Mohun Bagan Super Giant: গতবারের ISL চ্যাম্পিয়ন মোহনবাগান চলতি ফুটবল মরশুমের শুরুটা ভাল করতে পারেনি। সম্প্রতি কলকাতা ফুটবল লিগের ডার্বিতে তারা ইস্টবেঙ্গলের (East Bengal FC) বিরুদ্ধে ৩-২ গোলে পরাস্ত হয়েছে। তবে এবার তাদের সামনে ভুল শোধরানোর সুযোগ রয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে তারা খেলতে নামছে মহমেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan Sporting Club) বিরুদ্ধে। ডুরান্ড কাপের (Durand Cup 2025) মঞ্চে দুটো দলের মধ্যেই যে লড়াই একেবারে হাড্ডাহাড্ডি হবে, তা নিঃসন্দেহে বলা যায়।
মরশুমের প্রথম কলকাতা ডার্বিতে বাগান স্কোয়াডে সিনিয়র এবং জুনিয়র ফুটবলারদের মিশেল দেখতে পাওয়া যায়। যদিও মূল প্রাক-মরশুম পরিকল্পনায় এই টুর্নামেন্ট একেবারে ছিল না।
ফলে বৃহস্পতিবারই মেরিনার্সরা চলতি মরশুমে প্রথম কোনও প্রতিযোগিতামূলক ম্য়াচ খেলতে নামছে। এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের পাশাপাশি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর জন্যও মোহনবাগান নিজেদের গা ঘামিয়ে নেবে। কারণ এই টুর্নামেন্ট শুরু হতে আর ২ মাসও সময় বাকি নেই।
গত বছর অল্পের জন্য খেতাব হাতছাড়া হয়েছিল মোহনবাগানের
গত বছর ডুরান্ড কাপে রানার্স আপ হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। ফাইনাল ম্য়াাচে পেনাল্টি শ্যুটআউটে তারা নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে হেরে যায়। এখনও পর্যন্ত বিদেশি ফুটবলাররা যোগ দেয়নি। কলকাতায় পা রাখেননি দলের হেড কোচ হোসে মলিনাও। তবুও ডুরান্ডের প্রথম ম্য়াচ নিয়ে যথেষ্ট সিরিয়াস সবুজ-মেরুন ব্রিগেড।
Mohun Bagan Chima Okorie: কোন 'গোপন মন্ত্রে' চিমাকে সই করিয়েছিল মোহনবাগান? ফাঁস হয়ে গেল সেই অজানা গল্প
আশা করা হচ্ছে, অগাস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই মোহনবাগানের বিদেশি ফুটবলাররা কলকাতায় চলে আসবেন। সেক্ষেত্রে হয়ত ডুরান্ডের নক আউট পর্বে জেমি-কামিন্সরা মাঠে নামতে পারেন। অবশ্যই যদি পরের রাউন্ডে কোয়ালিফাই করে মোহনবাগান।
Mohun Bagan Super Giant: এবার কি কন্যাশ্রী কাপ খেলবে মোহনবাগান? অরূপের প্রস্তাবে একথাই বললেন দেবাশিস
ইতিমধ্যে মোহনবাগান সুপার জায়ান্ট দলের সহকারী কোচ বাস্তব রায় ভারতীয় ফুটবলারদের নিয়ে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে। প্রথম ম্য়াচে হয়ত খেলতে পারবেন না শুভাশিস বসু। সেকারণে দলকে নেতৃত্ব দেবেন বিশাল কাইথ। অন্যদিকে, চোটের কারণে মনবীর সিংয়ের খেলা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে আশিস রাই, লিস্টন কোলাসো, দীপক টাংরি, আপুইয়া, অনিরুদ্ধ থাপা, গ্লেন মার্টিন্স সকলের খেলার জন্য মুখিয়ে রয়েছেন।
Mohun Bagan Super Giant: ডুরান্ডে নামার আগেই বড় সিদ্ধান্ত মোহনবাগানের, তাজ্জব সবুজ-মেরুন সমর্থকরা!
কোথায় দেখা যাবে মহামেডান স্পোর্টিং ক্লাব বনাম মোহনবাগান সুপার জায়ান্ট ম্য়াচ?
২০২৫ ডুরান্ড কাপে কখন থেকে শুরু হবে মহামেডান স্পোর্টিং ক্লাব বনাম মোহনবাগান সুপার জায়ান্ট ম্য়াচ?
২০২৫ ডুরান্ড কাপে মহামেডান স্পোর্টিং ক্লাব বনাম মোহনবাগান সুপার জায়ান্ট ম্য়াচ ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে। শুক্রবার (২৮ জুলাই) এই ম্য়াচটি কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা হবে।
Mohun Bagan Super Giant: ডুরান্ডে নামার আগেই বড় ধাক্কা মোহনবাগানে, চোটে কাহিল তারকা ফুটবলার
২০২৫ ডুরান্ড কাপে মহামেডান স্পোর্টিং ক্লাব বনাম মোহনবাগান সুপার জায়ান্ট ম্য়াচটি টেলিভিশনের কোন চ্যানেলে দেখানো হবে?
২০২৫ ডুরান্ড কাপে মহামেডান স্পোর্টিং ক্লাব বনাম মোহনবাগান সুপার জায়ান্ট ম্য়াচটি টেলিভিশনের পর্দায় ভারতে সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Ten2 HD) সরাসরি সম্প্রচার করা হবে।