Rishabh Pant comeback innings: ভারত অধিনায়কের ব্যাটিংয়ে কেঁপে উঠল দক্ষিণ আফ্রিকা, তাক লাগালেন পন্ত

Rishabh Pant comeback innings: তিন মাসের ইনজুরির পর মাঠে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন ঋষভ পন্ত। প্রত্যাবর্তনের ম্যাচে ইনজুরি ভোলানো পারফরম্যান্স মন কাড়ল দর্শকদের।

Rishabh Pant comeback innings: তিন মাসের ইনজুরির পর মাঠে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন ঋষভ পন্ত। প্রত্যাবর্তনের ম্যাচে ইনজুরি ভোলানো পারফরম্যান্স মন কাড়ল দর্শকদের।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Rishabh Pant: ঋষভ পন্ত।

Rishabh Pant: ঋষভ পন্ত।

Rishabh Pant comeback innings: তিন মাসের ইনজুরির পর ক্রিকেট মাঠে ফিরে দুর্দান্ত ইনিংস খেললেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্ত (Rishabh Pant)। দক্ষিণ আফ্রিকা ‘এ’-এর বিরুদ্ধে বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্স (BCCI Centre of Excellence)-এ আয়োজিত অনানুষ্ঠানিক টেস্টে ৯০ রানে আউট হয়ে শতরান মিস করলেন ভারত অধিনায়ক। তবুও তাঁর এই ইনিংসই প্রমাণ করল—ইনজুরির পর ফেরা পন্ত এখনও একইরকম আগ্রাসী।

Advertisment

ইনজুরি কাটিয়ে দারুণ প্রত্যাবর্তন

পন্ত ইংল্যান্ডে অনুষ্ঠিত আন্ডারসন-তেন্ডুলকর ট্রফি (Anderson-Tendulkar Trophy)-র সময় টো ইনজুরিতে পড়েছিলেন। ইংল্যান্ডের চতুর্থ টেস্টে ক্রিস উকসের একটি বল সরাসরি তাঁর পায়ে লাগে। ইনজুরির পর তাঁকে মাঠ থেকে বের হতে অন্যের সাহায্য নিতে হয়েছে। উইকেটকিপিংও করতে পারেননি। তবুও পা-এ প্লাস্টার বেঁধে তিনি ব্যাট করতে নেমে দলকে ম্যাচ বাঁচাতে সাহায্য করেছিলেন—যা তাঁর দৃঢ় মানসিকতারই প্রমাণ।

আরও পড়ুন- ফিরলেন স্মৃতি মান্ধানা, ভারতের প্রথম উইকেটের পতন

রবিবার ভারত 'এ'-র ২৭৫ রানের লক্ষ্য তাড়া করার সময় পন্ত খেললেন অসাধারণ ইনিংস। আগের রাতের ৬৪ রানের ওপর ভর করে এদিন দ্রুত গতিতে এগোচ্ছিলেন তিনি। মাত্র ১১৩ বলে ৯০ রান করেন, যার মধ্যে ছিল ১১টি চার ও ৪টি ছক্কা। কিন্তু শতরানের আগে টিয়ান ভান ভুরেন-এর বলে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাঁকে। 

Advertisment

আরও পড়ুন- অবশেষে জয়ে ফিরল ভারত, অজিদের হারাল ৫ উইকেটে

ম্যাচ শেষে বিসিসিআই (BCCI)-এর প্রকাশিত এক ভিডিওতে পন্ত বলেন, 'ইনজুরি সামলানো খুব কঠিন ছিল। প্রথম ছয় সপ্তাহ কেবল হিলিং প্রক্রিয়াতেই কেটেছে। এরপর সিওই (CoE)-তে এসে ধীরে ধীরে রিহ্যাব শুরু করি। এখন পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরেছি—এই জন্য আমি খুব খুশি।' তিনি আরও বলেন, 'ইনজুরির সময় মানসিকভাবে শক্ত থাকা খুব দরকার। তখন অনেক সময় মন খারাপ হয়, এনার্জি কমে যায়। কিন্তু, ছোট ছোট জিনিসে নিজেকে আনন্দ দেওয়াটা খুব জরুরি। সেটাই আমায় এগিয়ে রাখে।'

আরও পড়ুন- মহিলা দলের সঙ্গে ৮৩-র টিম ইন্ডিয়ার তুলনা! রে-রে করে উঠলেন কপিল দেব

ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) বা বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্স (Centre of Excellence, Bengaluru-CoE)-এই তিনি রিহ্যাব সম্পূর্ণ করেন। ফিজিওথেরাপি, স্ট্রেংথ ট্রেনিং এবং ব্যাটিং প্র্যাকটিসের মাধ্যমে ধীরে ধীরে পুরোনো ছন্দে ফেরেন। বিসিসিআই (BCCI) সূত্রে জানা গেছে, তাঁর ফিটনেস টেস্টও সম্পূর্ণ সফল হয়েছে এবং জাতীয় দলে ফেরার পথে এখন আর বাধা নেই। 

আরও পড়ুন- অশনি সংকেত দেখছে টিম ইন্ডিয়া! তীরে এসে ডুববে তরী?

পন্তের ইনিংস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সমর্থকরা লিখেছেন, 'পন্ত আবার ফিরে এসেছে—আরও আগ্রাসী রূপে।' অনেকে বলছেন, 'এই ইনিংস শুধু রান নয়, মানসিক জয়েরও প্রতীক।' বিশেষজ্ঞদের মতে, এই পারফরম্যান্স যদি ধারাবাহিকভাবে চলতে থাকে, তবে পন্তের জাতীয় দলে ফেরাটা সময়ের অপেক্ষা। ডিসেম্বরের আগে তাঁর ফিটনেস ও ফর্ম পর্যবেক্ষণ করবে টিম ম্যানেজমেন্ট। 

innings Rishabh Pant