/indian-express-bangla/media/media_files/2025/09/17/neeraj-chopra-2025-09-17-18-27-35.jpg)
ভারতের তারকা জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া
Neeraj Chopra: ভারতের তারকা অ্যাথলিট নীরজ চোপড়া জাপানে আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন। ২০২৫ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জনকারী পর্বে নীরজ অবিশ্বাস্য থ্রো করে ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন। প্রথমে থ্রোয়েই তিনি ৮৪.৮৫ মিটার দুরত্বে জ্যাভেলিন (Javelin) ছোড়েন। আর সেইসঙ্গে ফাইনালের আসন পাকা হয়ে যায়। এবার নীরজকে খেতাব রক্ষার লড়াইয়ে নামতে হবে।
Neeraj Chopra: বিশেষ দায়িত্ব পেলেন নীরজ, 'সোনার ছেলে'র হাতেই এবার ভারতের সম্মান!
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গতবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নীরজ খেতাব জয় করেছিলেন। ২০২৩ সালে বুদাপেস্টে এই টুর্নামেন্টের আসর বসেছিল। সেখানে নীরজ সোনার সোনার পদক জয় করেছিলেন। প্রসঙ্গত, ভারতের অপর অ্যাথলিট শচীন যাদবও ফাইনালের আসন পাকা করেছেন। তিনি ৮৩.৬৭ মিটার দুরত্বে জ্যাভেলিন থ্রো করেন। ২০২৫ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে শচীন রুপোর পদক জয় করেছিলেন। সোনার পদকজয়ী আরশাদ নাদিমের পর তিনি দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন।
Neeraj Chopra Silver: অল্পের জন্য হাতছাড়া সোনা, ডায়মন্ড লিগ ফাইনালে রূপো জিতেই সন্তুষ্ট নীরজ
দ্বিতীয় প্রচেষ্টায় কোয়ালিফাই করেছেন জুলিয়ান ওয়েবার
উল্লেখ্য, এই নিয়ে পঞ্চমবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে নীরজ প্রথম প্রচেষ্টাতেই ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন। ইতিপূর্বে, ২০২১ অলিম্পিক, ২০২২ বিশ্ব চ্যাম্পিয়নশিপ, ২০২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং ২০২৪ অলিম্পিকে এই কৃতিত্ব অর্জন করেছেন। এবার টানা দ্বিতীয়বার ফাইনালে ইতিহাস রচনার দিকেই তাকিয়ে রয়েছেন নীরজ। নীরজ ছাড়া জার্মানির জুলিয়ান ওয়েবার ৮৭.২১ মিটার দুরত্বে জ্যাভেলিন থ্রো করে ফাইনালের যোগ্যতা অর্জন করেন। তবে দ্বিতীয় প্রচেষ্টায় তিনি এই টিকিট কনফার্ম করেছেন।
যোগ্যতা অর্জনকারী পর্বের গ্রুপ এ থেকে জুলিয়ান ওয়েবার প্রথম, ডেভিড ওয়েগনার দ্বিতীয় এবং নীরজ চোপড়া তৃতীয় স্থান অর্জন করেছেন। অন্যদিকে, জ্যাকব বাডলেজ চতুর্থ এবং কেশোর্ন ওয়ালকট পঞ্চম স্থান অর্জন করেন। শচীন যাদব ফিনিশ করেছেন ষষ্ঠ স্থানে।
গ্রুপ এ থেকে ফাইনালে কোয়ালিফাই করা শীর্ষ ১২ অ্যাথলিট:
- জুলিয়ান ওয়েবার (জার্মানি) - ৮৭.২১ মিটার
- ডেভিড ওয়েগনার (পোল্যান্ড) - ৮৫.৬৭ মিটার
- নীরজ চোপড়া (ভারত) - ৮৪.৮৫ মিটার
- জ্যাকব বাডলেজ (চেক প্রজাতন্ত্র) - ৮৪.১১ মিটার (মরশুম সেরা)
- কেশোর্ন ওয়ালকট (ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো) - ৮৩.৯৩ মিটার
- শচীন যাদব (ভারত) - ৮৩.৬৭ মিটার
- এডিস মাটুসেভিসিয়াস (লিথুয়ানিয়া) - ৮২.৭৮ মিটার
- সুমেধা রণসিংহে (শ্রীলঙ্কা) - ৮১.৮৬ মিটার
- সাইপ্রিয়ন মৃজিগ্লোড (পোল্যান্ড) - ৮১.৪৭ মিটার
- লস্সী এটোলটালো (ফিনল্যান্ড) - ৮১.৩৩ মিটার
- মার্ক অ্যান্থনি মিনিচেলো (মার্কিন যুক্তরাষ্ট্র) - ৮০.৪৭ মিটার
- কীশান স্ট্রেচন (বাহমাস) - ৮০.০৩ মিটার
Neeraj Chopra: একেবারে 'সোনায় সোহাগা', কেরিয়ারের বড় সাফল্য পেলেন নীরজ চোপড়া
নীরজ বনাম নাদিম
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ফাইনালে নীরজকে পাকিস্তানের আরশাদ নাদিমের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। ২০২৪ প্যারিস অলিম্পিকের পর এই প্রথমবার নাদিমের বিরুদ্ধে খেলতে নামবেন নীরজ চোপড়া। এই পরিস্থিতিতে প্যারিস অলিম্পিকে দ্বিতীয় স্থান অর্জন করার বদলা নেওয়ার সুযোগ রয়েছে এই ভারতীয় অ্যাথলিটের সামনে। প্রসঙ্গত, প্যারিস অলিম্পিকে নাদিম ৯২.৯৭ মিটার দুরত্বে জ্যাভেলিন থ্রো করেন এবং সোনার পদক জেতেন। অন্যদিকে, নীরজ ৮৯.৪৫ মিটার দুরত্বে থ্রো করে রুপোর পদক জয় করেছিলেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us