New Update
/indian-express-bangla/media/media_files/2025/04/01/EhUBzjwlTqbns0MSlo07.jpg)
গুরপ্রীত সিং সান্ধু এবং বিশাল কাইথ
গুরপ্রীত সিং সান্ধু এবং বিশাল কাইথ
সম্প্রতি ২০২৭ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বে বাংলাদেশের (India vs Bangladesh) বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় ফুটবল দল (Indian Football Team)। এই ম্য়াচে টিম ইন্ডিয়া গোলশূন্য ড্র করে টাইগারবাহিনীর বিরুদ্ধে। বাংলাদেশের মতো একটা দুর্বল দলের বিরুদ্ধে ০-০ ড্র করার পর ভারতীয় ফুটবল দলের দিকে একাধিক সমালোচনার তির ধেয়ে এসেছে। আর সবথেকে বেশি সমালোচিত হয়েছেন ভারতের গোলরক্ষক বিশাল কাইথ (Vishal Kaith)। এই ম্য়াচে বিশাল বেশ কয়েকটা ভুল সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। আর সেই সিদ্ধান্তের খেসারত দিতে গিয়ে ভারত যে ম্য়াচটা হেরে যায়নি, এটাই পরম সৌভাগ্য।
ম্যাচের পর বিশালের পারফরম্য়ান্স নিয়ে অনেকেই তির্যক মন্তব্য করেছেন। তবে সেই কাটা ঘায়ে কার্যত নুনের ছিটে দিয়েছেন টিম ইন্ডিয়ার অপর গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু (Gurpreet Singh Sandhu)। বেশ অনেকদিন ধরেই গুরপ্রীতের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। এমনকী, একের পর এক ম্য়াচে ব্যর্থতার পরও মানোলো যে কেন তাঁকে খেলিয়ে যাচ্ছেন, সেদিকেও উঠতে শুরু করেছিল অভিযোগের আঙুল। অবশেষে বাংলাদেশের বিরুদ্ধে গুরপ্রীতকে সরিয়ে বিশালের কাঁধে গোটা দেশের দায়িত্ব তুলে দেওয়া হয়।
Sunil Chhetri: গোলের সহজতম সুযোগ মিস, মাথা গরম করে মাঠ ছাড়লেন সুনীল! ড্র ভারতের
ভারত বনাম বাংলাদেশ ম্যাচ শেষ হতে না হতেই গুরপ্রীত নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন। পঞ্জাবি ভাষায় লিখেছিলেন, 'এটাই আসল পার্থক্য।' চোখের নিমেষে এই পোস্টটা নেটপাড়ায় ভাইরাল হয়ে যায়। অনেকেই বলতে শুরু করেন যে গুরপ্রীত নাকি পরোক্ষভাবে বিশালকেই আক্রমণ করেছেন। জাতীয় ফুটবল দল থেকে বাদ পড়ার কারণে মনের জ্বালা মেটাচ্ছেন তিনি।
এই পরিস্থিতিতে গুরপ্রীত যদি একটি আনুষ্ঠানিক বিবৃতি দিতেন কিংবা অপর একটি পোস্টে ব্যাপারটা স্পষ্ট করে দিতেন, তাহলে আর কোনও সমস্যাই হত না। কিন্তু, সেটা তিনি করলেন না। সকলেই একবাক্যে স্বীকার করলেন, মৌনতাই সম্মতির লক্ষণ। এই পরিস্থিতিতে মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে একটি পালটা পোস্ট করা হয়েছে। বিশাল কাইথের একটি ভিডিও পোস্ট করার পাশাপাশি ক্যাপশনে লেখা হয়েছে, 'অনেকটাই পার্থক্য রয়েছে।' ব্যাস, এই একটা পোস্ট যে বিতর্কের আগুনে ঘৃতাহুতি করেছে, সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না।
Bahot zyada difference hai!! 🤭
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) March 27, 2025
Watch #ISL 2024-25 live on @JioHotstar & #StarSports3 👉 https://t.co/qYVmxIIbvN#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/bX17qniSp3
২০২৪-২৫ ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giants) এবং বেঙ্গালুরু এফসি সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেছে। দুই দলের তেকাঠি সামলানোর দায়িত্বে রয়েছেন যথাক্রমে বিশাল কাইথ এবং গুরপ্রীত সিং সান্ধু। দুজনের মধ্যে চলতি মরশুমে সেরা পারফরম্য়ান্স কে করেছেন? একটা ছোট পরিসংখ্যান দিলেই ব্যাপারটা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে।
Vishal Kaith: এ কী করলেন বিশাল? শুভাশিস না থাকলে হত চরম দুর্ঘটনা
একদিকে বিশালের ঝুলিতে রয়েছে ১৪ ক্লিনশিট। অন্যদিকে, গুরপ্রীতের দখলে রয়েছে মাত্র সাতটি। যদি ফাইনাল ম্য়াচে বেঙ্গালুরু এবং মোহনবাগান আরও একবার মুখোমুখি হয়, তাহলে এই বিতর্কের স্ফুলিঙ্গ যে দাবানলে পরিণত হবে, তা চোখ বন্ধ করে বলা যেতে পারে।