/indian-express-bangla/media/media_files/2025/10/27/rohit-sharma-15-2025-10-27-12-22-25.jpg)
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা
Rohit Sharma: বেশ কয়েকমাস পর ভারতীয় ক্রিকেট দলে (Indian Cricket Team) কামব্যাক করেছিলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি (Virat Kohli)। যদিও টিম ইন্ডিয়ার দৃষ্টিভঙ্গিতে এই প্রত্যাবর্তন তাঁরা স্মরণীয় করে রাখতে পারেননি। ভারত এবং অস্ট্রেলিয়ার (India vs Australia) মধ্যে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হয়েছিল। এই সিরিজে টিম ইন্ডিয়া ২-১ ব্যবধানে হেরে যায়। এই সিরিজে বিরাট কোহলি প্রথম দুটো ম্য়াচে শূন্য রানে আউট হওয়ার পর অন্তিম ম্য়াচে ৭৪ রানের ইনিংস খেলেন। অন্যদিকে, রোহিত শর্মা এই সিরিজে সফলতম ব্যাটার হিসেবে নিজের নাম লিখিয়ে ফেলেছেন রোহিত শর্মা। তিনি সর্বাধিক ২০২ রান করেছেন। এরমধ্যে একটি সেঞ্চুরি এবং একটি অর্ধশতরান রয়েছে।
Rohit Sharma News Update: 'এই শেষবার...', ভারতে ফিরতেই কীসের ইঙ্গিত রোহিত শর্মার?
হোয়াইটওয়াশের হাত থেকে বাঁচল টিম ইন্ডিয়া
তৃতীয় তথা সিরিজের শেষ ওয়ানডে ম্য়াচে টিম ইন্ডিয়া দুর্দান্ত ব্যাটিং করে। আর সেকারণেই ভারতীয় ক্রিকেট দল এই সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা কোনওক্রমে ঠেকাতে পেরেছে। ওয়ানডে সিরিজ শেষ হতে না হতেই টিম ইন্ডিয়ার এই দুই মহারথী ফের বিশ্রামে চলে গিয়েছেন। ভারতীয় ক্রিকেট সমর্থকরা আরও একবার চাতক পাখির মতো তাঁদের জন্য অপেক্ষা শুরু করেছেন।
Rohit Sharma Retirement Speculation: "কীভাবে থামাবে এবার 'রো-কো' জুটিকে?" কাইফের নিশানায় অজিত আগরকর
ফের একবার বিশ্রামে রোহিত-বিরাট জুটি
ভারতীয় ক্রিকেট দল বর্তমানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ খেলবে। এরপর দেশের মাটিতে তারা স্বাগত জানাবে দক্ষিণ আফ্রিকাকে (india-vs-south-africa)। এই দুই দলের মধ্যে ২ ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করা হবে। বিরাট এবং রোহিত আপাতত ওয়ানডে ফরম্য়াটেই অ্যাকটিভ রয়েছেন। সেকারণে টিম ইন্ডিয়া যতদিন টেস্ট এবং টি-২০ সিরিজ নিয়ে ব্যস্ত থাকবে, ততদিন এই জুটিকে আর ময়দানে দেখতে পাওয়া যাবে না। যদিও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের পরই টিম ইন্ডিয়া প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে নামবে। ৩ ম্য়াচের এই সিরিজে ফের একবার এই জুটিকে ২২ গজে দেখতে পাওয়া যাবে।
Rohit Sharma Century: সেঞ্চুরি তো সংখ্যা মাত্র! আগরকরকে যোগ্য জবাব দিলেন রোহিত?
শীঘ্রই ভারতে খেলতে দেখা যাবে রো-কো জুটিকে
দক্ষিণ আফ্রিকা বর্তমানে রয়েছে পাকিস্তান সফরে। এই সফরের পর তারা আগামী ১৪ নভেম্বর থেকে ভারতের বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নামবে। টেস্ট সিরিজের পর এই দুটো দলের মধ্যে ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হবে। আগামী ৩০ নভেম্বর থেকে রাঁচিতে এই সিরিজ শুরু হবে। রাঁচির পর দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ খেলা হবে ৩ ডিসেম্বর রায়পুরে। এরপর সিরিজের তৃতীয় তথা অন্তিম ম্য়াচটি আগামী ৬ ডিসেম্বর বিশাখাপত্তনমে খেলা হবে। এই সিরিজে আরও একবার রো-কো জুটিকে দেখতে পাওয়া যাবে।
Rohit Sharma ODI Retirement: সেঞ্চুরি হাঁকিয়েই অবসর ঘোষণা রোহিতের? চলছে তোলপাড় বিতর্ক
অস্ট্রেলিয়ায় দুর্দান্ত পারফরম্য়ান্স রোহিত শর্মার
এই পরিস্থিতিতে প্রায় ১ মাস পর আবারও এই কিংবদন্তী জুটিকে ক্রিকেট ময়দানে দেখা যাবে। সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে ২ ক্রিকেটারই নিজেদের হারানো ছন্দ ফিরে পেয়েছেন। এই সিরিজে রোহিত শর্মা সবথেকে বেশি রান সংগ্রহ করেন। প্রথম ম্য়াচে তিনি মাত্র ৮ রান করলেও দ্বিতীয় ম্য়াচে ৭৩ এবং তৃতীয় ম্য়াচে ১২১ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে, বিরাট কোহলি প্রথম এবং দ্বিতীয় ম্য়াচে শূন্য রানে আউট হওয়ার পর অন্তিম ম্য়াচে অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলেন। এই ২ ভারতীয় ব্যাটারের থেকে আরও একবার বড় রানের প্রত্যাশা করা হচ্ছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us