Mohun Bagan Super Giant: চলতি ডুরান্ড কাপে (Durand Cup 2025) বৃহস্পতিবার অভিযান শুরু করছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথম ম্য়াচটাই যে হাইভোল্টেজ, সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না। মহমেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) বিরুদ্ধে মিনি ডার্বি ম্যাচ খেলতে নামছে মেরিনার্সরা। আশা করা হচ্ছে, কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে দুটো দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে। কিন্তু, বুধবার (৩০ জুলাই) সাংবাদিক বৈঠক করতে এসে একটি খারাপ খবর শোনালেন মোহনবাগান কোচ বাস্তব রায়। চোটের কারণে দলের এক তারকা ফুটবলারের খেলা নিয়ে নাকি সংশয় রয়েছে। আসুন, এই ব্যাপারে তাহলে বিস্তারিত আলোচনা করা যাক।
Mohun Bagan Day: পরের জন্মে কী হতে চান, আবেগে ভেসে জানিয়ে দিলেন মোহনবাগান 'রত্ন' টুটু বোস
এবারের ডুরান্ড কাপের গ্রুপ পর্বে মোহনবাগান এমনিতেই কোনও বিদেশি ফুটবলার নিয়ে মাঠে নামছে না। শুধুমাত্র ভারতীয় ফুটবলারদের উপরেই ভরসা রেথেছে তারা। ইতিমধ্যে সবুজ-মেরুন ব্রিগেডের এক তারকা ফুটবলার নাকি চোট পেয়েছেন। এই ফুটবলার আর কেউ নন, বাগানের অন্যতম 'প্রাণভ্রমরা' মনবীর সিং। সাংবাদিক বৈঠক করতে এসে বাস্তব রায় বললেন, 'আমরা মনবীরকে একটু চেক-আপে রেখেছি। ওকে খেলানো হবে কি না, সেই ব্যাপারে আগামীকাল সকালেই সিদ্ধান্ত নেব। তবে এটুকু বলতে পারি, আমরা কোনও ঝুঁকি নেব না।'
Mohun Bagan Chima Okorie: কোন 'গোপন মন্ত্রে' চিমাকে সই করিয়েছিল মোহনবাগান? ফাঁস হয়ে গেল সেই অজানা গল্প
কী হয়েছে মনবীরের?
এখন প্রশ্ন হল, কী হয়েছে মনবীরের? কোথায় চোট পেয়েছেন তিনি। এই প্রসঙ্গে বাস্তব রায় বললেন, 'পেশিতে সামান্য সমস্যা হচ্ছে। আশঙ্কার কোনও কারণ নেই। তবে সামনে এখনও লম্বা মরশুম পড়ে রয়েছে। সেকারণে আমরা অতিরিক্ত ঝুঁকি নিতে চাইছি না। কাল সকালে ও কেমন থাকে, সেটা দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।'
Mohun Bagan Super Giant: এবার কি কন্যাশ্রী কাপ খেলবে মোহনবাগান? অরূপের প্রস্তাবে একথাই বললেন দেবাশিস
মহমেডানকে হালকাভাবে নিচ্ছেন না বাস্তব রায়
ডুরান্ড অভিযান মহমেডানের ইতিপূর্বেই শুরু হয়ে গিয়েছে। প্রথম ম্যাচে তারা ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে তারা খেলতে নেমেছিল। কিবু ভিকুনার দলের কাছে তারা ২-১ গোলে পরাস্ত হলেও, ব্ল্যাক প্যান্থার্সদের পারফরম্য়ান্স সকলের নজর কেড়েছিল। ১০০ মিনিটে লুকা মাজসেন গোলটি না করলে, এই ম্য়াচ অবধারিতভাবে ড্র হত। যাইহোক এই ম্য়াচ দেখতে গিয়েছিলেন বাস্তব রায়। বিপক্ষ দলের শক্তি এবং দুর্বলতা যাচাই করে আসেন তিনি।
Mohun Bagan Super Giant: ডুরান্ডে নামার আগেই বড় সিদ্ধান্ত মোহনবাগানের, তাজ্জব সবুজ-মেরুন সমর্থকরা!
বললেন, 'এই দলটা একেবারে তরুণ ফুটবলারে ভরা। গত ম্য়াচে ওরা দলগত পারফরম্য়ান্স করেছে। কোনও একজন ফুটবলারের উপর ওরা নির্ভর করে থাকেনি। যখন একটা টিম দলগত পারফরম্য়ান্স করে, তখন সেটা খুবই বিপদজনক হয়। তার উপরে ওরা ইতিমধ্যে একটা ম্য়াচ খেলে ফেলেছে। আর আমরা প্রথম ম্য়াচ খেলতে নামব। সেই জায়গা থেকে ম্য়াচটা জেতার জন্য আমাদের বেশি পরিশ্রম করতে হবে। ওরা যেভাবে লড়াই করেছে, যেভাবে ওয়ার্কলোড নিয়েছে, যখন মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামবে, তখন তো দ্বিগুণ উৎসাহে মাঠে আসবে। সেক্ষেত্রে আমার কাজটা একেবারে সহজ হবে না।'