Mohun Bagan Super Giant: 'কঠিন ম্য়াচ হবে', জামশেদপুর ম্য়াচের আগে হুঙ্কার দেবাশিসের

Mohun Bagan Super Giant: ২০২৪-২৫ আইএসএল মরশুমে মোহনবাগান সুপার জায়ান্ট লিগ শিল্ড জয় করেছে। এই নিয়ে তারা পরপর ২ বছর ইন্ডিয়ান সুপার লিগে শিল্ড জিততে পারল। আইএসএল ইতিহাসে এমন কৃতিত্ব আর কোনও দল অর্জন করতে পারেনি।

Mohun Bagan Super Giant: ২০২৪-২৫ আইএসএল মরশুমে মোহনবাগান সুপার জায়ান্ট লিগ শিল্ড জয় করেছে। এই নিয়ে তারা পরপর ২ বছর ইন্ডিয়ান সুপার লিগে শিল্ড জিততে পারল। আইএসএল ইতিহাসে এমন কৃতিত্ব আর কোনও দল অর্জন করতে পারেনি।

author-image
Koushik Biswas
New Update
Debasish Dutta: এই ম্য়াচে মেরিনার্সদের লড়াই যে একেবারে সহজ হবে না, তেমনটাই জানালেন বাগান সচিব দেবাশিস দত্ত। তবে শেষপর্যন্ত সবুজ-মেরুন ব্রিগেডই যে ফাইনালে উঠবে, সেই ব্যাপারে যথেষ্ট নিশ্চিত তিনি।

মোহনবাগান সচিব দেবাশিস দত্ত Photograph: (Facebook - Mohun Bagan)

যত দিন এগোচ্ছে, উত্তেজনার পারদ ততই চড়তে শুরু করছে। আগামী ৩ মার্চ প্রথম লেগের সেমিফাইনাল ম্য়াচ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giants)। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। এই ম্য়াচে মেরিনার্সদের লড়াই যে একেবারে সহজ হবে না, তেমনটাই জানালেন বাগান সচিব দেবাশিস দত্ত (Debasish Dutta)। তবে শেষপর্যন্ত সবুজ-মেরুন ব্রিগেডই যে ফাইনালে উঠবে, সেই ব্যাপারে যথেষ্ট নিশ্চিত তিনি।

Advertisment

দেবাশিস দত্ত বললেন, 'আমাদের প্রতিপক্ষ জামশেদপুর এফসি। এটা যথেষ্ট কঠিন একটা ম্য়াচ হবে। জামশেদপুরে গিয়ে জামশেদপুরের বিরুদ্ধে খেলা একেবারেই সহজ নয়। অত্যন্ত কঠিন একটা ম্য়াচ হবে। তবে আমাদের টিমও তৈরি। আশা করব ভাল ফুটবল হবে। আর মোহনবাগান যেভাবে আইএসএল শিল্ড খেলে এসেছে, সেভাবে খেলতে পারলে এখানেও জয়লাভ করবে।'

ISL, Mohun Bagan: জোড়া গোলের জয়! এফসি গোয়াকে হারিয়ে শিল্ড ঘরে তুলল মোহনবাগান সুপার জায়ান্ট!

লিগ শিল্ড জিতেছে মোহনবাগান সুপার জায়ান্ট

Advertisment

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৪-২৫ আইএসএল মরশুমে (ISL 2024-25) মোহনবাগান সুপার জায়ান্ট লিগ শিল্ড জয় করেছে। এই নিয়ে তারা পরপর ২ বছর ইন্ডিয়ান সুপার লিগে শিল্ড জিততে পারল। আইএসএল ইতিহাসে এমন কৃতিত্ব আর কোনও দল অর্জন করতে পারেনি। সবুজ-মেরুন সমর্থকদের আশা, মোহনবাগান আপাতত যে ফর্মে রয়েছে, তাতে ট্রফিও তারা অনায়াসেই জিততে পারবে। তবে তার আগে সেমিফাইনালের গাঁট টপকাতে হবে।

Mohun Bagan Super Giant vs Mumbai City: শেষ মুহূর্তের উত্তেজনা, মোহনবাগান ও মুম্বই সিটি এফসি ২-২ ড্র করল!

গত ম্য়াচের ফলাফল

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি জামশেদপুর এফসি-র বিরুদ্ধে শেষ ম্য়াচ খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। ২৬ মিনিটে বাগান অধিনায়ক শুভাশিস বসুর ব্যাক হিল থেকে মোহনবাগান লিড নিলেও, ৬০ মিনিটে জামশেদপুরের হয়ে সমতা ফিরিয়েছিলেন স্টিফেন এজে। কার্যত একক দক্ষতায় গোল করেছিলেন স্টিফেন। তাঁর হাতেই ম্য়াচ সেরার পুরস্কার তুলে দেওয়া হয়েছিল।

ISL: Mumbai City vs Mohun Bagan: হাড্ডাহাড্ডি লড়াই! মোহনবাগান বনাম মুম্বই সিটি ম্যাচ ২-২ গোলে ড্র

'সমর্থকদের মোহনবাগানীদের মতো আচরণ করতে বলব'

দেবাশিস দত্ত আরও যোগ করেছেন, 'গত ম্য়াচে জামশেদপুরের মাঠে মোহনবাগান সমর্থকরা যেভাবে হেনস্থার শিকার হয়েছিলেন, সেটা মাথায় রেখে আইএসএল কর্তৃপক্ষ এবার কিছু একটা ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের সমর্থকদের জন্য যাতে একটা আলাদা ব্লক করে দেওয়া হয়, সেই ব্যাপারেও আমরা আবেদন করব। আর আমাদের সমর্থকদের কাছে অনুরোধ করব, আপনারাও মোহনবাগানীদের মতো আচরণ করবেন। তাহলে আমার মনে হয় না যে কোনও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে।'

East bengal vs Mohun Bagan: ছোটদের ডার্বিতে মোহনবাগানকে হারিয়ে, বড়দের পরাজয়ের শোধ তুলল ইস্টবেঙ্গল

ISL 2024-25 Debasish Dutta Mohun Bagan Mohun Bagan Super Giants