদিও ওই ব্যক্তি সুয়ারেজের সঙ্গে কথা বলতে বিন্দুমাত্র আগ্রহী ছিলেন না। আর সেকারণেই সুয়ারেজ আরও রেগে যান। তিনি সরাসরি ওই ব্যক্তির মুখে থুতু ছিটিয়ে দেন। যদিও রেফারি সুয়ারেজকে লাল কার্ড দেখাননি। ঘটনায় তাঁর ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
দেখে নিন ভিডিও:
Puto Luis Suárez siempre ha sido un nacazo, ojalá no le tiemble la mano a la MLS con la sanción. pic.twitter.com/KLV6nvecMf
— Martinalgui (@MartinoliCuri) September 1, 2025
Lionel Messi: ফুটবল ছেড়ে এবার ক্রিকেটে মেসি! ২২ গজে কাঁপাবেন কোহলি-ধোনিদের সঙ্গে
তবে সুয়ারেজের ফুটবল কেরিয়ারে আরও বিতর্কিত অধ্যায় রয়েছে। ২০০৭ সালে আয়াক্সে এবং ২০১১ সালে লিভারপুলে খেলার সময়ও তিনি বিপক্ষ গ্যালারির দিকে থুতু ছুড়েছিলেন। এমনকী, বর্ণবিদ্বেষী মন্তব্য করার কারণে নির্বাসিতও হয়েছিলেন তিনি। আর সুয়ারেজের কামড় কাণ্ড নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই। ২০১৪ ফিফা বিশ্বকাপে ইতালির ডিফেন্ডার জর্জিও শিয়েলিনিকে কামড়ে দিয়েছিলেন উরুগুয়ের এই ফুটবলার।