KKR vs RCB Weather Update: আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরই শুরু হতে চলেছে আইপিএল ২০২৫-এর মহাযজ্ঞ। উদ্বোধনী ম্যাচে খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। তবে এবারের আইপিএল টুর্নামেন্ট শুরুর আগে একটি জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই অনুষ্ঠানে বলিউডের তারকারা নাচা-গানা করবেন। সন্ধ্যা ৭টায় টস হবে এবং ৭:৩০ থেকে শুরু হয়ে যাবে ম্যাচ। যদিও এই সময় বদলে যেতে পারে।
KKR vs RCB Live Score, IPL 2025: চলছে তুমুল ঝড়-বৃষ্টি, আদৌ হবে তো কেকেআর বনাম আরসিবি ম্যাচ?
বদলে যেতে পারে ম্যাচের সময়
২০২৫ আইপিএল টুর্নামেন্টের অষ্টাদশ মরশুম কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। সমর্থকদের যাবতীয় অপেক্ষার অবসান হতে চলেছে। এই মরশুমের প্রথম ম্যাচে কেকেআর এবং আরসিবি একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। যদিও বৃষ্টি এবং খারাপ আবহাওয়ার কারণে এই ম্যাচ ঘিরে সমর্থকদের চিন্তা কিছুটা বেড়ে গিয়েছে। শুক্রবারও (২১ মার্চ) সারা রাত শহর কলকাতায় বৃষ্টি হয়েছে। সেকারণে দুটো দল পর্যাপ্ত অনুশীলন করতে পারেনি। এমনকী, ম্যাচ চলাকালীনও বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। আর যদি বৃষ্টি হয়, তাহলে ম্যাচ শুরুর সময় পিছিয়ে যেতে পারে।
KKR vs RCB: বদলাতে পারে টসের সময়, জানেন সেই বিশেষ কারণ?
আউটফিল্ড ভেজা থাকার কারণে ম্যাচের সময় কিছুটা হলেও বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে ম্যাচ হয়ত সন্ধ্যা ৭:৩০ মিনিটে নাও শুরু হতে পারে। তবে সবটাই ওয়েদারের উপর নির্ভর করছে। কিন্তু, যদি মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়, তাহলে তো অপেক্ষা ছাড়া আর কোনও রাস্তা খোলা থাকবে না। সেক্ষেত্রে কতক্ষণ পর্যন্ত ম্যাচ শুরুর অপেক্ষা করা হবে।
KKR vs RCB: কেকেআর বনাম আরসিবি ম্যাচ, বড় মাইলস্টোনের সামনে বিরাট কোহলি!
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, রাত ১০:৫৬ মিনিট পর্যন্ত এই ম্যাচ শুরু করা যাবে। সেক্ষেত্রে দুটো দলকেই পাঁচ ওভার করে খেলতে হবে। কারণ আইপিএল টুর্নামেন্টের নিয়ম অনুসারে, রাত ১২:০৬ মিনিটের মধ্যে এই খেলা শেষ করতেই হবে। আর যদি একান্তই ম্যাচ শুরু করা না যায়, তাহলে দুটো দলকেই ১-১ পয়েন্ট ভাগ করে দেওয়া হবে।
Shah Rukh Khan-KKR: পার্টি পাঠানের ঘরে যখন...বৃষ্টিস্নাত কলকাতায় পা রাখলেন শাহরুখ, উন্মাদনা তুঙ্গে...
কলকাতা নাইট রাইডার্সের পূর্ণাঙ্গ স্কোয়াড
অজিঙ্কা রাহানে, মণীশ পাণ্ডে, অনরিক নোর্কিয়া, অঙ্গকৃশ রঘুবংশী, রিঙ্কু সিং, কুইন্টন ডি কক, রহমানউল্লাহ গুরবাজ, মঈন আলি, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, অনুকূল রায়, রোভম্যান পাওয়েল, লভনিথ শিশোদিয়া, ভেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, সুনীল নারিন, বৈভব অরোরা, মায়াঙ্ক মার্কণ্ডে, স্পেনসার জনসন, চেতন সাকারিয়া।