Mohun Bagan Super Giant: জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া মোহনবাগান, কোথায়-কখন দেখবেন হাইভোল্টেজ ম্য়াচ?

Mohun Bagan Super Giant vs BSF FT: মোহনবাগান সুপার জায়ান্ট সোমবার অর্থাৎ ৪ জুলাই বর্ডার সিকিউরিটি ফোর্স ফুটবল দলের বিরুদ্ধে খেলতে নামছে। এই ম্য়াচটি কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা হবে।

Mohun Bagan Super Giant vs BSF FT: মোহনবাগান সুপার জায়ান্ট সোমবার অর্থাৎ ৪ জুলাই বর্ডার সিকিউরিটি ফোর্স ফুটবল দলের বিরুদ্ধে খেলতে নামছে। এই ম্য়াচটি কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা হবে।

author-image
Koushik Biswas
New Update
Mohun Bagan Super Giant (5)

জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া মোহনবাগান

Mohun Bagan Super Giant: চলতি ডুরান্ড কাপে (Durand Cup 2025) মোহনবাগান সুপার জায়ান্ট শুরুটা বেশ ভালই করেছে। গত বৃহস্পতিবার (৩১ জুলাই) তারা মহমেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে নিয়েছে। এবার সোমবার অর্থাৎ ৪ জুলাই তারা বর্ডার সিকিউরিটি ফোর্স ফুটবল দলের বিরুদ্ধে খেলতে নামছে। এই ম্য়াচটি কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা হবে। এই ম্য়াচে মেরিনার্সরা জয় ছাড়া আর কিছুই ভাবছে না।

Advertisment

Mohun Bagan Super Giant: বিয়ে করতেই বদলেছে ভাগ্য, ঘুরেছে সাফল্যের চাকা! স্ত্রী'কেই জয়ের কৃতিত্ব দিলেন লিস্টন

গত মরশুমের ইন্ডিয়ান সুপার লিগে জোড়া খেতাব জয় করেছিল মোহনবাগান। লিগ শিল্ডের পাশাপাশি জিতেছিল আইএসএল খেতাবও। এই মরশুমের শুরুটাও তারা যথেষ্ট নজরকাড়া করেছে। প্রথম ম্য়াচে তারা মহমেডান এসসি-র বিরুদ্ধে ৩-১ গোলে জয়লাভ করেছে। বাগানের হয়ে জোড়া গোল করেছিলেন লিস্টন কোলাসো। আর একটি গোল করেন সুহেল ভাটয। প্রসঙ্গত, এই ম্য়াচের দ্বিতীয়ার্ধের পুরোটাই মোহনবাগান ১০ জনে লড়াই করেছে। কারণ, প্রথমার্ধের শেষদিকে আপুইয়া লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন। তবে গোটা ম্য়াচ জুড়ে সবুজ-মেরুন ব্রিগেড দাপুটে পারফরম্য়ান্স করে এবং বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে তিনটে গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে আনে।

Advertisment

Mohun Bagan Super Giant: ১০ জনেই ডার্বি জয় মোহনবাগানের, ডুরান্ডে সবুজ-মেরুনের নায়ক কোলাসো

জেনে রাখুন গুরুত্বপূর্ণ তথ্য:

  • ম্যাচ সংখ্যা ২০ : মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বর্ডার সিকিউরিটি ফোর্স এফটি
  • খেলার স্থান : কিশোর ভারতী স্টেডিয়াম, কলকাতা
  • তারিখ : ৪ অগাস্ট, ২০২৫
  • ম্যাচ শুরুর সময় : সন্ধ্যা ৭টা
  • সম্প্রচার : সোনি স্পোর্টস নেটওয়ার্ক
  • লাইভ স্ট্রিমিং : সোনি লিভ  

Mohun Bagan Super Giant: ডুরান্ডে নামার আগেই বড় ধাক্কা মোহনবাগানে, চোটে কাহিল তারকা ফুটবলার

অন্যদিকে, চলতি ডুরান্ড কাপে শুরুটা একেবারে ভাল করতে পারেনি সীমান্তরক্ষী বাহিনীর ফুটবলাররা। গত শুক্রবার (১ অগাস্ট) তারা ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেই ম্যাচে ৮-১ গোলে জয়লাভ করেছিল ডায়মন্ড হারবার এফসি। সশস্ত্র বাহিনীর এই ফুটবল দলটি মোহনবাগানের বিরুদ্ধে কামব্যাক করার আপ্রাণ চেষ্টা করবে। তবে রাস্তাটা যে একেবারে মসৃণ হবে না, তা বলাই বাহুল্য। মোহনবাগান তাদের তারকা খচিত ব্রিগেড মাঠে নামাতে পারে বলে আশা করা হচ্ছে।

Mohun Bagan Super Giant: ডুরান্ডে নামার আগেই বড় সিদ্ধান্ত মোহনবাগানের, তাজ্জব সবুজ-মেরুন সমর্থকরা!

২০২৫ ডুরান্ড কাপের গ্রুপ পর্বে মোহনবাগান সুপার জায়ান্ট আপাতত দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে। পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ডায়মন্ড হারবার এফসি। তারা ৬ পয়েন্ট সংগ্রহ করার পাশাপাশি গোল পার্থক্যেও অনেকটাই এগিয়ে রয়েছে। সোমবারের ম্য়াচে আশা করা হচ্ছে, মোহনবাগান বেশ কয়েকজন বিদেশি ফুটবলারকে মাঠে নামাতে পারে। সেক্ষেত্রে তাদের জয়ের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে।

হোসে মলিনার দল আপাতত জয়ের এই ধারাবাহিকতা বজায় রাখতে চাইছে। আগামী ৯ অগাস্ট তারা ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে। এই পরিস্থিতিতে বাগানের মাটি যতটা শক্ত হবে, ততই মঙ্গল।

Mohun Bagan Super Giant Durand Cup 2025