Mamata Banerjee: বয়স মাত্র ২৫ বছর। নাম রাজশ্রী হাঁসদা (Rajshree Hansda)। তবে এই মেয়েটির আরও একটি পরিচয় আছে। রাজশ্রী প্রথম সাঁওতাল মহিলা, যিনি জাতীয় ফুটবল দলের রেফারি (Women Football Referee) হিসেবে যোগ্যতা অর্জন করেছেন। গত বৃহস্পতিবার (৭ অগাস্ট) থেকে আচমকাই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন রাজশ্রী। কারণ? আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।
Mamata Banerjee:বাঙালি হেনস্থা ইস্যুতে আবারও BJP-কে তুলোধোনা মমতার, NRC নিয়ে তুললেন মারাত্মক অভিযোগ
গত বৃহস্পতিবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে এসেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি রাজশ্রীর হাতে স্পোর্টস কিট তুলে দেন। তবে এই কিট নেওয়ার সময় বাংলার এই মহিলা রেফারি মুখ্যমন্ত্রীর কানে ফিসফিস করে জানান, তাঁর বাড়ি থেকে নাকি বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছে। কিন্তু, তিনি ফুটবল ভালবাসেন। এটাকেই নিজের কেরিয়ার হিসেবে বেছে নিতে চান। সেকারণে তাঁর পক্ষে এখনই বিয়ের পিঁড়িতে বসা সম্ভব নয়। এমন একটা সমস্যার কথা শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চুপ করে থাকতে পারেননি। তিনি মুখ্য সচিব মনোজ পন্থকে ডেকে গোটা ঘটনাটি বলেন এবং রাজশ্রীকে যাবতীয় সাহায্যের প্রতিশ্রুতিও দেন। সঙ্গে তাঁর বাবা-মায়ের কাছে অনুরোধ করেন, 'মেয়েকে আরও উপরে উঠতে দিন।'
Mamata Banerjee:'কাউকে সাসপেন্ড করব না', নির্বাচন কমিশনকে তীব্র হুঙ্কার মুখ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, 'রাজশ্রী আমাকে জানাল যে ওর বাড়ি থেকে নাকি বিয়ে করার জন্য চাপ দেওয়া হচ্ছে। কেউ দয়া করে মেয়েকে বিয়ে করার জন্য চাপ দেবেন না। ওদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হতে দিন। আজকের মহিলারা যথেষ্ট স্বাবলম্বী। একটা গোটা পরিবার চালানোর ক্ষমতা রাখে। এমনকী, গোটা দেশও চালাতে পারে।'
Mamata Banerjee: 'রামকৃষ্ণদেবের কথা মাথায় আছে, যা ব্রেনে আছে, ড্রেনে যাবে না', কামারপুকুরে বললেন মুখ্যমন্ত্রী
সঙ্গে তিনি আরও যোগ করেন, 'আজকাল মেয়েরা বিমান ওড়াচ্ছে, ট্রেন চালাচ্ছে... আমি গর্বিত যে আমার কন্যাশ্রী প্রকল্পভূক্ত মেয়েরা আজ কেউ পাইলট হয়েছে, কেউ ইঞ্জিনিয়র, কেউবা আবার প্রফেশর। গোটা বিশ্বজুড়ে ওরা গর্বের সঙ্গে কাজ করে বেড়াচ্ছে। ওরা শুধুমাত্র বাংলা নয়, গোটা দেশকে গর্বিত করছে। এটা অন্তত বোঝার চেষ্টা করুন।'
দেখে নিন ভিডিও:
মুখ্যমন্ত্রী আমার কথা শুনেছেন, আমি কৃতজ্ঞ: রাজশ্রী
গোপীবল্লভপুরের পাটুলিয়ায় থাকে রাজশ্রী হাঁসদা। বাবার নাম দামা এবং মা হলেন রায়মনি। পরিবারে দুই ভাই এবং এক বোন রয়েছে। চাষবাসের মাধ্যমেই সংসারে অর্থ সংস্থান হয়। নয়াগ্রাম থানা গার্লস স্কুল থেকে পড়াশোনা করেছেন রাজশ্রী। বর্তমানে পাঁশকুড়া বনমালি কলেজে শারীরিক শিক্ষা নিয়ে মাস্টার্স করছেন।
Mamata Banerjee:লাগাতার বৃষ্টিতে জলের তলায় ঘাটাল, আরামবাগ, আজ যাচ্ছেন মুখ্যমন্ত্রী
স্কুলে থাকাকালীনই ফুটবলের প্রতি ভালবাসা জন্মায় রাজশ্রীর। পরবর্তীকালে গোপীবল্লভপুর রেফারি অ্যাকাডেমি থেকে তিনি ডিগ্রি অর্জন করেছেন। এটা আসলে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং রাজ সরকারের যৌথ উদ্যোগে গড়ে তোলা একটি প্রকল্প যেখানে মহিলা রেফারিদের শিক্ষা দেওয়া হয়। চলতি বছর মে মাসে তিনি জাতীয় ফুটবল দলের রেফারি হিসেবে যোগ্যতা অর্জন করেছেন। বৃহস্পতিবার অনুষ্ঠানের পর রাজশ্রী বললেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমার কথা শুনেছেন, এতেই আমি কৃতজ্ঞ।'