/indian-express-bangla/media/media_files/2025/06/03/irWpmZsqy4eS2JkPxNRr.jpg)
ছবিটি প্রতীকী
Wazir Mohammad: পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আপাতত ২ ম্য়াচের টেস্ট সিরিজ চলছে। ইতিমধ্যে পাকিস্তানের (Pakistan Cricket Team) প্রাক্তন ক্রিকেটার ওয়াজ়ির মহম্মদ শেষ নিঃশ্বাস (Cricketer Death) ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৯৫ বছর। সোমবার অর্থাৎ ১৩ অক্টোবর পার্থিব জগৎকে বিদায় জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, জীবনের শেষবেলায় তিনি ব্রিটেনের বার্মিংহাম শহরে থাকতেন। সেখানেই মারা যান ওয়াজ়ির মহম্মদ। এই মৃত্যু সংবাদে গোটা ক্রিকেট বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্য়ান মহসিন নকভি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।
Indian Cricketer Death: শেষ বল করতেই হার্ট অ্যাটাক! মাঠেই মৃত্যু ভারতীয় ক্রিকেটারের
ভারতের বিরুদ্ধে করেছিলেন ডেবিউ
১৯৫২ সালে ওয়াজ়ির মহম্মদ ভারতের বিরুদ্ধে ডেবিউ করেছিলেন। ১৯৫৯ সালে তিনি কেরিয়ারের শেষ ম্য়াচটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছিলেন। এই ম্য়াচটি বাংলাদেশের ঢাকায় আয়োজন করা হয়েছিল। পাকিস্তান ক্রিকেট দলের হয়ে তিনি মাত্র ৭ বছরই প্রতিনিধিত্ব করেন। এর পাশাপাশি বেশ কয়েকবছর তিনি কাউন্টি ক্রিকেট খেলেন।
Cricketer Death: লক্ষ্মীপুজোয় নামল শোকের ছায়া, চিরনিদ্রার দেশে পাড়ি বিশ্বকাপজয়ী ক্রিকেটারের
একনজরে ক্রিকেট কেরিয়ার
পাকিস্তান ক্রিকেট দলের হয়ে ওয়াজ়ির ২০ টেস্ট ম্য়াচে প্রতিনিধিত্ব করেন। ইতিমধ্যে তিনি ২৭.৬২ ব্যাটিং গড়ে মোট ৮০১ রান করেন। এরমধ্যে তাঁর ব্যাট থেকে ২ শতরান বেরিয়ে এসেছে। এছাড়া রয়েছে ৩ হাফসেঞ্চুরি। পাশাপাশি ১০৫ প্রথম শ্রেণীর ক্রিকেট ম্য়াচে তিনি ৪০.৪০ ব্যাটিং গড়ে মোট ৪,৯৩০ রান করেছিলেন। ইতিমধ্যে তিনি ১১ শতরান এবং ২৬ হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন।
শোকজ্ঞাপন করলেন মহসিন নকভি
একটি শোকবার্তায় মহসিন নকভি জানিয়েছেন, ক্রিকেটের প্রতি ওয়াজ়ির মহম্মদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
Cricketer Death: মর্মান্তিক! ছক্কা হাঁকিয়েই সব শেষ, মৃত্যুর কোলে ঢলে পড়লেন তরুণ ক্রিকেটার
পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও একটি বিবৃতি দেওয়া হয়েছে। ওই বিবৃতিতে পাকিস্তানের প্রাক্তন টেস্ট ব্যাটার ওয়াজ়ির মহম্মদের প্রয়াণে শোকজ্ঞাপন করা হয়েছে। প্রসঙ্গত, ওয়াজির মহম্মদের আরও ৩ ভাই ছিলেন। তাঁরাও সকলে ক্রিকেট খেলতেন। ওয়াজ়ির ১৯৫২ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে ২০ টেস্ট ম্য়াচ খেলেন। পিসিবি-র পক্ষ থেকে তাঁর পরিবার এবং বন্ধবর্গের প্রতি হার্দিক সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।