Quinton De Kock: অবসর মানে উপসংহার নয়, এটা নতুনের সূচনা! মোক্ষম শিক্ষা নাইট ওপেনারের

Quinton De Kock: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাট করলেন কুইন্টন ডি কক। তিনি ৯৭ রানে অপরাজিত থাকেন। তাঁর ইনিংস নিয়ে ইতিমধ্যে প্রশংসার ঢেউ আছড়ে পড়ছে।

Quinton De Kock: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাট করলেন কুইন্টন ডি কক। তিনি ৯৭ রানে অপরাজিত থাকেন। তাঁর ইনিংস নিয়ে ইতিমধ্যে প্রশংসার ঢেউ আছড়ে পড়ছে।

author-image
Koushik Biswas
New Update
Quinton De Kock (1)

কুইন্টন ডি কক

বুধবার রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে একেবারে কর্তৃত্ব বজায় রেখে জয়লাভ করল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। জয়সূচক ছক্কাটি যখন মাঠের বাইরে বেরিয়ে যাচ্ছিল, ঠিক সেইসময় কেকেআর ব্রিগেডের উচ্ছ্বাস ছিল একেবারে চোখে পড়ার মতো।

Advertisment

Kolkata Knight Riders: কুইন্টন ধামাকায় রাজস্থানে হাহাকার, মরশুমের প্রথম জয় নাইট ব্রিগেডের

এবারের আইপিএল (IPL) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটা হারার পর কলকাতা চেয়েছিল যাতে রাজস্থানে বিরুদ্ধে তারা যে কোনও মূল্যে জিততে পারে। শাহরুখের একটা ডায়লগ আছে, 'কিসি চিজ় কো আগার পুরে দিল সে চাহো...'। এক্ষেত্রে যেন সেই ফিল্মি ডায়লগের বাস্তব চেহারা দেখতে পাওয়া গেল। সৌজন্যে একমেবম অদ্বিতীয়ম কুইন্টন ডি কক (Quinton De Kock)। এলেন, দেখলেন, জয় ছিনিয়ে এনে মাঠ ছাড়লেন। শেষপর্যন্ত ৯৭ রানে অপরাজিত থাকলেন।

KKR vs RR Highlights, IPL 2025: অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া ডি ককের, ৮ উইকেটে জয় কলকাতার

Advertisment

ম্যাচের শেষে ডি কক বললেন, 'সুযোগটা কাজে লাগাতে পেরে খুব ভালো লাগছে। অন্তত দলের জয়ে কিছুটা হলেও অবদান রাখতে পেরেছি। সত্যি কথা বলতে কী, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেও, এখনও পর্যন্ত কোনও প্রতিবন্ধকতার মুখে আমাকে পড়তে হয়নি।' সঙ্গে তিনি আরও যোগ করেন, 'এই টুর্নামেন্ট শুরুর আগে আমাদের ১০ দিনের একটা ক্যাম্প হয়েছিল। সেখানেই কয়েকটা অনুশীলন ম্য়াচ খেলেছিলাম। এরপর গোটা ব্যাপারটাই বেশ সহজ হয়ে যায়।'

Moeen Ali KKR: কেন ওপেন করলেন মঈন, রাহানে নয়? দলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন

হাতছাড়া করলেন শতরান

এই ম্য়াচে ডি ককের শতরান শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল। যদি শেষেরদিকে রাজস্থান বোলাররা যদি মুড়ি-মুড়কির মতো ওয়াইড বল না ছড়াতেন, তাহলে অনায়াসে তিনি এই মাইলফলক স্পর্শ করতে পারতেন। কিন্তু, যা হয়নি তা নিয়ে ভেবে লাভ নেই। এই প্রোটিয়া ব্যাটারের কথায়, রাহানের একটি সিদ্ধান্তই তাঁর ব্যাটিংয়ের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আসলে টস জেতার পর কেকেআর অধিনায়ক প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। আর সেই সুযোগে ডি কক উইকেটটা ভালো করে পরখ করে নিয়েছিলেন। আর সেই ফলাফলই দেখতে পাওয়া গেল দ্বিতীয় ইনিংসে।

Sunil Narine KKR: কেকেআর শিবিরে বড় ধাক্কা, ১,৬২৮ দিন পর অনুপস্থিত সুনীল নারিন

এই প্রোটিয়া ব্যাটার বললেন, 'আমি পরিস্থিতি অনুসারে ব্যাট করি। আইপিএল টুর্নামেন্টে যে বড় স্কোর ওঠে, সেটা আগে থেকেই জানতাম আমি। তবে এই ম্য়াচটায় আমি দলকে জেতাতে চেয়েছিলাম। এটা খেটে খাওয়া মানুষের উইকেট। এখানে রান করতে হলে লড়াই করতে হবে। সেটাই করেছি। আর শেষপর্যন্ত লড়াইয়ের ফলটাও হাতেনাতে পেলাম।'

Rajasthan Royals IPL KKR Kolkata Knight Riders Quinton de Kock