R Praggnanandhaa: এক চালেই বাজিমাত, অনন্য রেকর্ড গড়লেন ভারতের এই তারকা দাবাড়ু

Sinquefield Cup 2025: চলতি সিঙ্কফিল্ড কাপে নজরকাড়া পারফরম্য়ান্স করছেন ভারতীয় দাবাড়ু আর প্রজ্ঞানন্দ। বুধবার (২৭ অগাস্ট) সেন্ট লুইসে আয়োজিত একটি ম্য়াচে আমেরিকার প্রতিদ্বন্দ্বী জিএম ওয়েসলির বিরুদ্ধে ৮ রাউন্ডের ম্য়াচে ড্র করেন তিনি।

Sinquefield Cup 2025: চলতি সিঙ্কফিল্ড কাপে নজরকাড়া পারফরম্য়ান্স করছেন ভারতীয় দাবাড়ু আর প্রজ্ঞানন্দ। বুধবার (২৭ অগাস্ট) সেন্ট লুইসে আয়োজিত একটি ম্য়াচে আমেরিকার প্রতিদ্বন্দ্বী জিএম ওয়েসলির বিরুদ্ধে ৮ রাউন্ডের ম্য়াচে ড্র করেন তিনি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Chess

ছবিটি প্রতীকী

R Praggnanandhaa: চলতি সিঙ্কফিল্ড কাপে নজরকাড়া পারফরম্য়ান্স করছেন ভারতীয় দাবাড়ু (Chess) আর প্রজ্ঞানন্দ। বুধবার (২৭ অগাস্ট) সেন্ট লুইসে আয়োজিত একটি ম্য়াচে আমেরিকার প্রতিদ্বন্দ্বী জিএম ওয়েসলির বিরুদ্ধে ৮ রাউন্ডের ম্য়াচে ড্র করেন তিনি। আর সেইসঙ্গে এই টুর্নামেন্টে তিনি যুগ্মভাবে শীর্ষস্থানে উঠে এসেছেন।

Advertisment

আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রের দাবাড়ু ফ্যাবিয়ানো কারুয়ানার সঙ্গে একই আসনে দাঁড়িয়ে রয়েছেন প্রজ্ঞানন্দ। প্রসঙ্গত, ফ্রান্সের প্রতিদ্বন্দ্বী ম্য়াক্সিম ভাশিয়ের-লাগ্রেভের সঙ্গে 'পেনাল্টিমেট রাউন্ডে' পয়েন্ট ভাগাভাগি করে নেন কারুয়ানা।

D Gukesh Chess: দুরন্ত কামব্যাক এই ভারতীয় দাবাড়ুর, গর্বিত করলেন গোটা দেশকে

Advertisment

যাইহোক, দুরন্ত একটা টাইব্রেকের পর রীতিমতো উচ্ছ্বসিত হয়ে ওঠেন প্রজ্ঞানন্দ। ২০২৫ সালে প্লে-অফে তিনি ৩ খেতাব জয় করেছেন। ম্যাচের শেষে যথেষ্ট আত্মবিশ্বাসের সুরে তিনি বললেন, 'এই বছর প্লে-অফ রাউন্ডগুলো আমার জন্য বেশ ভালই গিয়েছে। কিন্তু, শেষপর্যন্ত যে কী হবে, তা কেউ আগে থেকে বলতে পারবে না।'

Bengal Chess Player: আন্তর্জাতিক দাবায় অভাবনীয় সাফল্য, ঐশিক-সর্বার্থকে সংবর্ধনা রাজ্য সরকারের

উচ্ছ্বসিত প্রজ্ঞানন্দ

এই টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডে প্রজ্ঞানন্দ কালো ঘুটি নিয়ে খেলতে নামবেন। তাঁর বিরুদ্ধে লড়াই করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের লেভন আরোনিয়ান। অন্যদিকে, সাদা ঘুটি নিয়ে আসরে নামবেন কারুয়ানা। তাঁর বিরুদ্ধে খেলবেন ভারতেরই অপর দাবাড়ু ডি গুকেশ।

Tata Steel Chess Tournament 2025: উইজক আন জি-তে, টাটা স্টিল দাবা ২০২৫

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বুধবার বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ বেশ টালমাটাল একটি ম্য়াচ উপহার দিলেন। শেষপর্যন্ত আরোনিয়ানের বিরুদ্ধে তিনি ড্র করেন। বলতে কোন দ্বিধা নেই, দুই খেলোয়াড়ের কাছেই জয়ের একাধিক সুযোগ এসেছিল। কিন্তু, সেগুলো তাঁরা কাজে লাগাতে পারেননি।

D Gukesh Chess World Championship Prize Money, Earnings: দাবায় ইতিহাস গড়ে বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ! কোটি কোটি টাকার প্রাইজ মানি ভারতীয় তারকার জন্য

এই রাউন্ডে একটাই মাত্র ম্যাচে নির্ণায়ক ফলাফল হয়েছে। উজবেকিস্তানের গ্র্যান্ড মাস্টার নডির্বেক আব্দুসাত্তারোভ টুর্নামেন্টের প্রথম জয়লাভ করেন। তিনি ফরাসি প্রতিদ্বন্দ্বী আলিরেজা ফিরৌজাকে পরাস্ত করেন।

এই জয়ের পর আব্দুসাত্তারোভ বললেন, 'এখনও পর্যন্ত আমার কেরিয়ারে এটা কঠিনতম টুর্নামেন্ট। তবে এটা আমাকে অতিক্রম করতেই হবে। কথা দিচ্ছি, পরেরবার আরও শক্তিশালী হয়ে কামব্যাক করতে পারব।'

chess R Praggnanandhaa