Mohun Bagan Fan: 'আমরা মোহনবাগানি, আমাদের জবাব...', জামশেদপুর ম্যাচের আগে স্পষ্ট বার্তা সমর্থকদের

Mohun Bagan Fan: প্রথম লেগের সেমিতে জামশেদপুর ২-১ গোলে জয়লাভ করলেও, জেআরডি টাটা কমপ্লেক্স স্টেডিয়ামে দুই দলের সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। এমনকী, পরিস্থিতি শান্ত করতে আসরে নামতে হয় স্থানীয় পুলিশকেও।

Mohun Bagan Fan: প্রথম লেগের সেমিতে জামশেদপুর ২-১ গোলে জয়লাভ করলেও, জেআরডি টাটা কমপ্লেক্স স্টেডিয়ামে দুই দলের সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। এমনকী, পরিস্থিতি শান্ত করতে আসরে নামতে হয় স্থানীয় পুলিশকেও।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohun Bagan Fan (1)

দলকে উৎসাহ দিতে প্রস্তুত মোহনবাগান সমর্থকরা

আর খুব বেশি সময় বাকি নেই। কয়েকঘণ্টা পরই শুরু হতে চলেছে মহাসংগ্রাম। মোহনবাগান সুপার জায়ান্ট বনাম জামশেদপুর এফসি। ISL 2024-25 টুর্নামেন্টে দ্বিতীয় লেগের সেমিফাইনাল ম্য়াচে এই দুটো দল খেলতে নামছে। প্রথম লেগের সেমিতে জামশেদপুর ২-১ গোলে জয়লাভ করলেও, জেআরডি টাটা কমপ্লেক্স স্টেডিয়ামে দুই দলের সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।

Advertisment

এমনকী, পরিস্থিতি শান্ত করতে আসরে নামতে হয় স্থানীয় পুলিশকেও। এমনকী, বেশ কয়েকজন সবুজ-মেরুন সমর্থক এই ঘটনায় আক্রান্ত হয়েছেন। রিপন মণ্ডল নামে একজন সমর্থকের মাথাও ফেটে গিয়েছিল। এই আবহে দ্বিতীয় লেগের সেমিফাইনাল ম্য়াচেও উত্তেজনার আশঙ্কা করা হচ্ছিল।

Mohun Bagan Ticket Price: টিকিট নিয়ে হাহাকার, মোহনবাগান-জামশেদপুর ম্য়াচে টিকিটের দাম জানেন?

কিন্তু, ম্য়াচের আগে মোহনবাগান (Mohun Bagan Super Giants) সমর্থকরা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে হিংসার জবাব কখনই হিংসা হতে পারে না। সবুজ-মেরুন সমর্থকরা 'অতিথিই ভগবান' নীতিতে বিশ্বাস করে। এই মর্মে মেরিনার্স অ্যারেনা ফ্যান পেজ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, 'আমরা মোহনবাগানের গর্বিত সমর্থক। আমরা সবসময় স্পোর্টসম্য়ান স্পিরিটকে মর্যাদা দিই। অতিথিদের আমরা ভগবানের মর্যাদা দিই। জামশেদপুরে (Jamshedpur FC) অ্যাওয়ে ম্য়াচ খেলার সময় আমাদের সমর্থকদের যে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য়ে পড়তে হয়েছিল, চাই না যে সেই ঘটনার পুনরাবৃত্তি হোক। আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে আমরা প্রত্য়েক খেলোয়াড়কে যোগ্য় সম্মান দিতে চাই।'

Advertisment
Mariners Arena Statement
দেখে নিন মেরিনার্স অ্য়ারেনার বিবৃতি

 

সঙ্গে আরও যোগ করা হয়েছে, 'হিংসার জবাব কখনই হিংসা হতে পারে না। ফুটবলে গুণ্ডামির কোনও জায়গা নেই। খেলার লড়াই ময়দানের মধ্য়েই সীমাবদ্ধ। সেখানে ফুটবলারদের রাজত্ব চলে, সমর্থকদের নয়। আসুন, আমাদের দলের জন্য সবাই চিৎকার করি। দলের পাশে দাঁড়াই। বিপক্ষের পায়ে বল গেলে দুয়োধ্বনি তুলতে পারেন। কিন্তু, সমর্থকদের শারীরিক আক্রমণ করা একেবারে উচিত হবে না। আশা করছি, আজ মোহনবাগান ফুটবলাররা নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারবে। সেইসঙ্গে নিশ্চিত করতে পারবে ফাইনালের আসনও।'

Mohun Bagan vs Jamshedpur FC Live Streaming: ফ্রি'তে দেখতে পাবেন মোহনবাগান-জামশেদপুর মহাসংগ্রাম? না জানলেই চরম মিস

মোহনবাগান সুপার জায়ান্ট দলের হেড কোচ হোসে মলিনা অবশ্য আশা করছেন, ঘরের মাঠে তাঁর দল সঠিক ভারসাম্য খুঁজে পাবে। পর্যাপ্ত ব্যবধান বজায় রেখেই জিততে পারবে এই ম্য়াচটা।

Mohun Bagan Super Giant: জামশেদপুরের রক্ষণই পথের কাঁটা, বদলার ম্য়াচে কীভাবে দল সাজাচ্ছেন মলিনা?

সাবধানী পদক্ষেপ মলিনার

মলিনা বললেন, 'আমরা নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছি। এমন একটা দলের বিরুদ্ধে খেলতে নামছি, যাদের রক্ষণভাগ যথেষ্ট শক্তিশালী। ফলে গোল করার জন্য আমাদের যে মাথার ঘাম পায়ে ফেলতে হবে, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। আশা করছি, এই ম্য়াচটা জেতার জন্য আমরা দলের সঠিক ভারসাম্য খুঁজে পাব।'

Mohun Bagan Super Giant: দল বদলালেও ফিকে হয়নি ভালবাসা, আজও মোহনবাগানকেই সাপোর্ট করেন জামশেদপুরের আশুতোষ

বাগান শিবিরেও রয়েছে চোটের সমস্যা। ইনজুরির কারণে খেলতে পারবেন না মনবীর সিং এবং লালেমমাওইয়া রালতে। বাকি দল আপাতত চনমনে রয়েছে। মাঠে নামার জন্য কার্যত মুখিয়ে আছে।

ISL 2024-25 Jamshedpur FC Mohun Bagan Super Giants