/indian-express-bangla/media/media_files/2025/09/03/pakistan-loss-2025-09-03-09-58-28.jpg)
হারের পর হতাশ পাকিস্তানি ক্রিকেটাররা
Pakistan Cricket Team: ২০২৫ এশিয়া কাপ শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। টিম ইন্ডিয়া ছাড়া পাকিস্তানও এই টুর্নামেন্ট জয়ের অন্যতম দাবিদার। কিন্তু, এই টুর্নামেন্ট শুরুর আগেই চূড়ান্ত বেইজ্জত হয়ে গেল 'মেন ইন গ্রিন'। স্বীকার করতে হল আফগানিস্তানের বিরুদ্ধে লজ্জার পরাজয়।
Pakistan Cricket Team: চরম দুঃসংবাদ পাকিস্তান ক্রিকেটে, নিজেদের দোষেই শেষ সবকিছু!
আফগানিস্তানের বিরুদ্ধে পরাস্ত পাকিস্তান
সংযুক্ত আরব আমিরশাহীতে আপাতত আফগানিস্তান, পাকিস্তান এবং UAE-র মধ্যে ত্রি-দেশীয় সিরিজ আয়োজন করা হয়েছে। সিরিজের চতুর্থ টি-২০ ম্য়াচে আফগানিস্তান এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমেছিল। দলের ওপেনিং ব্যাটার সাদিকুল্লা অটল ৪৫ বলে ৬৪ রান করেছে। ইব্রাহিম জাদরানও ৪৫ বলে ৬৫ রান করেন। তবে আফগানিস্তানের বাকি ব্যাটাররা দুই অঙ্কের রান করতে পারেননি।
Pakistan Cricket: আনন্দের দিনেই চরম দুঃসংবাদ, হাহাকার পাকিস্তান ক্রিকেটে
পাকিস্তানকে এই ম্য়াচে জয়ের জন্য ১৭০ রানের টার্গেট তাড়া করতে নেমেছিল। কিন্তু, প্রথম বলেই স্য়াম আইয়ুব আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। সাহিবজাদা ফারহান ১৮, ফখর জামান ২৫ এবং অধিনায়ক সলমান আলি আগা ২০ রানের ইনিংস খেলেন। শেষবেলায় হ্যারিস রউফ ১৬ বলে ৩৪ রান করেন। কিন্তু, ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। পাকিস্তান ক্রিকেট দল ২০ ওভারে মাত্র ১৫১ রান করে। শেষপর্যন্ত পাকিস্তানকে ১৮ রানে হারিয়ে দেয় আফগানিস্তান।
Pakistan Cricket Board: আর কোনওদিন খেলবে না পাকিস্তান! হেরে গিয়েই নাকে কান্না পাক ক্রিকেট বোর্ডের
আফগানিস্তানের এই জয়ের নেপথ্যে নায়ক কে?
সাদিকুল্লা অটল এবং ইব্রাহিম জাদরান ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্য়ান্স করেন। অন্যদিকে, স্পিন ডিপার্টমেন্ট আফগানিস্তানের হয়ে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে। রশিদ খান, মহম্মদ নবি এবং নূর আহমেদ দুটো করে উইকেট শিকার করেছেন। পাকিস্তান ক্রিকেট দল এই স্পিনারদের বিরুদ্ধেই নতি স্বীকার করেন। এছাড়া ফজলহক ফারুকিও দুটো উইকেট শিকার করেন।
আফগানিস্তান এবং পাকিস্তানের এশিয়া কাপ স্কোয়াড:
কয়েকদিন আগে ২০২৫ এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। নীচে পুরো স্কোয়াড ঘোষণা করা হল:
আফগানিস্তান ক্রিকেট দল: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, মহম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, ইব্রাহিম জাদরান, করিম জানাত, ফরিদ মালিক, দরবীশ রসুলি, সাদিকুল্লা অটল, গুলবদিন নাইব, শরাফুদ্দিন আশরফ, মহম্মদ ইশাক, মুজিব উর রহমান, ফজল হক ফারুকি, আল্লাহ গজনফোর, নূর আহমেদ এবং নবীন উল হক।
পাকিস্তান ক্রিকেট দল: সলমান আলি (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরফ, খফর জমান, হ্যারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হুসেন তালাত, খুশদিল শাহ, মহম্মদ হ্যারিস (উইকেটকিপার), হাসান নওয়াজ, ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, স্যাম আইয়ুব, সলমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি এবং সুফিয়ান মোকিম।