/indian-express-bangla/media/media_files/2025/07/30/manvir-singh-mohun-bagan-2025-07-30-19-07-51.jpg)
ম্যাচের প্রথমার্ধে দুরন্ত গোল করলেন মনবীর সিং
Mohun Bagan Super Giant: চলতি ডুরান্ড কাপে (Durand Cup 2025) দ্বিতীয় ম্য়াচ খেলতে নেমেছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ বিএসএফ এফসি। সোমবার (৪ অগাস্ট) কিশোর ভারতী স্টেডিয়ামে এই ম্য়াচ আয়োজন করা হয়েছে। ম্য়াচের প্রথমার্ধে মোহনবাগান ১-০ গোলে এগিয়ে রইল। গোল করলেন মনবীর সিং। প্রসঙ্গত, এই টুর্নামেন্টের প্রথম ম্য়াচে মনবীরকে চোটের জন্য খেলাননি বাগান কোচ বাস্তব রায়। কিন্তু, দ্বিতীয় ম্য়াচে ফিরতেই তিনি আগুন পারফরম্য়ান্স করলেন। দ্বিতীয়ার্ধে এবার মেরিনার্সরা কেমন পারফরম্য়ান্স করে, সেটাই আপাতত দেখার।
এই ম্যাচের শুরু থেকেই দুটো দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। ম্যাচের তৃতীয় মিনিটে দীপক টাংরির সামান্য ভুলে গোল করার একটা সুযোগ তৈরি করে ফেলেছিল বিএসএফ। কিন্তু, কিশোরীর সামান্য ভুলে বলটা মিস পাস হয়ে যায়। আর সেকারণে অল্পের জন্য রক্ষা পায় মোহনবাগান। ৬ মিনিটে ফের আক্রমণের পথে এগোতে শুরু করে BSF। কিন্তু, অভিজ্ঞতার অভাবে সেই আক্রমণ কিছুতেই দানা বাঁধছিল না। ৮ মিনিটে মোহনবাগানের সামনে গোল করার একটা সুযোগ এসেছিল বটে, কিন্তু মনবীরের শট দুরন্ত সেভ করলেন বিএসএফ গোলরক্ষক হরপ্রীত।
যাইহোক, এরপর খেলা নিজস্ব ছন্দে এগোতে শুরু করে। মোহনবাগান শুরুটা বেশ ধীরগতিতে করলেও, ক্রমশ ম্যাচের রাশ নিজেদের হাতে ধরতে শুরু করে। ১২ মিনিটে গোল করার সুবর্ণ সুযোগ মিস করে সবুজ-মেরুন ব্রিগেড। বাঁ-প্রান্ত ধরে উপরের দিকে ওঠেন লিস্টন কোলাসো। অনিরুদ্ধ থাপা নিখুঁত দক্ষতায় একটা বল তাঁকে বাড়িয়েছিলেন। বক্সের মধ্যে ফের থাপাকে বলটা সাজিয়ে দিয়েছিলেন লিস্টন। কিন্তু, বাগানের মিডফিল্ডার শেষপর্যন্ত বলটা টার্গেটে রাখতে পারেননি।
Mohun Bagan Super Giant: ১০ জনেই ডার্বি জয় মোহনবাগানের, ডুরান্ডে সবুজ-মেরুনের নায়ক কোলাসো
গোল করলেন মনবীর
অবশেষে এল সেই কাঙ্খিত গোল। ২৪ মিনিটে মোহনবাগানকে ১-০ গোলে এগিয়ে দিলেন মনবীর সিং। বাঁ-দিক থেকে বক্সের মধ্যে দুর্দান্ত একটা ক্রস বাড়ালেন রোশন সিং। BSF-এর রক্ষণভাগ বলটা কেড়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করেছিল। কিন্তু, সেই ক্রস থেকে বলটা শেষপর্যন্ত পেলেন মনবীর সিং। দুর্দান্ত একটি হেডে বিপক্ষের জালে তিনি বলটা জড়িয়ে দিলেন। সঙ্গে সঙ্গে গোটা কিশোর ভারতী স্টেডিয়াম 'গোওওওললল' বলে চিৎকার করে ওঠে।
একেবারে শেষবেলায় লিড বাড়ানোর আরও একটা সুযোগ পেয়েছিল মোহনবাগান। কিন্তু, লিস্টন লক্ষ্যভ্রষ্ট হওয়ার কারণে শেষপর্যন্ত সেই সুযোগ তারা কাজে লাগাতে পারেনি। তবে BSF ফুটবলার কিশোরী এই ম্য়াচের প্রথমার্ধে আলাদা করে নজর কাড়লেন। দুটো সহজ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারলেন না তিনি।