/indian-express-bangla/media/media_files/2025/09/10/indian-volleyball-player-in-nepal-2025-09-10-18-31-36.jpg)
ভারতের ভলিবল খেলোয়াড় উপাসনা গিল নেপালে আটকা পড়েছেন
Nepal Unrest: গোটা নেপাল জুড়ে আপাতত হিংসার আগুন দাউদাউ করে জ্বলছে। কেন্দ্রীয় সরকারের (Nepal Government) বিরুদ্ধে বিক্ষোভের নামে চালানো হচ্ছে অত্যাচার। Gen-Z প্রজন্মের বিক্ষোভ (Nepal Youth Protest) প্রদর্শনের মধ্যেই পোখরান থেকে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেই ভিডিওয় একজন ভারতীয় মহিলা মোদী সরকারের কাছে সাহায্য প্রার্থনা করছেন। ওই মহিলা দাবি করেছেন, বিক্ষোভকারীরা তাঁর হোটেলে আগুন লাগিয়ে দিয়েছে। যদিও সেইসময় তিনি স্থানীয় একটি স্পা'য়ে ছিলেন। তবে পরবর্তীকালে স্থানীয়রা লাঠি হাতে তাঁকে তাড়া করেছিল। এই পরিস্থিতিতে প্রাণ হাতে নিয়ে কোনওক্রমে পালিয়ে বাঁচেন তিনি।
Nepal Protest: 'হিংসা কখনোই সমাধান নয়', দাউদাউ করে জ্বলছে নেপাল, অস্বস্তিতে অভিনেতা
ওই ভিডিওয় মহিলা জানিয়েছেন যে তাঁর নাম উপাসনা গিল। এই ভিডিওটি তিনি প্রফুল্ল গর্গকে পাঠাতে চান। তাঁর আর্তি, 'আমি ভারতীয় দূতাবাসের কাছে আবেদন করছি, তাঁরা দয়া করে যেন আমাদের সাহায্য করেন। প্লিজ আমাদের হেল্প করুন।'
Nepal Protests Gen Z: এখনও কেন কাঠমান্ডু উত্তপ্ত, কার নিয়ন্ত্রণে নেপাল?
'স্থানীয়রা লাঠি-সোটা নিয়ে আমার পিছনে দৌড়চ্ছিল...'
সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'নেপালের পোখরানে আমি আটকে পড়েছি। এখানে একটা ভলিবল ম্য়াচ আয়োজন করতে এসেছিলাম। যে হোটেলে আমাদের রাখা হয়েছিল, সেটা জ্বলে-পুড়ে খাক হয়ে গিয়েছে। আমার যাবতীয় জিনিসপত্র ওই ঘরের মধ্যেই ছিল। আগুনে পুড়ে তা নষ্ট হয়ে গিয়েছে। আমি স্পা সেন্টারে ছিলাম। স্থানীয়রা লাঠি-সোটা নিয়ে আমার পিছনে দৌড়চ্ছিল। অল্পের জন্য আমি নিজের প্রাণ বাঁচাতে পেরেছি।'
দেখে নিন সেই ভিডিও:
'এখানে আমার সঙ্গে অনেকেই আটকা পড়েছে...'
উপাসনা গিলের বক্তব্য অনুসারে, বিক্ষোভকারীরা পর্যটকদেরও রেয়াত করছে না। তিনি জানালেন, 'বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ হয়ে গিয়েছে। রাস্তার বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। পর্যটকদেরও বিন্দুমাত্র রেয়াত করছে না বিক্ষোভকারীরা। কোনও ভাবনাচিন্তা না করেই ওরা বিভিন্ন জায়গায় আগুন ধরাচ্ছে। এখানকার পরিস্থিতি খুব খারাপ হয়ে গিয়েছে। আমরা আর কোনও হোটেলে থাকতে পারব কি না, সেটাও বুঝতে পারছি না। সেকারণে আমি শুধুমাত্র এটুকুই প্রার্থনা করতে চাই, দয়া করে এই ভিডিও এবং আমার অনুরোধটি যেন ভারতীয় দূতাবাসে পৌঁছে দেওয়া হয়। আপনাদের প্রত্যেকের কাছে আমি করজোরে অনুরোধ করছি। দয়া করে আমাদের সাহায্য করুন। আমার সঙ্গে এখানে অনেকেই ফেঁসে গিয়েছেন।'
ফোন নম্বর শেয়ার করেছে বিদেশ মন্ত্রক
ভারতীয় নাগরিকদের জন্য বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। ওই নির্দেশিকা অনুসারে, নেপালের কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসের জারি করা স্থানীয় নিরাপত্তা পরামর্শ মেনে চলার আহ্বান করা হয়েছে। কোনও সাহায্যের দরকার পড়লে এই দুটো ফোন নম্বরে কল করতেও বলা হয়েছে। 977 - 980 860 2881 এবং 977 - 981 032 6134। এই দুটো নম্বরে হোয়াটসঅ্যাপ কলও করা যাবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us