Mohun Bagan Win: কথায় বলে, আসল ফুটবলারের জাত নাকি মাঠেই চেনা যায়। মোহনবাগান যে চিরকাল রেলায় আছে এবং থাকবে, সেটা আরও একবার প্রমাণিত হয়ে গেল। বুধবার (১৬ জুলাই) কলকাতা ফুটবল লিগে (CFL 2025-26) কালীঘাট মিলন সংঘের বিরুদ্ধে খেলতে নেমেছিল সবুজ-মেরুন ব্রিগেড। এই ম্য়াচে মেরিনার্সরা ২-১ গোলে জয়লাভ করেছে। এই জয়ের পর বাগান সমর্থকরা স্বাভাবিকভাবে অত্যন্ত খুশি। বিশেষ করে ডার্বি ম্য়াচের আগে এই জয় যে ডেগি কার্ডোজোর দলকে আলাদা অক্সিজেন দেবে, তা বলাই বাহুল্য।
এই ম্য়াচের শুরু থেকেই মোহনবাগান দাপুটে পারফরম্য়ান্স করতে থাকে। কালীঘাটের ঘুম ভাঙার আগেই ম্য়াচের তৃতীয় মিনিটে পাসাং দোরজি তামাংয়ের পা থেকে বুলেট গতিতে বলটা জালে জড়িয়ে যায়। গোলকিপার আকাশ মণ্ডল কিছু বুঝে ওঠার আগেই ১-০ গোলে এগিয়ে যায় সবুজ মেরুন ব্রিগেড।
Mohun Bagan Super Giant: ফেডারেশনের অপদার্থতার জন্য অনিশ্চিত ISL? মুখ খুললেন মোহনবাগান সচিব
কিন্তু, বাগান সমর্থকদের এই উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৮ মিনিটে কালীঘাটের হয়ে সমতা ফিরিয়েছেন সুরজিত হালদার। এক্ষেত্রে সুরজিতের কথা আলাদা করে বলতেই হবে। একটা দুরপাল্লার শটে তিনি যেভাবে গোলটা করলেন, তা সত্যিই প্রশংসনীয়।
Mohun Bagan Super Giant: ডুরান্ডের প্রস্তুতি শুরু মোহনবাগানের, কবে কোথায় কার সঙ্গে ম্যাচ? দেখে নিন সূচি
প্রথমার্ধ শেষে স্কোর ছিল ১-১
এরপর প্রথম ৪৫ মিনিটের মধ্যে কালীঘাট এবং মোহনবাগান একাধিক গোল করার সুযোগ পেয়েছিল। কিন্তু, শেষপর্যন্ত সেই সুযোগ তারা কাজে লাগাতে পারেনি। এক্ষেত্রে মোহনবাগানের ফুটবলার গোগোচার কথা আলাদা করে বলতেই হবে। সালাউদ্দিনের পরিবর্তে তিনি খেলতে নেমেছিলেন। ৪০ মিনিটে মিংমা শেরপার পাস থেকে তিনি গোল করার একটা সুবর্ণ সুযোগ পেয়েছিলেন বটে, কিন্তু সেটা হাতছাড়া হয়ে যায়। প্রথমার্ধ শেষে দুটো দলই একটি করে গোল ঝুলিতে নিয়ে ড্রেসিংরুমে ফেরে।
Mohun Bagan: মোহনবাগানের বর্ষসেরা ফুটবলার আপুইয়া! সেরা ফরোয়ার্ড পুরস্কার পাচ্ছেন কে জানেন?
এরপর শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্য়াচের প্রথমার্ধের স্কোর কার্ড ১-১ হওয়ায়, দ্বিতীয়ার্ধে উত্তেজনা আরও বেড়ে যায়। অবশেষে বাগান সমর্থকদের স্বস্তি দিলেন করণ রাই। ৬৫ মিনিটে তিনি মেরিনার্সদের হয়ে জয়সূচক গোলটি করলেন। এই গোলের পরই কল্যাণী স্টেডিয়াম কার্যত উচ্ছ্বাসে ফেটে পড়ে। গ্যালারিতে উড়তে শুরু করে সবুজ-মেরুন আবির।
Mohun Bagan vs East Bengal: টাকা বাঁচাতেই কল্যাণীতে ডার্বি? বিস্ফোরক অভিযোগ মোহনবাগান কর্তাদের
আগামী ১৯ জুলাই কলকাতা ডার্বি ম্য়াচ আয়োজন করা হচ্ছে। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে ইতিমধ্যে ডার্বির লড়াই নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ইতিমধ্যে মঙ্গলবার (১৫ জুলাই) পাঠচক্রের বিরুদ্ধে ১-০ গোলে হেরে গিয়েছিল ইস্টবেঙ্গল। সেই জায়গায় দাঁড়িয়ে কালীঘাটের বিরুদ্ধে এই জয় যে মোহনবাগানকে বাড়তি অনুপ্রেরণা দেবে, তা বলা যেতেই পারে।