/indian-express-bangla/media/media_files/2025/09/18/pakistan-fake-football-team-2025-09-18-03-18-51.jpg)
পাকিস্তানের ভুয়ো ফুটবল দল
Pakistan Fake Football Team: গোটা ক্রীড়া বিশ্বেই চূড়ান্ত বেইজ্জতির শিকার হচ্ছে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজিত ২০২৫ এশিয়া কাপে ইতিমধ্যে প্রতিবেশী দেশের নাক কাটা গিয়েছে। এবার জাপানেও পাকিস্তানের এক বড়সড় 'দু-নম্বরি'র পর্দাফাঁস হয়ে গেল। আসলে, জাপানে আয়োজিত একটি টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য পাকিস্তান থেকে ভুয়ো ফুটবল দল গিয়েছিল। যদিও আধিকারিকদের সন্দেহ হতেই তদন্ত শুরু হয়। শেষপর্যন্ত ওই পাকিস্তানিদের 'আসল' পরিচয় জানা যায়।
এরপর জাপান থেকে দ্রুত পাকিস্তানের ওই ভুয়ো ফুটবল দলকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। পাশাপাশি নিজেদের ফুটবলার বলে দাবি করা ওই পাকিস্তানিদের থেকে বিদেশ মন্ত্রকের ভুয়ো NoC-ও পাওয়া গিয়েছে। এই ঘটনায় মোট ২২ সন্দেহভাজন পাকিস্তানিকে আটক করে পুলিশ। পরে তাদের গ্রেফতারও করা হয়।
India vs Pakistan Asia Cup 2025: মুখ যেন নর্দমার পোকা, লাইভ শো'য়ে সূর্যকে গালাগালি পাক ক্রিকেটারের!
ভুয়ো ফুটবল দলের পর্দাফাঁস
আসলে, পাকিস্তানের তদন্তাকারী সংস্থা FIA-ই এই ন্যক্কারজনক ঘটনার পর্দাফাঁস করেছে। তদন্তে উঠে এসেছে, ওই ব্যক্তিরা অবৈধভাবে জাপানে প্রবেশ করার ফন্দি এঁটেছিল। সেকারণে নিজেদের ফুটবলার বলে পরিচয় দিয়েছিল। পাকিস্তানি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, এই অপরাধীরা দাবি করেছিল যে তারা পাকিস্তান ফুটবল ফেডারেশনের সঙ্গে যুক্ত। এমনকী, তাদের থেকে বিদেশ মন্ত্রক দ্বারা অনুমোদিত ভুয়ো NoC-ও উদ্ধার করা হয়েছে।
🚨 Another Global EMBARRASSMENT for Pakistan
— Megh Updates 🚨™ (@MeghUpdates) September 17, 2025
22 men from Pakistan were flown to Japan as a fake Football team with forged PFF & Foreign Ministry docs. 🇵🇰⚽️
Japan deported them all — mastermind is in FIA custody. Agencies 🇯🇵 are investigating multiple Pakistanis who came as… pic.twitter.com/c1Sx9rYOvf
জাপানে পা রাখতে না রাখতেই অভিবাসন দফতরের আধিকারিকরা সন্দেহ করতে শুরু করেন। এরপর শুরু হয় জিজ্ঞাসাবাদ। সেখানে এই জালিয়াতির পর্দাফাঁস হয়ে যায়। ভুয়ো কাগজপত্র নিয়ে তারা জাপানে প্রবেশ করেছিল। অবশেষে তাদের আবার পাকিস্তানের বিমানে বসিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু, কীভাবে কোনও তদন্ত ছাড়াই পাকিস্তান থেকে তারা জাপানের বিমানে চাপলেন, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
ভুয়ো ক্লাবেই হয়েছিল ট্রায়াল
তদন্তে উঠে এসেছে যে এই গোটা ঘটনাটির মূল ষড়যন্ত্রী হলেন শিয়ালকোটের পসরুর এলাকার বাসিন্দা মালিক ওয়াকাস। প্রসঙ্গত, ওয়াকাস একটি ভুয়ো ফুটবল ক্লাবও চালান। ওই ক্লাবের নাম হল গোল্ডেন ফুটবল ট্রায়াল।
জাপানে পাঠানোর নাম করে ওই ব্যক্তি প্রত্যেকের থেকে প্রায় ৪০ থেকে ৪৫ লাখ টাকা নিয়েছিলেন। গত ১৫ সেপ্টেম্বর FIA-র কম্পোজিট সার্কেল ওয়াকাসকে গ্রেফতারও করেছে। পাকিস্তান সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, ওয়াকাসের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us