Rohan Bopanna Retirement: টেনিস ছাড়লেন ভারতের 'গ্র্যান্ড স্ল্যাম কিং' রোহন বোপন্না, ২০ বছরের দুর্দান্ত কেরিয়ারের অবসান

Rohan Bopanna Retirement: ৪৫ বছর বয়সে টেনিসকে বিদায় জানালেন রোহন বোপন্না। ২০২৪ সালের অস্ট্রেলিয়ান ওপেনে ইতিহাস গড়েন ভারতের এই টেনিস কিংবদন্তি।

Rohan Bopanna Retirement: ৪৫ বছর বয়সে টেনিসকে বিদায় জানালেন রোহন বোপন্না। ২০২৪ সালের অস্ট্রেলিয়ান ওপেনে ইতিহাস গড়েন ভারতের এই টেনিস কিংবদন্তি।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Rohan Bopanna Retirement: অবসর ঘোষণা রোহন বোপান্নার।

Rohan Bopanna Retirement: অবসর ঘোষণা রোহন বোপান্নার।

Rohan Bopanna Retirement: ৪৫ বছর বয়সে টেনিসকে বিদায় জানালেন ভারতের অন্যতম সেরা ডাবলস খেলোয়াড় রোহন বোপন্না (Rohan Bopanna)। শনিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে অবসর ঘোষণা করলেন এই অভিজ্ঞ খেলোয়াড়। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, 'যা আমাকে জীবনের অর্থ দিয়েছিল, কীভাবে তাকে বিদায় জানাব? ২০ বছরের অবিশ্বাস্য যাত্রা শেষে, এবার র‌্যাকেট নামানোর সময় এসেছে।'

Advertisment

ভারতের ইতিহাসে অন্যতম সফল খেলোয়াড়

কর্গের ছোট্ট শহর থেকে শুরু করেছিলেন যাত্রা। পরিবারের উৎসাহে টেনিস হাতে নেওয়া সেই ছেলেটি আজ ভারতের ইতিহাসে অন্যতম সফল খেলোয়াড়। রোহন বলেন, 'কর্গে কাঠ কেটে সার্ভ শক্ত করার দিনগুলো থেকে শুরু করে, বিশ্বের সেরা কোর্টগুলিতে আলোয় দাঁড়িয়ে খেলা—সবই যেন আমার কাছে ছিল স্বপ্নের মত।' ২০২৪ সালের অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের ডাবলসে গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়েন বোপন্না। সেই সময় তিনি ছিলেন ৪৩ বছর বয়সে সবচেয়ে প্রবীণ গ্র্যান্ড স্ল্যাম জয়ী।

আরও পড়ুন- ফাইনালে বদলে যাবে সবকিছু? বাদের খাতায় ভারতের তারকা ক্রিকেটার!

Advertisment

একই বছর মায়ামি ওপেন ২০২৪-এ এটিপি ১,০০০ (ATP 1000) খেতাব জয় করে আরও একটি রেকর্ড গড়েন—এটিপি (ATP) ইতিহাসে সবচেয়ে বয়স্ক ডাবলস টাইটেল জয়ী খেলোয়াড় হিসেবে। এতেই শেষ নয়, ওই বছরই তিনি ডাবলস ক্যাটাগরিতে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে নম্বর ১ স্থানেও পৌঁছে যান—যা আগে কখনও কোনও ভারতীয় খেলোয়াড়ের পক্ষে সম্ভব হয়নি। 

আরও পড়ুন- বাবাকে অপমানের যোগ্য জবাব, মেয়ে হয়ে প্রতিশোধ নিলেন জেমিমা!

আবেগঘন বিদায়ী বার্তায় বোপান্না ধন্যবাদ দিয়েছেন স্ত্রী সুপ্রিয়া, কন্যা ত্রিধা ও বোন রশ্মিকে। তিনি লিখেছেন, 'আমার স্ত্রী সুপ্রিয়া, তুমি আমার জীবনের সঙ্গী, প্রতিটি লড়াইয়ে পাশে থেকেছ। আর আমার কন্যা ত্রিধা, তোমার জন্যই শেষ কয়েক বছরে খেলেছি—তোমাকে শেখাতে চেয়েছি স্বপ্নের মূল্য কত।' রোহন বোপন্না ভারতের হয়ে ডেভিস কাপ, এশিয়ান গেমস এবং অলিম্পিকেও প্রতিনিধিত্ব করেছেন। ২৬টি ডাবলস টাইটেল জিতেছেন, যার মধ্যে রয়েছে ৬টি এটিপি মাস্টার্স ১,০০০ (ATP Masters 1000) জয়।

আরও পড়ুন- শ্রেয়সের চোট নিয়ে বিশাল বড় আপডেট, সমর্থকদের 'সুখবর' দিল বিসিসিআই

তাঁর কেরিয়ারে অন্যতম সেরা মুহূর্ত এসেছিল ২০১৭ সালে। সেই সময় তিনি গ্যাব্রিয়েলা দাব্রোভস্কির সঙ্গে মিক্সড ডাবলস ফ্রেঞ্চ ওপেন জিতে ভারতকে গর্বিত করেন। বোপন্নার শেষ ম্যাচ হয় প্যারিস মাস্টার্স ১০০০-এ। সেখানে তিনি আলেকজান্ডার বুবলিকের সঙ্গে জুটি বাঁধেন। যদিও টুর্নামেন্টে খুব দূর পর্যন্ত যেতে পারেননি, কিন্তু দর্শকদের করতালিতে তিনি বিদায় নেন গর্বের সঙ্গে।

আরও পড়ুন- এক প্লেট বিরিয়ানির থেকেও কম! বিশ্বকাপ ফাইনালে টিকিটের দাম জানেন?

বোপন্নার কেরিয়ার শুধু সাফল্যের নয়, অনুপ্রেরণারও গল্প। বয়স কোনও বাধা নয়, তা তিনি প্রমাণ করেছেন বারবার। তাঁর মতো একজন খেলোয়াড় ভারতের নতুন প্রজন্মের টেনিস তারকাদের অনুপ্রেরণা হিসেবে চিরকাল থেকে যাবেন।

Rohan Bopanna retirement