New Update
/indian-express-bangla/media/media_files/2025/03/24/XRREQ7YsA1aRcoOdshFS.jpg)
দীপক চাহারের সঙ্গে খুনসুটি করছেন মহেন্দ্র সিং ধোনি
দীপক চাহারের সঙ্গে খুনসুটি করছেন মহেন্দ্র সিং ধোনি
MS Dhoni and Deepak Chahar: ২০২৫ আইপিএল (IPL) টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings ) ৪ উইকেটে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছে। এই ম্যাচের চেন্নাই সুপার কিংসের কিংবদন্তী ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিও ব্যাট করতে নেমেছিলেন। যদিও তিনি মাত্র ২ বল খেলেন এবং কোনও রান করতে পারেননি। চেন্নাই সুপার কিংসকে ৬৫ রানের ধামাকাদার ইনিংস উপহার দেন রাচিন রবীন্দ্র। শেষ ওভারের প্রথম বলে বিশাল ছক্কা হাঁকিয়ে তিনি দলের জয় নিশ্চিত করেন।
CSK vs MI Highlights, IPL 2025: কপাল খারাপ মুম্বইয়ের, ধোনির উপস্থিতিতে ম্যাচ জিতল চেন্নাই
জয়ের পর মহেন্দ্র সিং ধোনির মুখে যারপরনাই খুশি দেখতে পাওয়া যায়। ম্যাচের শেষে তিনি মুম্বইয়ের প্রত্য়েক ক্রিকেটারের সঙ্গে হাতও মেলাচ্ছিলেন। ইতিমধ্যে এমন একটি দৃশ্য চোখে পড়ল, যা দেখে সকলের মুখে হাসি দেখতে পাওয়া গেল। আসলে মুম্বই ইন্ডিয়ান্সের তারকা পেসার দীপক চাহারের সঙ্গে ধোনি খুনসুটি করছিলেন। ইতিমধ্যে ঠাট্টার ছলে দীপক চাহারকে ব্যাট দিয়েও মারেন তিনি। সেই ভিডিওটি ইতিমধ্য়েই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ধোনি এবং দীপক চাহারের মধ্যে যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে। আগেও তাঁদের মধ্যে এমন খুনসুটির ভিডিও ভাইরাল হয়েছিল।
Vignesh Puthur Mumbai Indians: বাবা অটোচালক, সংসারে সঙ্গী দারিদ্রতা! মুম্বই হারলেও দিল জিতলেন ভিগনেশ
চেন্নাই সুপার কিংসের জার্সিতে দীপক চাহার ৭৬ ম্যাচ খেলেছেন। তবে রবিবার (২৩ মার্চ) ব্যাট এবং বল হাতে দীপক দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। প্রথমে ব্যাট করতে নেমে দীপক মাত্র ১৫ বলে ২৮ রান করেন। তাঁর এই রানের দৌলতেই মুম্বইয়ের স্কোর ১৫০-এর চৌকাঠ স্পর্শ করেছিল। এরপর বল হাতেও তিনি যথেষ্ট ভাল পারফরম্যান্স করেন। শুরুতেই তিনি সিএসকে-র ওপেনার রাহুল ত্রিপাঠীর উইকেট শিকার করেন। যদিও, শেষপর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স এই ম্যাচে জিততে পারেনি।
Bat treatment for Deepak 😝😂 some fun moment btw Deepak and Dhoni there hod is something different ❤️😍
— Bagad Billa (@maitweethoon) March 23, 2025
#CSKvMI #Dhoni #MSDhoni pic.twitter.com/YsX3ergbHu
Satyanarayana Raju: মুম্বই ইন্ডিয়ান্সের আগুন পেসার, চেনেন সত্যনারায়ণ রাজুকে?
এই ম্যাচে টস হেরে প্রথমে ব্য়াট করতে নামে মুম্বই ইন্ডিয়ান্স। নির্ধারিত ২০ ওভারে তারা ৯ উইকেটে ১৫৫ রান করে। তিলক বর্মা (৩১), অধিনায়ক সূর্যকুমার যাদব (২৯) এবং দীপক চাহার (২৮) সাধ্য়মতো রান করার চেষ্টা করেন। চেন্নাইয়ের হয়ে নুর আহমেদ ১৮ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। এরপর রাচিন রবীন্দ্র ৪৫ বলে অপরাজিত ৬৫ রান করেন। সেকারণে তাঁর হাতেই প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়।
Fan Touches Virat’s Feet: উদ্বোধনী ম্যাচে বিরাটের পা ছুঁয়ে প্রণাম! পুলিশ গ্রেফতার করল তরুণকে
এই ম্যাচে তিন নম্বরে ব্য়াট করতে নেমেছিলেন চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। তিনি ২৬ বলে ৫৩ রান করেন। এই নিয়ে ১৩ বার আইপিএল টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স হেরে গেলে। ২০১২ সালে তারা প্রথমবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয়লাভ করেছিল।