Advertisment

Ashwin's all-time IPL XI: রাসেল-পোলার্ডকে বাদ দিয়েই IPL ১১! ঝড় তুলে সেরার সেরা দল বাছলেন অশ্বিন

Ashwin picks his all-time IPL XI: অবশেষে এক ইউটিউব শোয়ে নিজের পছন্দের সেরা একাদশ বাছলেন রভিচন্দ্রন অশ্বিন। রোহিত-কোহলি-ধোনি তিন মহারথীই জায়গা পেয়েছেন অশ্বিনের বাছাই করা এগারোয়। তবে রাসেল-পোলার্ডের জায়গা না হওয়ায় বিস্মিত অনেকে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Ashwin's IPL XI: নিজের পছন্দের আইপিএল একাদশ বেছে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (টুইটার)

Ashwin's IPL XI: নিজের পছন্দের আইপিএল একাদশ বেছে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (টুইটার)

Ravichandran Ashwin all-time IPL XI: রাজস্থান রয়্যালসের তারকা অফস্পিনার নিজের সেরা আইপিএল একাদশ বেছে নিলেন। ৩৭ বছরের দক্ষিণী স্পিনার নিজের দলের নেতা হিসেবে বেছেছেন চেন্নাই সুপার কিংস নেতা এমএস ধোনিকে।

Advertisment

নিজের দলের ওপেনার হিসাবে অশ্বিনের বাছাই রোহিত শর্মা এবং বিরাট কোহলি। দুই মহারথীরই আইপিএল রেকর্ড প্রশ্নাতীত। তিন নম্বরে থাকছেন স্টাইলিশ বাঁ হাতি তারকা সুরেশ রায়না। সিএসকের পাঁচবারের ট্রফি জয়ের ক্ষেত্রে যাঁর অবদান মোটেও অস্বীকার করার মত নয়।

আরও পড়ুন- রোহিত শর্মার জন্য ৫০ কোটির স্পেশ্যাল প্যাকেজ? বিস্ফোরক জল্পনায় সরাসরি মুখ খুললেন সঞ্জীব গোয়েঙ্কা

চার নম্বরে অশ্বিনের পছন্দ স্বয়ং সূর্যকুমার যাদব। যিনি অবিসংবাদীভাবে টি২০'র সেরা ব্যাটার। স্রেফ মুম্বই ইন্ডিয়ান্স-এর হয়েই নয়, জাতীয় দলের হয়েও একের পর এক চোখ ধাঁধানো পারফরম্যান্স উপহার দিয়েছেন। চার নম্বরে তাঁর বাছাই নিয়ে কারোরই কোনও সন্দেহ নেই।

আরও পড়ুন- ICC চেয়ারম্যান হতেই জয় শাহকে তীব্র অপমান লঙ্কান সাংবাদিকের, ক্ষোভে ফুঁসে উঠল ক্রিকেটমহল

অশ্বিনের একাদশে পাঁচ নম্বরে ব্যাট করতে নামবেন এবি ডিভিলিয়ার্স। বছরের পর বছর ধরে আরসিবি ব্যাটিংয়ের স্তম্ভ তিনি। ফ্র্যাঞ্চাইজিকে আইপিএল ট্রফি এনে দিতে না পারলেও তাঁর অবদান প্রশ্নাতীত। ধোনির কেরিয়ারের মধ্যগগনে তাঁর থেকে ভালো কোনও ফিনিশার পাওয়া দুষ্কর ছিল। তাই এমএস ধোনির জায়গা হয়েছে ব্যাটিং অর্ডারের ছয় নম্বরে। রোহিতের মত তাঁর-ও ক্যাপ্টেন হিসাবে পাঁচবার আইপিএল জয়ের রেকর্ড রয়েছে। অশ্বিনের দলের নেতা তিনিই।

আরও পড়ুন- ICC-তে পাকিস্তানের বাগড়া সত্ত্বেও সিংহাসনে জয় শাহ! গোটা ক্রিকেটবিশ্বই দাঁড়াল ভারতীয় কর্তার পাশে

দুই স্পিনার এবং তিন পেসার নয় একাদশ সাজিয়েছেন অশ্বিন। স্পিনার হিসাবে জায়গা করে নিয়েছেন রশিদ খান এবং সুনীল নারিন। লোয়ার অর্ডারে দুই তারকা ব্যাট হাতেও ঝড় তুলতে সাবলীল। প্রয়োজনের মুহূর্তে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন আফগান-ক্যারিবিয়ান তারকা।

অশ্বিনের একাদশের পেস বিভাগে জায়গা পেয়েছেন লাসিথ মালিঙ্গা, জসপ্রীত বুমরা এবং ভুবনেশ্বর কুমার। বছরের পর বছর ধরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে নতুন বলে বোলিং শুরু হয়েছে ভুবনেশ্বরের হাত ধরে। আর মুম্বই ইন্ডিয়ান্স-এর হয়ে দীর্ঘদিন মালিঙ্গা-বুমরা জুটি ডেথ ওভারে প্রতিপক্ষের ত্রাস হয়ে উঠেছেন। মুম্বইকে আইপিএলের সফলতম দল গুলোর অন্যতম করে তুলতে ভূমিকা নিয়েছেন দুই তারকা।

আরও পড়ুন- ভয়ঙ্কর বিপর্যয়ে ছারখার বিশ্বকাপগামী টিম ইন্ডিয়ার তারকা! প্রাণ বাঁচাল উদ্ধারকারী দল

অশ্বিনের একাদশ: রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, সূর্যকুমার যাদব, এবি ডিভিলিয়ার্স, এমএস ধোনি (ক্যাপ্টেন এবং উইকেটকিপার), সুনীল নারিন, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, লাসিথ মালিঙ্গা এবং জসপ্রীত বুমরা কৃষ্ণমাচারি শ্রীকান্তের ইউটিউব চ্যানেল চিকি চিকা শো-এ পছন্দের একাদশ জানিয়েছেন অশ্বিন।

cricket IPL Ravichandran Ashwin Cricket News
Advertisment