New Update
/indian-express-bangla/media/media_files/2025/04/05/LG558C1xL4M5AwO84Mkq.jpg)
মুম্বই ইন্ডিয়ান্স দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা
Rohit Sharma Injury: কবে নাগাদ রোহিত সুস্থ হবেন বলে আশা করা হচ্ছে? এই প্রশ্নের জবাবে জয়বর্ধনে বলেন, মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ককে সম্পূর্ণ ফিট হতে এখনও বেশ কয়েকটা দিন সময় লাগবে।
মুম্বই ইন্ডিয়ান্স দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা
Rohit Sharma Injury: রোহিত শর্মার চোট নিয়ে বড়সড় আপডেট দিলেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দলের কোচ মাহেলা জয়বর্ধনে। শুক্রবার (৪ এপ্রিল) একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তারা খেলতে নেমেছিল। এই ম্য়াচে খেলেননি রোহিত শর্মা। বলা হয়, হাঁটুতে চোট থাকার কারণে খেলতে পারবেন না রোহিত। এই ম্য়াচে হার্দিক পান্ডিয়া অ্যান্ড কোম্পানি ১২ রানে হেরে যায়।
ম্যাচের (Lucknow Super Giants vs Mumbai Indians live updates) পর সাংবাদিক বৈঠকে এসে মুম্বই ইন্ডিয়ান্স দলের হেড কোচ মাহেলা জয়বর্ধনে বললেন, ম্যাচের দিন রোহিত শর্মার একটি ফিটনেস টেস্ট নেওয়া হয়েছিল। সেইসময় ব্যাট হাতে হিটম্য়ান একেবারে স্বচ্ছ্বন্দ্যবোধ করছিলেন না। এই ম্যাচের আগে রোহিত ১০০ শতাংশ ফিট না হওয়ার কারণে তাঁকে প্রথম একাদশের বাইরে রাখা হয়।
Rohit Sharma Injury: আদৌ চোট না পাকাপাকি বাদ? রোহিতের অনুপস্থিতি নিয়ে বাড়ছে ধোঁয়াশা
জয়বর্ধনে বললেন, 'রোহিতের হাটুতে চোট লেগেছে। গতকাল ও ব্যাট করার চেষ্টা করেছিল। কিন্তু, হাটুর উপর কোনও চাপ দিতে পারছে না। সেকারণে আজ রোহিতের একটি ফিটনেস টেস্ট নেওয়া হয়। সেখানেও ব্যাট করার সময় একটা অস্বস্তিবোধ করছিল। আর সেকারণেই রোহিত যতক্ষণ না পর্যন্ত ১০০ শতাংশ ফিট না হবেন, আমরা কোনও বাড়তি ঝুঁকি নিতে পারব না।'
BCCI Rohit-Kohli: 'ওঁরা কিংবদন্তি!' রোহিত কোহলি কেন এ প্লাস গ্রেডে, চুক্তি নিয়ে সাফাই বিসিসিআইয়ের
কিন্তু, কবে নাগাদ রোহিত সুস্থ হবেন বলে আশা করা হচ্ছে? এই প্রশ্নের জবাবে জয়বর্ধনে বলেন, মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ককে সম্পূর্ণ ফিট হতে এখনও বেশ কয়েকটা দিন সময় লাগবে।
Rohit Sharma Fitness: 'প্রতিদিন সকালে উঠে...' রোহিতের ফিটনেস নিয়ে আবারও উঠল প্রশ্ন
তিনি যোগ করেন, 'আমরা ওকে আরও কয়েকটা দিন সময় দিতে চাই। নেটে ওর সঙ্গে যা হয়েছে, সেটাকে দূর্ভাগ্য ছাড়া আর কিছু বলা যায় না।'
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2025) রোহিত শর্মা আপাতত যথেষ্ট খারাপ ফর্মের মধ্যে দিয়ে এগোচ্ছেন। এরপর লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তিনি দলের প্রথম একাদশ থেকেও ছিটকে যান। টুর্নামেন্টের প্রথম তিনটে ম্য়াচে তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামানো হয়েছিল। সেক্ষেত্রে মুম্বই ইন্ডিয়ান্সের এই কিংবদন্তী অধিনায়ক শুধুমাত্র ব্যাটই করছিলেন। তাঁকে ফিল্ডিং করতে দেখা যাচ্ছিল না।
শুক্রবার টসের সময় হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) বলেন, 'রোহিতের হাটুতে চোট লেগেছে। সেকারণে ও খেলতে পারছে না।'