/indian-express-bangla/media/media_files/2025/08/07/bcci-job-qualification-2025-08-07-23-57-42.jpg)
ভারতীয় ক্রিকেট বোর্ডে চাকরির জন্য কীভাবে আবেদন করবেন?
BCCI: বিশ্বের সবথেকে বিত্তবান ক্রিকেট বোর্ড হল বিসিসিআই। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সম্প্রতি এখানেই চাকরির নয়া সুযোগ তৈরি হয়েছে। বেঙ্গালুরুতে অবস্থিত অত্যানুধিক 'বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সে' তিনটে বড় এবং গুরুত্বপূর্ণ পদে আপনি চাকরির জন্য আবেদন করতে পারেন। ভারতীয় ক্রিকেট বোর্ড আপাতত কোচিং, শিক্ষা এবং ক্রীড়া বিজ্ঞানের ভিত আরও মজবুত করতে চাইছে। তবে এই পদে আবেদন করার জন্য বিশেষ কিছু যোগ্যতার প্রয়োজন। আসুন জেনে নেওয়া যাক, কোন কোন পদে আপনি চাকরির জন্য আবেদন করতে পারবেন? আর কীভাবেই বা আবেদন করবেন?
১. রেসিডেন্ট ফ্যাকাল্টি - ব্যাটিং
যদি আপনি একজন প্রাক্তন প্রথম শ্রেণী কিংবা আন্তর্জাতিক ক্রিকেটার হন এবং কোচিংয়ের অভিজ্ঞতা থাকে, তাহলে আপনার কাছে অবশ্যই একটা বড় সুযোগ রয়েছে। এই পদের জন্য নির্বাচিত ব্যক্তি BCCI-এর কোচ শিক্ষা প্রোগ্রাম (লেভেল ০ থেকে ৩ পর্যন্ত) পরিচালনা করবেন। নির্বাচিত ব্যক্তিকে কোচিং পাঠক্রম তৈরি করার পাশাপাশি কোচিং উন্নতির উপরেও নজর রাখবে।
India vs Pakistan: ভুয়ো দেশপ্রেম বন্ধ করুক BCCI, ভারত-পাক ম্যাচ নিয়ে ধুয়ে দিলেন পাকিস্তানের তারকা
প্রয়োজনীয় যোগ্যতা -
- প্রাক্তন প্রথম শ্রেণী কিংবা আন্তর্জাতিক ক্রিকেটার।
- BCCI-এর লেভেল ২ কিংবা ৩ কোচিংয়ের অভিজ্ঞতা (থাকলে বেশি গুরুত্ব দেওয়া হবে)।
- কমপক্ষে ৫ বছরের কোচিং অভিজ্ঞতা।
- ডিজিটাল প্ল্যাটফর্ম এবং অ্যানালিটিক্স টুলস সম্পর্কিত জ্ঞান আবশ্যক।
২. রেসিডেন্ট ফ্যাকাল্টি - বোলিং
এই ভূমিকাটি অনেকটা ব্যাটিং ফ্যাকাল্টির মতোই হবে। এই পদের জন্য নির্বাচিত ব্যক্তিদের বোলিং শিক্ষার উপর বেশি করে নজর দিতে হবে। যদি আপনাকে এই পদের জন্য নির্বাচন করা হয়, সেক্ষেত্রে BCCI-এর ট্রেনিং প্রোগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে। বোলিং সম্পর্কিত বিশেষ প্রযুক্তির উপরও কাজ করতে হবে।
প্রয়োজনীয় যোগ্যতা -
- প্রাক্তন প্রথম শ্রেণী কিংবা আন্তর্জাতিক বোলার।
- BCCI-এর লেভেল ২ কিংবা ৩ কোচিংয়ের অভিজ্ঞতা (থাকলে বেশি গুরুত্ব দেওয়া হবে)।
- কমপক্ষে ৫ বছরের কোচিং অভিজ্ঞতা।
- LMS টুলস কোচিং ট্র্যাকিং সফটওয়্যার সম্পর্কিত জ্ঞান আবশ্যক।
Wankhede Stadium: ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুঃসাহসিক চুরি, লাখ লাখ টাকার IPL জার্সি উধাও BCCI স্টোর থেকে
৩. হেড - স্পোর্টস
স্পোর্টস সায়েন্স এবং মেডিক্যাল সিস্টেমের উপর আরও বেশি করে জোর দিতে চাইছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আর সেকারণেই তাঁরা একজন অভিজ্ঞ এবং দুরদর্শী লিডার খুঁজছে। এই পদের জন্য যে ব্যক্তিকে নির্বাচন করা হবে, তাঁর দায়িত্ব- ক্রিকেটারদের ফিটনেস, ইনজুরি ম্য়ানেজমেন্ট, পারফরম্য়ান্স পরিকল্পনা এবং বিভিন্ন বৈজ্ঞানিক রিসার্চে নেতৃত্ব দেওয়া।
প্রয়োজনীয় যোগ্যতা -
- ক্রীড়া বিজ্ঞান কিংবা সম্পর্কিত বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকা আবশ্যক। তবে PhD করা থাকলে, বেশি গুরুত্ব দেওয়া হবে।
- হাই-পারফরম্য়ান্স স্পোর্টস টিমের সঙ্গে ৫ বছর কাজের অভিজ্ঞতা।
- স্পোর্টস প্ল্যানিং, মেডিক্যাল অ্যাডমিন এবং অ্য়াথলিট ডেভেলপমেন্ট সম্পর্কিত জ্ঞান থাকা আবশ্যক।
কীভাবে করবেন আবেদন?
এই পদের জন্য আপনাকে BCCI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আগামী ২০ অগাস্ট পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে 'কেরিয়ার' সেকশনে ক্লিক করতে হবে।
- আবেদন করার চূড়ান্ত সময়সীমা: ২০ অগাস্ট ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।
- প্রত্যেকটা পদই বেঙ্গালুরুতে অবস্থিত 'বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সে'-এর জন্য প্রযোজ্য।
- স্ক্রিনিংয়ের পর পদপ্রার্থীদের ব্যক্তিগত ইন্টারভিউয়ের জন্য় ডাকা হবে।
- আবেদন করার সময় প্রার্থীর বয়স ৬০ বছরের কম হতে হবে।