Mohammed Siraj on Pahalgam Attack: 'এ কেমন লড়াই, জীবনের দাম নেই!' পহেলগাঁও হত্যাকাণ্ডের প্রতিবাদে ধিক্কার সিরাজের

Pahalgam Terror Attack: মঙ্গলবার দুপুরবেলা পহেলগাঁওয়ের বৈশ্বরন ঘাঁটিতে সন্ত্রাসবাদী হামলা চালানো হয়েছে। এই ঘটনায় কমপক্ষে ২৬ পর্যটক এই ঘটনায় প্রাণ হারিয়েছেন। এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করলেন ভারতীয় ক্রিকেটার মহম্মদ সিরাজ এবং মহম্মদ সামি।

Pahalgam Terror Attack: মঙ্গলবার দুপুরবেলা পহেলগাঁওয়ের বৈশ্বরন ঘাঁটিতে সন্ত্রাসবাদী হামলা চালানো হয়েছে। এই ঘটনায় কমপক্ষে ২৬ পর্যটক এই ঘটনায় প্রাণ হারিয়েছেন। এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করলেন ভারতীয় ক্রিকেটার মহম্মদ সিরাজ এবং মহম্মদ সামি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohammed Siraj (3)

পহেলগাঁও হামলার তীব্র ধিক্কার জানালেন মহম্মদ সিরাজ

Kashmir Violence 2025: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার (pahalgam terror attack) প্রতিবাদে এবার গর্জে উঠলেন ভারতীয় ক্রিকেটার মহম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং মহম্মদ সামি (Mohammed Shami)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁরা দুজনেই ক্ষোভ উগড়ে দিয়েছেন।

Advertisment

পাশাপাশি এই হত্যালীলার কড়া নিন্দা করেছেন। পাশাপাশি দুজনেই 'অল আইজ অন পহেলগাঁও' (All Eyes on Pahalgam) ছবিও শেয়ার করেছেন। দুজনেই আপাতত আইপিএল টুর্নামেন্ট খেলছেন।

Gautam Gambhir on Pahalgam Attack: 'ভারতও পালটা হামলা করবে...', পাহেলগাঁও হামলার ঘটনায় 'হুঙ্কার' গম্ভীরের

বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit shah) নিহতদের শ্রদ্ধাজ্ঞাপন করেন। সেই ছবি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে মহম্মদ সিরাজ লিখেছেন, 'পহেলগাঁওয়ে এই নারকীয় হত্যাকাণ্ড অত্যন্ত ভয়ঙ্কর। আমি এখনই এই ব্যাপারে জানতে পারলাম। ধর্মের নামে নিরাপরাধ মানুষদের নিশানা এবং হত্যা অবিলম্বে বন্ধ করা হোক। কোনও বিশেষ কারণ, বিশ্বাস এবং বিচারধারাকে এমন জঘন্য কাজের জন্য কাঠগড়ায় তোলা উচিত হবে না। এ কেমন লড়াই, যেখানে মানুষের জীবনের কোনও দামই নেই!'

Advertisment

Virat Kohli on Pahalgam Terror Attack: 'কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই...'. পাহেলগাঁও নারকীয় হত্যাকাণ্ডে ক্ষুব্ধ বিরাট

অবিলম্বে নিকেশ করা হোক হত্যাকারীদের - মহম্মদ সিরাজ

সেইসঙ্গে মহম্মদ সিরাজ আরও লিখেছেন, 'আমি স্বপ্নেও কল্পনা করতে পারব না যে এই মুহূর্তে নিহতদের পরিবার কতটা দুঃখ এবং কষ্টের মধ্যে রয়েছে। আশা করব, এই কঠিন সময়ে ঈশ্বর পাশে থাকবেন এবং লড়াই করার শক্তি দেবেন। আপনাদের এই চরম ক্ষতির জন্য আমরা অত্যন্ত দুঃখিত। আমি আশা করব, খুব শীঘ্রই মানুষের এই পাগলামির অবসান হবে। আপাতত যত দ্রুত সম্ভব এই সন্ত্রাসবাদীদের খুঁজে বের করা হোক। আর কোনও দয়া-মায়া না দেখিয়ে অবিলম্বে শাস্তি দেওয়া হোক।'

Rajnath Singh on Pahalgam terror attack: 'কিছু সময়েই যোগ্য জবাব'! পহেলগাঁওয়ে হামলায় হুঙ্কার রাজনাথের

পহেলগাঁওয়ের ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক - মহম্মদ সামি

সিরাজের পাশাপাশি মহম্মদ সামিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অল আইজ অন পহেলগাঁও' (All Eyes on Pahalgam) ছবি শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, 'আতঙ্কের পরিবেশ নয়, কাশ্মীরের সৌন্দর্য্য এবং শান্তি উপভোগ করতে আসেন পর্যটকরা। পহেলগাঁওয়ে যে ঘটনাটি ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক। এই হত্যাকাণ্ড এককথায় অমানবিক। এই কঠিন সময়ে আমরা সকলেই নিহতদের পরিবারের পাশে রয়েছি। একসঙ্গে দুঃখ ভাগ করে নিচ্ছি।'

Pahalgam Attack on 2025-Bollywood: 'কাশ্মীর স্বর্গ না নরক', বিস্ফোরক শাহরুখ থেকে আলিয়া, পহেলগাঁওে নিরীহের মৃত্যুতে সলমন যা বললেন..

অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) পক্ষ থেকেও এই ঘটনার নিন্দা করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে শেয়ার করা হয়েছে একটি ফেসবুক পোস্ট। সেখানে লেখা হয়েছে, 'কাশ্মীরে সন্ত্রাসবাদীরা একেবারে নপুংসকের মতো কাজ করেছে। এই মুহূর্তে নিহতদের পরিবার যে কতটা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে, সেটা ভাবলেই গা শিউরে উঠছে। এই পরিবারবর্গের জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। আশা করছি, দ্রুত সুবিচার হবে।'

amit shah Kolkata Knight Riders Mohammed Siraj Mohammed Shami pahalgam terror attack