Rahim Nabi on Mohun Bagan Fan: 'কুকুর যদি কামড়ায়...', আক্রান্ত মেরিনার্সের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ রহিম নবির

Mohun Bagan Super Giant: গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) প্রথম লেগের সেমিফাইনাল ম্য়াচে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। অভিযোগ, জামশেদপুর সমর্থকদের মারধরের কারণে একজন মেরিনার্সের মাথা ফেটে গিয়েছে।

Mohun Bagan Super Giant: গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) প্রথম লেগের সেমিফাইনাল ম্য়াচে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। অভিযোগ, জামশেদপুর সমর্থকদের মারধরের কারণে একজন মেরিনার্সের মাথা ফেটে গিয়েছে।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
Rahim Nabi and Rion Mondal

রহিম নবি এবংআক্রান্ত মোহনবাগান সমর্থক রিপন মণ্ডল

Mohun Bagan Super Giant: ২০২৪-২৫ ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2024-25) সেমিফাইনাল পর্ব বেশ জমে উঠেছে। প্রথম লেগের দুটো সেমিফাইনাল ম্যাচই ইতিমধ্যে হয়ে গিয়েছে। প্রথম লেগের সেমিফাইনাল ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট ( Mohun Bagan Super Giants)। এই ম্যাচে জামশেদপুর (Jamshedpur FC) সমর্থকদের হাতে মোহনবাগানের একজন সমর্থক আক্রান্ত হয়েছেন।

Advertisment

অভিযোগ, জামশেদপুর সমর্থকদের মারে ওই মেরিনার্সের (Mohun Bagan Fan) মাথা ফেটে গিয়েছে। এই ঘটনায় সবুজ-মেরুন সমর্থকরা আপাতত ক্ষোভে ফুঁসছেন। এবার এই ঘটনার তীব্র প্রতিবাদ করলেন বাংলার প্রাক্তন ফুটবলার রহিম নবি (Rahim Nabi)। তিনি জানালেন, ফিরতি লেগের সেমিফাইনাল ম্যাচে ওই সমর্থকের জন্যই মোহনবাগানের মাঠে নামা উচিত। আর মেরিনার্সরা জিততে পারলেই আক্রান্ত সমর্থককে যোগ্য সম্মান দেওয়া হবে।

ISL, Mohunbagan vs Jamshedpur: জামশেদপুরের কাছে হেরেও 'খুশি' মোহনবাগান কোচ, ফাঁস করলেন কারণটা

রহিম নবি বললেন, 'মাঠে এমন ঘটনা কখনই অভিপ্রেত নয়। কারণ আমি নিজেও জানি যে ওই সময় কী হতে পারে। শুধু মোহনবাগান নয়, জামশেদপুরের ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারত। সেকারণে দল নির্বিশেষে আমি বলতে চাই যে মাঠে ফুটবলটা খেলার মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত।'

Advertisment

Sanjiv Goenka: মোহনবাগান হারলেও, জিতেছে লখনউ! মুখে হাসি সঞ্জীব গোয়েঙ্কার

'মোহনবাগান সমর্থকরা যেন ভদ্রতা দেখায়'

সঙ্গে তিনি আরও বলেন, 'একজন সমর্থক কেন মাঠে যায়? তাঁর প্রিয় দলের খেলা দেখার জন্য। এবার তো জামশেদপুরের সমর্থকরাও যুবভারতীতে খেলা দেখতে আসবে। তখন কী হবে? এই ঘটনার কারণে মোহনবাগান সমর্থকরা তো ক্ষোভে ফুঁসছে। তবে মোহনবাগান সমর্থকদের আমি একটাই কথা বলতে চাই যে তোমরা কিন্তু এমনটা একেবারে করো না। কুকুর যদি কামড়ায়, তুমি কি তাকে কামড়াবে না ডাক্তারের কাছে নিয়ে যাবে? আমি মোহনবাগান সমর্থকদের কাছে একটাই অনুরোধ করতে চাই। ওরা যেন ভদ্রতা দেখায়। জামশেদপুর সমর্থকদের যেন ফুল দিয়ে অভ্যর্থনা জানায়।'

Mohun Bagan Super Giant: মলিনার পরিকল্পনাতেই গলদ! এই ৩ কারণেই হারল মোহনবাগান?

প্রথম লেগের সেমিফাইনালে পিছিয়ে মোহনবাগান

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) প্রথম লেগের সেমিফাইনাল ম্যাচে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এটা জামশেদপুরের হোম ম্যাচ ছিল। এই ম্যাচে মেরিনার্সরা ২-১ গোলে হেরে যায়। ম্যাচের শেষে মোহনবাগান সমর্থকরা মাঠ ছাড়ার সময় আক্রান্ত হন।

ISL 2025, Mohun Bagan: জামশেদপুরে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল মোহনবাগান সমর্থককে, আহত সমর্থকের পাশে জাতীয় ক্লাব

রহিম নবি আরও যোগ করলেন, 'মারের বদলে মার কখনই সমস্যার সমাধান হতে পারে না। ঝামেলার সময় মাথা ঠান্ডা রাখতে হবে। জামশেদপুর সমর্থকদের যেন ফুল দিয়ে আমন্ত্রণ করা হয়। যে সমর্থককে মারধর করল, তার যদি খারাপ কিছু হয়ে যেত? তার দায় কে নিত? এই ঘটনার প্রতিবাদে আমাদের সকলের ঝাঁপিয়ে পড়া উচিত। তবে এর অর্থ কিন্তু মারামারি করা নয়। সমর্থকদের পাশে থাকাই হোক আসল উদ্দেশ্য। সমর্থকরা মাঠে না গেলে আর কারাই বা খেলা দেখবে? এটা খুব খারাপ ঘটনা। এই ঘটনার ভিডিও থাকলে, অবিলম্বে অভিযোগ করা উচিত।'

মোদ্দা কথা, দ্বিতীয় লেগের সেমিফাইনাল ম্য়াচে মোহনবাগান যে ছেড়ে কথা বলবে না, তা বলা যেতেই পারে। আগামী সোমবার (৭ এপ্রিল) মহাসংগ্রামের আয়োজন করা হচ্ছে। এই ম্যাচে মেরিনার্সরা কীভাবে কামব্যাক করতে পারে, সেটাই দেখার।

Mohun Bagan Super Giants Rahim Nabi Mohun Bagan Fan Jamshedpur FC ISL 2024-25