Mohammed Nawaz Hat-Trick: দুরন্ত হ্যাটট্রিকে গর্বের নজির! পাকিস্তানের প্রথম স্পিনার হিসেবে মহম্মদ নওয়াজের এই কীর্তি চর্চায়

Pakistan vs Afghanistan Tri-Series Final: ২০২৫ এশিয়া কাপ শুরু হওয়ার ঠিক আগেই পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে ট্রাই সিরিজের ফাইনাল ম্য়াচ আয়োজন করা হয়। এই ম্য়াচে সলমান আলির দল ৭৫ রানে জয়লাভ করেছে।

Pakistan vs Afghanistan Tri-Series Final: ২০২৫ এশিয়া কাপ শুরু হওয়ার ঠিক আগেই পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে ট্রাই সিরিজের ফাইনাল ম্য়াচ আয়োজন করা হয়। এই ম্য়াচে সলমান আলির দল ৭৫ রানে জয়লাভ করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohammed Nawaz

পাকিস্তান ক্রিকেট দলের তারকা স্পিনার মহম্মদ নওয়াজ

Mohammed Nawaz: ২০২৫ এশিয়া কাপ (Asia Cup 2025) শুরু হওয়ার ঠিক আগেই পাকিস্তান (Pakistan Cricket Team) এবং আফগানিস্তানের মধ্যে ট্রাই সিরিজের ফাইনাল ম্য়াচ আয়োজন করা হয়। এই ম্য়াচে পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে ১৪১ রান করে। একটা সময় মনে হচ্ছিল যে আফগানরা এই টার্গেট হয়ত সহজেই হাসিল করতে পারবে। কিন্তু, পাকিস্তানের বোলার মহম্মদ নওয়াজ একেবারে অন্য পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিলেন। এই ম্য়াচে তিনি দুর্দান্ত বোলিং পারফরম্য়ান্স করলেন। হ্যাটট্রিক উইকেট শিকার করে আফগানিস্তানের ব্যাটিং ডিপার্টমেন্টকে কার্যত তছনছ করে দিলেন। 

Advertisment

India vs Pakistan: বিক্রি হচ্ছে না ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট, নেপথ্যে রয়েছে এই বিশেষ কারণ

পঞ্চম ওভারেই জোড়া উইকেট শিকার করেন নওয়াজ

পাকিস্তান ক্রিকেট দলের হয়ে পঞ্চম ওভারে বল করতে এসেছিলেন মহম্মদ নওয়াজ। এই ওভারের পঞ্চম বলে তিনি দরবেশ রসুলিকে LBW করে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন। এরপর ওভারের শেষ বলে তিনি আজমতউল্লাহ ওমরজাইকে পাক উইকেটকিপার মহম্মদ হ্যারিসের হাতে ক্যাচ দিয়ে আউট করালেন। এরপর তাঁর ওভার শেষ হয়ে যায়। এই ওভারে তিনি পরপর ২ বলে দুটো উইকেট শিকার করেন।

Advertisment

India vs Pakistan Controversy: 'যে দেশ জঙ্গি পাঠাচ্ছে, তাদের সঙ্গে খেলা কীসের?' এশিয়া কাপের আগুনে ঘৃতাহুতি প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের

সপ্তম ওভারে হ্যাটট্রিক পূরণ করলেন মহম্মদ নওয়াজ

এরপর ফের সপ্তম ওভারে বল করতে এসেছিলেন মহম্মদ নওয়াজ। এই ওভারের প্রথম বলেই তিনি ইব্রাহিম জাদরানকে আউট করে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন। আর এভাবেই টানা তিন বলে তিনি ৩ উইকেট শিকার করেন। সেইসঙ্গে তাঁর হ্যাটট্রিকও পূরণ হয়ে যায়। পাকিস্তানের প্রথম স্পিনার হিসেবে তিনি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে হ্যাটট্রিক পূরণ করলেন। ইতিপূর্বে, পাকিস্তান ক্রিকেট দলের আর কোনও স্পিন বোলার এই কৃতিত্ব অর্জন করতে পারেননি।

India vs Pakistan in Asia Cup: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে বড় আপডেট! শুনলে চমকে উঠবেন

এই ম্য়াচে মহম্মদ নওয়াজ বিধ্বংসী বোলিং পারফরম্য়ান্স করলেন। ম্য়াচের চার ওভারে তিনি ১৯ রান দিয়ে মোট ৫ উইকেট শিকার করেছেন। টি-২০ ক্রিকেটে পাকিস্তানের হয়ে হ্যাটট্রিক নেওয়া তৃতীয় বোলার হিসেবে নিজের নাম লিখিয়ে ফেলেছেন। ইতিপূর্বে, ফাহিম আশরফ এবং মহম্মদ হাসনেন আন্তর্জাতিক ক্রিকেটে এই 'কারনামা' করে দেখিয়েছিলেন। যদিও তাঁরা দুজনেই ফাস্ট বোলার।

India vs Pakistan: সন্ত্রাস আর ক্রিকেট একসঙ্গে চলবে না! 'বিশ্বকাপে' বাতিল IND vs PAK সেমিফাইনাল

একনজরে মহম্মদ নওয়াজের আন্তর্জাতিক টি-২০ কেরিয়ার

পাকিস্তান ক্রিকেট দলের হয়ে ২০১৬ সালে ডেবিউ করেছিলেন মহম্মদ নওয়াজ। এরপর থেকে তিনি মেন ইন গ্রিনের হয়ে মোট ৭১ আন্তর্জাতিক টি-২০ ম্য়াচ খেলেছেন। করেছেন মোট ৬৩৮ রান। পাশাপাশি ৭০ উইকেটও শিকার করেছেন তিনি।

Asia Cup 2025 Pakistan Cricket Team Mohammed Nawaz