MS Dhoni Team India Mentor: 'ফোনটা ধরেছে?' ধোনিকে নিয়ে বাঁকা মন্তব্য টিম ইন্ডিয়ার প্রাক্তনীর

MS Dhoni Team India Mentor: শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড নাকি সম্প্রতি তাঁকে আরও একটি নয়া দায়িত্ব দিতে চলেছে। আগামী বছর আয়োজিত টি-২০ বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের মেন্টর হিসেবে তিনি যেন কাজ করেন।

MS Dhoni Team India Mentor: শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড নাকি সম্প্রতি তাঁকে আরও একটি নয়া দায়িত্ব দিতে চলেছে। আগামী বছর আয়োজিত টি-২০ বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের মেন্টর হিসেবে তিনি যেন কাজ করেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
MS Dhoni (1)

টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি

Indian Cricket Team: ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) অবদান যে কতখানি, সেটা আর নতুন করে বলে দেওয়ার দরকার পড়ে না। শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) নাকি সম্প্রতি তাঁকে আরও একটি নয়া দায়িত্ব দিতে চলেছে। আগামী বছর আয়োজিত টি-২০ বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের মেন্টর হিসেবে তিনি যেন কাজ করেন। যদিও গোটা ব্যাপারটাই আপাতত গুঞ্জনের পর্যায়ে রয়েছে। বোর্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

Advertisment

Dhoni Independence Day Retirement: কেন ১৫ অগাস্টেই অবসর গ্রহণ করেছিলেন ধোনি? অবশেষে প্রকাশ্যে আসল কারণ

তবে ধোনির এই মেন্টরশিপের প্রসঙ্গ উঠতেই কার্যত তির্যক মন্তব্য করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার তথা বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। ব্যাপারটা শুনে তিনি প্রথমেই প্রশ্ন করলেন, 'ও কি ফোনটা ধরেছে? কারণ ওর সঙ্গে যোগাযোগ করাটা তো যথেষ্ট কঠিন একটা ব্যাপার।'

Advertisment

Sourav Ganguly Head Coach: এবার 'হেড কোচ' হচ্ছেন সৌরভ, উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেট সমর্থকরা

প্রসঙ্গত, মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল আইসিসি-র যাবতীয় খেতাব জয় করেছে। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ, ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাহি অবসর গ্রহণ করলেও, এখনও পর্যন্ত চুটিয়ে আইপিএল টুর্নামেন্ট খেলে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে চেন্নাই সুপার কিংস পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে।

Manoj Tiwary on Abhimanyu Easwaran: 'ছেলেটার উপর অন্যায় হচ্ছে...', অভিমন্যু ইস্যুতে ভারতীয় দল নির্বাচনকে ধুয়ে দিলেন মনোজ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পর ধোনি যে কার্যত ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছেন, সেটা আজ কারোর কাছেই অজানা নয়। ফলে বিভিন্ন সংবাদমাধ্যমে যখন ধোনিকে মেন্টরশিপ দেওয়ার ব্যাপারে যখন এত কথা বলা হচ্ছে, তখন মনোজের মনে সবার আগে এই প্রশ্নটাই উঠেছে। যদিও প্রশ্নটা একেবারেই অস্বাভাবিক নয়।

Manoj Tiwary on Gautam Gambhir: 'পছন্দের ক্রিকেটারদেরই সুযোগ দেয়...', গম্ভীরের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ মনোজের

সংবাদ সংস্থা ANI-কে মনোজ বললেন, 'ও ফোনটা তুলেছে তো? যতদুর আমি জাানি, ওকে ফোনে পাওয়াটা যথেষ্ট কঠিন একটা কাজ। মেসেজের জবাবও খুব অল্পই আসে। শুধু আমি একা নই, ওই সময়ের অনেক ক্রিকেটারই এই কথাটা স্বীকার করেন। জানি না ও মেসেজের রিপ্লাই করবে কি না... মেসেজ পড়বে কি পড়বে না, সেটাও জানি না।'

দেখে নিন ভিডিও:

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'ধোনি এই দায়িত্ব গ্রহণ করতে আগ্রহী হয় কি না, সেটাই আপাতত দেখার। তবে টিম ইন্ডিয়ার মেন্টর ধোনি হলে কতটা কী প্রভাব পড়বে, তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। একজন অধিনায়ক এবং ক্রিকেটার হিসেবে ও যথেষ্ট সফল। আজকের ক্রিকেটাররা ওকে যথেষ্ট সম্মান করে। এই পরিস্থিতিতে মহেন্দ্র সিং ধোনি এবং গৌতম গম্ভীরের জুটি কেমন পারফরম্য়ান্স করে, সেটা দেখার জন্য আমি অবশ্যই মুখিয়ে থাকব।'

Manoj Tiwary MS DHONI BCCI Indian Cricket Team